
‘সিংহাম রিটার্নস’-এর মুক্তির ১০ বছর পর পরিচালক রোহিত শেঠি আনছেন ‘সিংহাম অ্যাগেইন’। রোহিতের কপ ইউনিভার্সে একসঙ্গে দেখা যাবে সিংহাম অজয় দেবগন, সিম্বা রণবীর সিং আর সূর্যবংশী অক্ষয় কুমারকে। ছবিটিতে আরও দেখা যাবে দীপিকা, টাইগার শ্রফ, কারিনা কাপুর ও অর্জুন কাপুরকে। তারকায় ঠাসা সিনেমাটি বড় পর্দায় মুক্তির কথা ছিল আগামী ১৫ আগস্ট। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমে খবর, সিনেমাটির মুক্তি তারিখ পেছাচ্ছে। ওটিটিপ্লে এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন তারিখে সিনেমাটি মুক্তি পাবে নভেম্বরের ১৫ তারিখ।
চলতি বছরে বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘সিংহাম অ্যাগেইন’। রোহিত শেঠির সিনেমা মানেই বড় আয়োজন, সঙ্গে তারকাদের মেলা। সিনেমাটির অপেক্ষায় ছিলেন দর্শকেরা। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একই দিনে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণ ভারতের ব্যবসাসফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘পুষ্পা’র সিক্যুয়েল ‘পুষ্পা ২: দ্য রুল’। তাই ‘সিংহাম অ্যাগেইন’ নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না প্রযোজকেরা। চলতি বছরের শেষে, ১৫ নভেম্বর সিনেমাটি মুক্তি পিছিয়ে যাবে।
এদিকে নভেম্বরের ১৫ তারিখ মুক্তি পেতে যাচ্ছে অজয় দেবগন অভিনীত আরেক ছবি ‘রেইড ২’। তবে কি বক্স অফিসে অজয় বনাম অজয়ের লড়াই হতে যাচ্ছে? নাকি পিছিয়ে যাবে ‘রেইড ২’ এর মুক্তি, তা সময় বলে দেবে।
প্রসঙ্গত, ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘সিংহাম অ্যাগেইন’। ২০১১ সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘সিংহাম’। ২০১৪ সালে মুক্তি পায় কপ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা ‘সিংহাম রিটার্নস’।
ওই দুই ছবির সাফল্যের পরে ‘সিম্বা’, ‘সূর্যবংশী’র মাধ্যমে পুলিশ ইউনিভার্সকে আরও এগিয়েছেন নির্মাতা রোহিত শেঠি। এবার ‘সিংহাম’-এর ফেরার পালা। তৃতীয় কিস্তির নাম ‘সিংহাম অ্যাগেইন’।

‘সিংহাম রিটার্নস’-এর মুক্তির ১০ বছর পর পরিচালক রোহিত শেঠি আনছেন ‘সিংহাম অ্যাগেইন’। রোহিতের কপ ইউনিভার্সে একসঙ্গে দেখা যাবে সিংহাম অজয় দেবগন, সিম্বা রণবীর সিং আর সূর্যবংশী অক্ষয় কুমারকে। ছবিটিতে আরও দেখা যাবে দীপিকা, টাইগার শ্রফ, কারিনা কাপুর ও অর্জুন কাপুরকে। তারকায় ঠাসা সিনেমাটি বড় পর্দায় মুক্তির কথা ছিল আগামী ১৫ আগস্ট। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমে খবর, সিনেমাটির মুক্তি তারিখ পেছাচ্ছে। ওটিটিপ্লে এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন তারিখে সিনেমাটি মুক্তি পাবে নভেম্বরের ১৫ তারিখ।
চলতি বছরে বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘সিংহাম অ্যাগেইন’। রোহিত শেঠির সিনেমা মানেই বড় আয়োজন, সঙ্গে তারকাদের মেলা। সিনেমাটির অপেক্ষায় ছিলেন দর্শকেরা। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একই দিনে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণ ভারতের ব্যবসাসফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘পুষ্পা’র সিক্যুয়েল ‘পুষ্পা ২: দ্য রুল’। তাই ‘সিংহাম অ্যাগেইন’ নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না প্রযোজকেরা। চলতি বছরের শেষে, ১৫ নভেম্বর সিনেমাটি মুক্তি পিছিয়ে যাবে।
এদিকে নভেম্বরের ১৫ তারিখ মুক্তি পেতে যাচ্ছে অজয় দেবগন অভিনীত আরেক ছবি ‘রেইড ২’। তবে কি বক্স অফিসে অজয় বনাম অজয়ের লড়াই হতে যাচ্ছে? নাকি পিছিয়ে যাবে ‘রেইড ২’ এর মুক্তি, তা সময় বলে দেবে।
প্রসঙ্গত, ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘সিংহাম অ্যাগেইন’। ২০১১ সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘সিংহাম’। ২০১৪ সালে মুক্তি পায় কপ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা ‘সিংহাম রিটার্নস’।
ওই দুই ছবির সাফল্যের পরে ‘সিম্বা’, ‘সূর্যবংশী’র মাধ্যমে পুলিশ ইউনিভার্সকে আরও এগিয়েছেন নির্মাতা রোহিত শেঠি। এবার ‘সিংহাম’-এর ফেরার পালা। তৃতীয় কিস্তির নাম ‘সিংহাম অ্যাগেইন’।

প্রতিষ্ঠিত শিল্পীরা এখন কনসার্ট নিয়েই ব্যস্ত থাকেন বেশি। নতুন গান প্রকাশ থেকে অনেকেই সরে এসেছেন। তবে ব্যতিক্রম ফাহমিদা নবী। নিয়মিতই গান প্রকাশ করছেন তিনি। সম্প্রতি ফাহমিদা নবী নতুন তিনটি গান রেকর্ড করেছেন।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে নকলের অভিযোগ নতুন কিছু নয়। সিনেমার গল্প থেকে শুরু করে পোস্টার, অভিনয়শিল্পীদের লুক, অ্যাকশন ও ভায়োলেন্সের দৃশ্য অনুকরণের অভিযোগ প্রায়ই ওঠে। এ নিয়ে সমালোচনাও চলে বিস্তর। গত মাসে ‘রাক্ষস’ সিনেমার টিজার প্রকাশের পরও উঠেছিল নকলের অভিযোগ।
৩ ঘণ্টা আগে
এ আর রাহমানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ভারতীয় চলচ্চিত্র তো বটেই, হলিউডেও রয়েছে তাঁর চাহিদা। ভারতের অন্যতম ব্যস্ত সংগীত পরিচালক তিনি। বর্তমানে ১৫টির বেশি সিনেমার সংগীতের কাজ রয়েছে রাহমানের হাতে।
৩ ঘণ্টা আগে
চার বছর পর আবারও বিশ্বসংগীতের দুনিয়ায় পা রাখছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ডের সাত সদস্য ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। গত বছরের জুন নাগাদ সবাই ফিরে আসেন প্রশিক্ষণ থেকে। বিটিএসের সাত সদস্য—আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক, সুগা; মিলিত হন তিন বছর পর।
৩ ঘণ্টা আগে