বিনোদন প্রতিবেদক

আল্লু অর্জুনের নতুন ছবি ‘পুষ্পা: দ্য রাইজ পার্ট ওয়ান’। ভারতের সবগুলো অঞ্চলে সমানতালে ব্যবসায়িক সফলতা পাচ্ছে এই ছবি। তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতে মুক্তি পাওয়া ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবি কলকাতায়ও নাকি ব্যবসাসফল হচ্ছে। আর তা নিয়ে কলকাতা সিনেমা সংশ্লিষ্টরা চিন্তিত, নতুন প্রতিযোগি কি আসলো তাদের উঠানে!
শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের এই নতুন ছবি। বক্স অফিসের হিসেব বলছে, প্রথম দিনেই বিশ্বজুড়ে ৫০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে চন্দনকাঠের চোরাকারবারি পুষ্পা রাজের কাহিনি।
মুক্তির দিনে কলকাতায় কতটা শোরগোল ফেলল ‘পুষ্পা: দ্য রাইজ’? ছবির টিকিট কাটার অ্যাপ ‘বুক মাই শো’র হিসেব বলছে প্রথম দিনেই ৮৪ শতাংশ দর্শকের পছন্দের তালিকায় রয়েছে আল্লু অর্জুনের ছবি। কলকাতায় ৩০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এই ছবি।
বলা হচ্ছে ‘বাহুবলী’র পরে ফের দক্ষিণের ছবি কলকাতায় এতটা মাত করেছে। ‘স্পাইডার: ম্যান নো ওয়ে হোম’-এর সঙ্গে এক দিনে মুক্তি পেয়েছে ‘পুষ্পা দ্য রাইজ’। তার পরেও কলকাতায় ছবিটি এ ভাবে আধিপত্য বিস্তার করবে, ভাবতে পারেননি কোনও হল মালিক। কলকাতায় এই ছবির জন্য আলাদা কোনো প্রচারণাও ছিলো না। তবু প্রথমদিনে ভালো ব্যবসা করেছেন। কলকাতায় শহরে আলোচনায় এখন এই ছবি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হল মালিকরা আশা করছে আরও হল বাড়বে এই ছবির। দর্শক সংখ্যা ক্রমশ বাড়বে।
তবে দক্ষিণী ছবির এই দৌড়াত্নে ভয় পাচ্ছেন না পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর কথায়, ‘সিনেমার কোনও ভাষা হয় না। পশ্চিমবঙ্গের বাইরেও ‘বেলাশেষে’, ‘পোস্ত’ তুমুল জনপ্রিয় হয়েছিল। আসলে বর্তমান ভারতে আঞ্চলিক বলে আর কিছু হয় না। আল্লু অর্জুনকে এই মুহূর্তে আমি ভারতের সেরা স্টাইলিশ তারকা বলে মনে করি। এ ছাড়াও ওই ছবিতে রাশ্মিকা মান্দনা, ফাহাদ ফসিল, সামান্থা প্রভুর মতো অভিনেতারা রয়েছেন। এখন তাঁরা প্রত্যেকের পুরো ভারতে ফ্যান ফলোয়ার আছে। তাঁদের দেখতে মানুষ নিশ্চয়ই আসবেন। আর সব শেষে বলব ছবির গল্পের কথা। সেটা ভাল হলে, ছবি যে ভাষারই হোক, মানুষ তা পছন্দ করবেন।’

আল্লু অর্জুনের নতুন ছবি ‘পুষ্পা: দ্য রাইজ পার্ট ওয়ান’। ভারতের সবগুলো অঞ্চলে সমানতালে ব্যবসায়িক সফলতা পাচ্ছে এই ছবি। তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতে মুক্তি পাওয়া ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবি কলকাতায়ও নাকি ব্যবসাসফল হচ্ছে। আর তা নিয়ে কলকাতা সিনেমা সংশ্লিষ্টরা চিন্তিত, নতুন প্রতিযোগি কি আসলো তাদের উঠানে!
শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের এই নতুন ছবি। বক্স অফিসের হিসেব বলছে, প্রথম দিনেই বিশ্বজুড়ে ৫০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে চন্দনকাঠের চোরাকারবারি পুষ্পা রাজের কাহিনি।
মুক্তির দিনে কলকাতায় কতটা শোরগোল ফেলল ‘পুষ্পা: দ্য রাইজ’? ছবির টিকিট কাটার অ্যাপ ‘বুক মাই শো’র হিসেব বলছে প্রথম দিনেই ৮৪ শতাংশ দর্শকের পছন্দের তালিকায় রয়েছে আল্লু অর্জুনের ছবি। কলকাতায় ৩০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এই ছবি।
বলা হচ্ছে ‘বাহুবলী’র পরে ফের দক্ষিণের ছবি কলকাতায় এতটা মাত করেছে। ‘স্পাইডার: ম্যান নো ওয়ে হোম’-এর সঙ্গে এক দিনে মুক্তি পেয়েছে ‘পুষ্পা দ্য রাইজ’। তার পরেও কলকাতায় ছবিটি এ ভাবে আধিপত্য বিস্তার করবে, ভাবতে পারেননি কোনও হল মালিক। কলকাতায় এই ছবির জন্য আলাদা কোনো প্রচারণাও ছিলো না। তবু প্রথমদিনে ভালো ব্যবসা করেছেন। কলকাতায় শহরে আলোচনায় এখন এই ছবি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হল মালিকরা আশা করছে আরও হল বাড়বে এই ছবির। দর্শক সংখ্যা ক্রমশ বাড়বে।
তবে দক্ষিণী ছবির এই দৌড়াত্নে ভয় পাচ্ছেন না পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর কথায়, ‘সিনেমার কোনও ভাষা হয় না। পশ্চিমবঙ্গের বাইরেও ‘বেলাশেষে’, ‘পোস্ত’ তুমুল জনপ্রিয় হয়েছিল। আসলে বর্তমান ভারতে আঞ্চলিক বলে আর কিছু হয় না। আল্লু অর্জুনকে এই মুহূর্তে আমি ভারতের সেরা স্টাইলিশ তারকা বলে মনে করি। এ ছাড়াও ওই ছবিতে রাশ্মিকা মান্দনা, ফাহাদ ফসিল, সামান্থা প্রভুর মতো অভিনেতারা রয়েছেন। এখন তাঁরা প্রত্যেকের পুরো ভারতে ফ্যান ফলোয়ার আছে। তাঁদের দেখতে মানুষ নিশ্চয়ই আসবেন। আর সব শেষে বলব ছবির গল্পের কথা। সেটা ভাল হলে, ছবি যে ভাষারই হোক, মানুষ তা পছন্দ করবেন।’

ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের।
১ ঘণ্টা আগে
২০১৭ সালের ৫ জানুয়ারি কয়েকজন বন্ধু মিলে শুরু করেন ব্যান্ড কুঁড়েঘর। শুরুতে কাভার গান দিয়ে নজর কাড়লেও অল্প দিনেই মৌলিক গান দিয়েও জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। গতকাল প্রতিষ্ঠার ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পা দিল ব্যান্ড কুঁড়েঘর।
১ ঘণ্টা আগে
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে গত ডিসেম্বরে অনুমতি দেওয়া হয়নি ঢাকায় বিদেশি শিল্পীদের প্রায় অর্ধডজন কনসার্টের। স্বাভাবিকভাবেই তাই অনিশ্চয়তা আছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। ১০ জানুয়ারি থেকে উৎসবটি শুরু হওয়ার কথা।
১ ঘণ্টা আগে
ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার জিতে নিল লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা পরিচালক ও সেরা অভিযোজিত চিত্রনাট্য বিভাগেও পুরস্কৃত হলেন এ সিনেমার নির্মাতা পল থমাস অ্যান্ডারসন।
১ ঘণ্টা আগে