
গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘ওএমজি ২’। সিনেমাটির মাধ্যমে একটানা ফ্লপের তকমা ঘোচাতে চলেছেন অক্ষয়। সিনেমাটির এই সাফল্যের মধ্যে নতুন এক তথ্য সামনে আনলেন প্রযোজক অজিত আধার। ‘ওএমজি ২’-এর জন্য এক রুপিও পারিশ্রমিক নেননি অক্ষয়, এমনটাই জানিয়েছেন তিনি।
পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অজিত আধার জানিয়েছেন, ‘অক্ষয় বরাবরই এ ধরনের সাহসী ছবি নির্মাণের ক্ষেত্রে পাশে থাকেন। তাই তিনি কোনো পারিশ্রমিক নেননি এই ছবির জন্য।’
প্রযোজক আরও জানিয়েছেন তাঁর এবং অক্ষয়ের দীর্ঘদিনের সম্পর্ক। তাঁরা একসঙ্গে এর আগে ‘ওএমজি’, ‘স্পেশাল ২৬’, ‘টয়লেট এক প্রেম কথা’ ইত্যাদি সিনেমায় কাজ করেছেন। অজিতের কথায়, ‘অক্ষয়ের সঙ্গে আমার বারবার চিত্রনাট্য নিয়ে কথা হয়েছে। আমরা দুজনই অর্থবহুল কিছু করতে চেয়েছি সব সময়। আর ওকে ছাড়া এই রিস্ক নেওয়া যেত না। এই সিনেমার সঙ্গে অর্থনৈতিক ও ক্রিয়েটিভ দুভাবেই যুক্ত ছিলেন তিনি।’
‘ওএমজি ২’-এর প্রতি দর্শকদের ভালোবাসায় মুগ্ধ অক্ষয় কুমার। গতকাল বৃহস্পতিবার দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে ‘গদর ২’ সিনেমাকেও শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয়। অভিনেতা তাঁর পোস্টে লিখেছেন, ‘দর্শকদের অনেক ধন্যবাদ ‘‘ওহ মাই গদর’’কে ভালোবাসা দেওয়ার জন্য এবং অবশ্যই ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা সপ্তাহ উপহার দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’
সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিসে ‘ওএমজি ২’-এর আয় ৭৯.৪৭ কোটি রুপি। অন্যদিকে ‘গদর ২’ বক্স অফিস থেকে আয় করেছে ২৬১.৩৫ কোটি রুপি।
অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের ২০১২ সালের ‘ওহ মাই গড’-এর সিকুয়েল এই সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন অমিত রাই। সিনেমাটিতে অক্ষয় ছাড়াও আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম।

গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘ওএমজি ২’। সিনেমাটির মাধ্যমে একটানা ফ্লপের তকমা ঘোচাতে চলেছেন অক্ষয়। সিনেমাটির এই সাফল্যের মধ্যে নতুন এক তথ্য সামনে আনলেন প্রযোজক অজিত আধার। ‘ওএমজি ২’-এর জন্য এক রুপিও পারিশ্রমিক নেননি অক্ষয়, এমনটাই জানিয়েছেন তিনি।
পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অজিত আধার জানিয়েছেন, ‘অক্ষয় বরাবরই এ ধরনের সাহসী ছবি নির্মাণের ক্ষেত্রে পাশে থাকেন। তাই তিনি কোনো পারিশ্রমিক নেননি এই ছবির জন্য।’
প্রযোজক আরও জানিয়েছেন তাঁর এবং অক্ষয়ের দীর্ঘদিনের সম্পর্ক। তাঁরা একসঙ্গে এর আগে ‘ওএমজি’, ‘স্পেশাল ২৬’, ‘টয়লেট এক প্রেম কথা’ ইত্যাদি সিনেমায় কাজ করেছেন। অজিতের কথায়, ‘অক্ষয়ের সঙ্গে আমার বারবার চিত্রনাট্য নিয়ে কথা হয়েছে। আমরা দুজনই অর্থবহুল কিছু করতে চেয়েছি সব সময়। আর ওকে ছাড়া এই রিস্ক নেওয়া যেত না। এই সিনেমার সঙ্গে অর্থনৈতিক ও ক্রিয়েটিভ দুভাবেই যুক্ত ছিলেন তিনি।’
‘ওএমজি ২’-এর প্রতি দর্শকদের ভালোবাসায় মুগ্ধ অক্ষয় কুমার। গতকাল বৃহস্পতিবার দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে ‘গদর ২’ সিনেমাকেও শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয়। অভিনেতা তাঁর পোস্টে লিখেছেন, ‘দর্শকদের অনেক ধন্যবাদ ‘‘ওহ মাই গদর’’কে ভালোবাসা দেওয়ার জন্য এবং অবশ্যই ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা সপ্তাহ উপহার দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’
সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিসে ‘ওএমজি ২’-এর আয় ৭৯.৪৭ কোটি রুপি। অন্যদিকে ‘গদর ২’ বক্স অফিস থেকে আয় করেছে ২৬১.৩৫ কোটি রুপি।
অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের ২০১২ সালের ‘ওহ মাই গড’-এর সিকুয়েল এই সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন অমিত রাই। সিনেমাটিতে অক্ষয় ছাড়াও আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১৮ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১৮ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৮ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১৮ ঘণ্টা আগে