
অর্থপাচার মামলায় ফের ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) জেরার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। বহুল আলোচিত ২০০ কোটি রুপি অর্থ পাচারের মামলায় নোরাকে গতকাল শুক্রবার ৫ ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন আগেই কাতার ফিফা বিশ্বকাপে পারফরম্যান্স করে ভারতে ফেরেন নোরা। দেশে ফিরেই ইডি থেকে ডাক পড়ে নায়িকার। তাই গতকাল দিল্লিতে ইডির কার্যালয়ে হাজির হয়েছিলেন নোরা।
কিছুদিন আগেই এই মামলার আরেক অভিযুক্ত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ জামিন পেয়েছেন। একই মামলায় আগেও নোরা ফাতেহিকেও জেরা করেছিল ইডি। গত ১৫ সেপ্টেম্বর নোরাকে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ (ইওডব্লিউ) শাখা চার ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করে।
এর আগেও গত বছরের ১২ সেপ্টেম্বর ও ১৪ অক্টোবর প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের ধারা ৫০-এর অধীনে নোরার বক্তব্য রেকর্ড করেছিল ইডি। সে সময় তিনি বলেছিলেন, লীনা পাওলোস (মামলার মূল হোতা সুকেশের স্ত্রী) তাঁকে গুচি ব্র্যান্ডের একটি হ্যান্ডব্যাগ এবং একটি আইফোন উপহার দিয়েছিলেন।
নোরা আরও জানিয়েছিলেন, লীনার মোবাইল ফোনের লাউড স্পিকারে সুকেশ তাঁকে বলেছিলেন, তাঁরা তাঁর ভক্ত এবং ভালোবাসার প্রতীক হিসেবে তাঁকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিতে চান।
এই অর্থ পাচার মামলার মূল হোতা সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে অভিযুক্ত করে গত ১৭ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয় ইডি। গত ১৫ নভেম্বর জ্যাকলিনকে ২ লাখ রুপি ব্যক্তিগত বন্ডে জামিন দেয় দিল্লির পাতিয়ালা আদালত।

অর্থপাচার মামলায় ফের ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) জেরার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। বহুল আলোচিত ২০০ কোটি রুপি অর্থ পাচারের মামলায় নোরাকে গতকাল শুক্রবার ৫ ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন আগেই কাতার ফিফা বিশ্বকাপে পারফরম্যান্স করে ভারতে ফেরেন নোরা। দেশে ফিরেই ইডি থেকে ডাক পড়ে নায়িকার। তাই গতকাল দিল্লিতে ইডির কার্যালয়ে হাজির হয়েছিলেন নোরা।
কিছুদিন আগেই এই মামলার আরেক অভিযুক্ত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ জামিন পেয়েছেন। একই মামলায় আগেও নোরা ফাতেহিকেও জেরা করেছিল ইডি। গত ১৫ সেপ্টেম্বর নোরাকে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ (ইওডব্লিউ) শাখা চার ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করে।
এর আগেও গত বছরের ১২ সেপ্টেম্বর ও ১৪ অক্টোবর প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের ধারা ৫০-এর অধীনে নোরার বক্তব্য রেকর্ড করেছিল ইডি। সে সময় তিনি বলেছিলেন, লীনা পাওলোস (মামলার মূল হোতা সুকেশের স্ত্রী) তাঁকে গুচি ব্র্যান্ডের একটি হ্যান্ডব্যাগ এবং একটি আইফোন উপহার দিয়েছিলেন।
নোরা আরও জানিয়েছিলেন, লীনার মোবাইল ফোনের লাউড স্পিকারে সুকেশ তাঁকে বলেছিলেন, তাঁরা তাঁর ভক্ত এবং ভালোবাসার প্রতীক হিসেবে তাঁকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিতে চান।
এই অর্থ পাচার মামলার মূল হোতা সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে অভিযুক্ত করে গত ১৭ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয় ইডি। গত ১৫ নভেম্বর জ্যাকলিনকে ২ লাখ রুপি ব্যক্তিগত বন্ডে জামিন দেয় দিল্লির পাতিয়ালা আদালত।

প্রতিষ্ঠিত শিল্পীরা এখন কনসার্ট নিয়েই ব্যস্ত থাকেন বেশি। নতুন গান প্রকাশ থেকে অনেকেই সরে এসেছেন। তবে ব্যতিক্রম ফাহমিদা নবী। নিয়মিতই গান প্রকাশ করছেন তিনি। সম্প্রতি ফাহমিদা নবী নতুন তিনটি গান রেকর্ড করেছেন।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে নকলের অভিযোগ নতুন কিছু নয়। সিনেমার গল্প থেকে শুরু করে পোস্টার, অভিনয়শিল্পীদের লুক, অ্যাকশন ও ভায়োলেন্সের দৃশ্য অনুকরণের অভিযোগ প্রায়ই ওঠে। এ নিয়ে সমালোচনাও চলে বিস্তর। গত মাসে ‘রাক্ষস’ সিনেমার টিজার প্রকাশের পরও উঠেছিল নকলের অভিযোগ।
১৬ ঘণ্টা আগে
এ আর রাহমানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ভারতীয় চলচ্চিত্র তো বটেই, হলিউডেও রয়েছে তাঁর চাহিদা। ভারতের অন্যতম ব্যস্ত সংগীত পরিচালক তিনি। বর্তমানে ১৫টির বেশি সিনেমার সংগীতের কাজ রয়েছে রাহমানের হাতে।
১৬ ঘণ্টা আগে
চার বছর পর আবারও বিশ্বসংগীতের দুনিয়ায় পা রাখছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ডের সাত সদস্য ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। গত বছরের জুন নাগাদ সবাই ফিরে আসেন প্রশিক্ষণ থেকে। বিটিএসের সাত সদস্য—আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক, সুগা; মিলিত হন তিন বছর পর।
১৬ ঘণ্টা আগে