
আজ বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমার ট্রেলার। সাড়ে তিন মিনিট দৈর্ঘ্যের ট্রেলারটিতে উঠে এসেছে বাবা-ছেলের মধ্যকার ভালোবাসা, আবেগ ও অভিমানের গল্প। সঙ্গে রয়েছে ভয়ংকর সব অ্যাকশন। ছোট্ট এই ঝলকেই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে টিম ‘অ্যানিমেল’। মুক্তির ২ ঘণ্টায় ট্রেলারটি ইউটিউবে দেখা হয়েছে ৩০ লাখ বারেরও বেশি।
ছোট থেকে বাবার ভালোবাসার পাগল অর্জুন (রণবীরের চরিত্রের নাম)। বাবাই তাঁর কাছে সুপারহিরো। অথচ সারা দিনে বাবা (অনিল কাপুর) ১০ মিনিট সময় দিতে পারে না ছেলেকে। বাবার জন্য মনে যে ভালোবাসা লালন করেছে অর্জুন, তা একটা সময় তাঁকে মানসিকভাবে বিকারগ্রস্ত করে তোলে, ঠেলে দেয় অন্ধকার জগতে। মানুষ খুন করতে কোনও কুণ্ঠাবোধ নেই তাঁর মধ্যে। ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত রক্তের বন্যা বয়েছে। কখনো বন্দুক হাতে তো কখনো কুঠার হাতে মানুষ খুন করতে দেখা গেছে রণবীরকে।
‘আজকের পর যদি তোমার ওপর একটা আঁচড় আসে, দুনিয়া জ্বালিয়ে দেব বাবা’ কিংবা ‘আমার বাবার ওপর যে গুলি চালিয়েছে আমি নিজের হাতে তার গলা কাটব’। ট্রেলারে বাবার-ছেলের মধ্যকার ভালোবাসা উঠে এসেছে বেশ কিছু ডায়ালগে।
ট্রেলারের একদম শেষভাগে দেখা গেছে ববি দেওলকে। তাঁর সঙ্গে রণবীরের ফাইটিং দৃশ্য ট্রেলারে উত্তেজনা বাড়িয়েছে। যা দেখে বোঝার উপায় নেই কে হিরো আর কে ভিলেন।
‘অ্যানিমেল’–এ রণবীরের বিপরীতে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সিনেমাটির প্রথম গানে তাঁদের রসায়ন প্রশংসা কুড়িয়েছে।
এদিকে ভারতীয় সেন্সর বোর্ড জানিয়েছে সিনেমাটি কেবল প্রাপ্তবয়স্কদের জন্য। ‘এ’ সার্টিফিকেট পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাটি। আগামী ১লা ডিসেম্বর বক্স অফিসে মুক্তি পাবে এটি।

আজ বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমার ট্রেলার। সাড়ে তিন মিনিট দৈর্ঘ্যের ট্রেলারটিতে উঠে এসেছে বাবা-ছেলের মধ্যকার ভালোবাসা, আবেগ ও অভিমানের গল্প। সঙ্গে রয়েছে ভয়ংকর সব অ্যাকশন। ছোট্ট এই ঝলকেই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে টিম ‘অ্যানিমেল’। মুক্তির ২ ঘণ্টায় ট্রেলারটি ইউটিউবে দেখা হয়েছে ৩০ লাখ বারেরও বেশি।
ছোট থেকে বাবার ভালোবাসার পাগল অর্জুন (রণবীরের চরিত্রের নাম)। বাবাই তাঁর কাছে সুপারহিরো। অথচ সারা দিনে বাবা (অনিল কাপুর) ১০ মিনিট সময় দিতে পারে না ছেলেকে। বাবার জন্য মনে যে ভালোবাসা লালন করেছে অর্জুন, তা একটা সময় তাঁকে মানসিকভাবে বিকারগ্রস্ত করে তোলে, ঠেলে দেয় অন্ধকার জগতে। মানুষ খুন করতে কোনও কুণ্ঠাবোধ নেই তাঁর মধ্যে। ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত রক্তের বন্যা বয়েছে। কখনো বন্দুক হাতে তো কখনো কুঠার হাতে মানুষ খুন করতে দেখা গেছে রণবীরকে।
‘আজকের পর যদি তোমার ওপর একটা আঁচড় আসে, দুনিয়া জ্বালিয়ে দেব বাবা’ কিংবা ‘আমার বাবার ওপর যে গুলি চালিয়েছে আমি নিজের হাতে তার গলা কাটব’। ট্রেলারে বাবার-ছেলের মধ্যকার ভালোবাসা উঠে এসেছে বেশ কিছু ডায়ালগে।
ট্রেলারের একদম শেষভাগে দেখা গেছে ববি দেওলকে। তাঁর সঙ্গে রণবীরের ফাইটিং দৃশ্য ট্রেলারে উত্তেজনা বাড়িয়েছে। যা দেখে বোঝার উপায় নেই কে হিরো আর কে ভিলেন।
‘অ্যানিমেল’–এ রণবীরের বিপরীতে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সিনেমাটির প্রথম গানে তাঁদের রসায়ন প্রশংসা কুড়িয়েছে।
এদিকে ভারতীয় সেন্সর বোর্ড জানিয়েছে সিনেমাটি কেবল প্রাপ্তবয়স্কদের জন্য। ‘এ’ সার্টিফিকেট পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাটি। আগামী ১লা ডিসেম্বর বক্স অফিসে মুক্তি পাবে এটি।

আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
৩ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
৩ ঘণ্টা আগে
নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হয়েছিল ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী সিনেমার নাম। এবারের আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’।
৩ ঘণ্টা আগে