
ইরফানপুত্র পরিচয়ে নয়, অভিনয় দিয়ে মাত্র কয়েক বছরেই অসংখ্য ভক্তের মনে জায়গা করে নিয়েছেন বাবিল খান। তাঁর ভাবনা, কথায় বারবার মুগ্ধ হয়েছেন সবাই। আগামীকাল ইরফান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী, এর আগে বাবাকে নিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট দিয়েছেন বাবিল। পোস্টে লিখলেন, কখনো তিনি হার মানবেন না। পরিবারের জন্য লড়াই করে যাবেন।
কয়েক দিন আগে বাবিলের রহস্যজনক পোস্ট ভক্তদের মনে চিন্তার মেঘ ঘনিয়েছিল। পোস্টে তিনি লিখেছিলেন ‘হার মানছি। বাবার কাছে চলে যাব।’ যদিও পরে তিনি সেই পোস্ট ডিলিট করে ফেলেন। এবার আবার তিনি একটি নতুন পোস্টে লিখলেন যে তিনি কখনো হার মানবেন না। পরিবারের জন্য লড়াই করবেন।
এদিন বাবিল খান ইরফান খানের একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘তুমি আমাকে একজন যোদ্ধা হতে শিখিয়েছিলে, একই সঙ্গে ভালোবাসা আর নরম মনের মানুষ হতে শিখিয়েছিলে। তুমি আমাকে আশাবাদী হতে শিখিয়েছ, লড়াই করতে শিখিয়েছ মানুষের জন্য।’
বাবার স্বপ্ন পূরণে পরিবারের জন্য লড়াই করে যাবেন বাবিল। বাবিল লিখেছেন, ‘হয়তো তোমার ভক্ত নেই, কিন্তু তোমার পরিবার আছে। আমি তোমায় কথা দিচ্ছি বাবা, আমি তোমার লোকেদের জন্য লড়াই করব। আমার পরিবারের জন্য লড়াই করব। তুমি বিশ্বাস করো, আমি হার মানব না। আমি তোমায় খুব ভালোবাসি।’
প্রসঙ্গত, চার বছর পার হয়ে গেল বলিউড অভিনেতা ইরফান খান নেই। ২০২০ সালের ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন তিনি। তাঁর অকালমৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, সমগ্র চলচ্চিত্র বিশ্ব ডুবে গিয়েছিল এক গভীর শোকে। অসংখ্য অনুরাগীর কাছে তিনি এখনো জীবন্ত তাঁর কাজের মধ্য দিয়ে।
‘দ্য লাঞ্চবক্স’, ‘দ্য নেমসেক’, ‘পিকু’, ‘মকবুল’, ‘আংরেজি মিডিয়াম’-এর মতো চলচ্চিত্রে ইরফানের অভিনয় কালজয়ী হয়ে রয়ে যাবে।

ইরফানপুত্র পরিচয়ে নয়, অভিনয় দিয়ে মাত্র কয়েক বছরেই অসংখ্য ভক্তের মনে জায়গা করে নিয়েছেন বাবিল খান। তাঁর ভাবনা, কথায় বারবার মুগ্ধ হয়েছেন সবাই। আগামীকাল ইরফান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী, এর আগে বাবাকে নিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট দিয়েছেন বাবিল। পোস্টে লিখলেন, কখনো তিনি হার মানবেন না। পরিবারের জন্য লড়াই করে যাবেন।
কয়েক দিন আগে বাবিলের রহস্যজনক পোস্ট ভক্তদের মনে চিন্তার মেঘ ঘনিয়েছিল। পোস্টে তিনি লিখেছিলেন ‘হার মানছি। বাবার কাছে চলে যাব।’ যদিও পরে তিনি সেই পোস্ট ডিলিট করে ফেলেন। এবার আবার তিনি একটি নতুন পোস্টে লিখলেন যে তিনি কখনো হার মানবেন না। পরিবারের জন্য লড়াই করবেন।
এদিন বাবিল খান ইরফান খানের একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘তুমি আমাকে একজন যোদ্ধা হতে শিখিয়েছিলে, একই সঙ্গে ভালোবাসা আর নরম মনের মানুষ হতে শিখিয়েছিলে। তুমি আমাকে আশাবাদী হতে শিখিয়েছ, লড়াই করতে শিখিয়েছ মানুষের জন্য।’
বাবার স্বপ্ন পূরণে পরিবারের জন্য লড়াই করে যাবেন বাবিল। বাবিল লিখেছেন, ‘হয়তো তোমার ভক্ত নেই, কিন্তু তোমার পরিবার আছে। আমি তোমায় কথা দিচ্ছি বাবা, আমি তোমার লোকেদের জন্য লড়াই করব। আমার পরিবারের জন্য লড়াই করব। তুমি বিশ্বাস করো, আমি হার মানব না। আমি তোমায় খুব ভালোবাসি।’
প্রসঙ্গত, চার বছর পার হয়ে গেল বলিউড অভিনেতা ইরফান খান নেই। ২০২০ সালের ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন তিনি। তাঁর অকালমৃত্যুতে শুধু তাঁর পরিবার নয়, সমগ্র চলচ্চিত্র বিশ্ব ডুবে গিয়েছিল এক গভীর শোকে। অসংখ্য অনুরাগীর কাছে তিনি এখনো জীবন্ত তাঁর কাজের মধ্য দিয়ে।
‘দ্য লাঞ্চবক্স’, ‘দ্য নেমসেক’, ‘পিকু’, ‘মকবুল’, ‘আংরেজি মিডিয়াম’-এর মতো চলচ্চিত্রে ইরফানের অভিনয় কালজয়ী হয়ে রয়ে যাবে।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
২০ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
২০ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
২১ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
২১ ঘণ্টা আগে