
‘চেহরে’ ছবিতে প্রথমবার অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে ইমরান হাশমিকে। অমিতাভ বচ্চনের বড় ভক্ত ইমরান হাশমি। এই ছবির শুটিং করতে গিয়েই প্রথমবার সেই কথা অমিতাভ বচ্চনের সামনে গিয়ে বলতে পেরেছেন ইমরান। তিনি বলেন, ‘শুটিংয়ের সময় তাঁর সঙ্গে অভিনয় করব কী, হাঁ করে তাকিয়ে থাকতাম। যতটা পেরেছি আমি তাঁর আশেপাশে থাকার চেষ্টা করেছি। আমার এমন কাছে থাকার চেষ্টা দেখে সেও মনে হয় সুযোগ করে দিয়েছে। আমার অভিনয় ক্যারিয়ারে অনেক বড় পাওয়া হলো এই ছবি।’
ছবিতে এক ঝড়ের রাতে বিপদে পড়ে অমিতাভের বাড়িতে আশ্রয় নেন ইমরান এবং তাঁর বন্ধু। অমিতাভের আবার রহস্য, খুন ভারি পছন্দের। গল্প বলার ছলে শুরু হয় জীবন-মরণ খেলা। অমিতাভ এবং তাঁর বন্ধুরা কায়দা করে ফাঁদে ফেলে ইমরানকে একপ্রকার বাধ্য করে এই খেলা খেলতে। মার্ডার মিস্ট্রি, টানটান থ্রিলারের উপকরণ দিয়ে তৈরি ছবি, তার ওপর আবার বলিউড শাহেনশাহ। সবমিলিয়ে এই ছবি নিয়ে দারুন আশা ‘চেহরে’-এর নায়ক ইমরানের।
বলিউড হাঙ্গামা-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বলিউড অভিনেতা জানিয়েছেন, ‘‘আজ থেকে নয় বরং একদম ছোট বয়স থেকেই অমিতাভ বচ্চনের ভক্ত আমি। যাকে বলে একজন একনিষ্ঠ ভক্ত। প্রথম দেখাতেই ‘বিগ বি’ তার গাল ধরে আদরও করেছিলেন। না, তবে সেই ঘটনা ‘চেহরে’-এর সেটে নয়। তখন ইমরানের বয়স পাঁচ। বান্দ্রার এক হোটেলে ‘নসিব’ ছবির শুটিং চলছে। মধ্যমনি অবশ্যই অমিতাভ। সেই হোটেলের ম্যানেজার ছিলেন ইমরানের মা। এক ফাঁকে যখন কোলে করে তিনি ছোট ইমরানকে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় তাঁকে দেখতে পেয়ে এগিয়ে আসেন অমিতাভ। কোলে থাকা ইমরানকে হেসে গাল টিপে আদরও করেন। মায়ের থেকে এই ঘটনা জেনেছিলেন ‘মার্ডার’-এর নায়ক ইমরান।’
শুধু তাই নয়, ইমরান আরও জানিয়েছেন ছোটবেলায় প্রতিদিন স্কুল থেকে ফিরে টিভিতে অমিতাভ বচ্চনের ছবি চালিয়ে দেওয়ার পরেই খাবার খেতে বসতেন তিনি। ‘শোলে’, ‘মি. নটরলাল’ এর মতো ছবি নাকি ৫০-১০০ বার দেখেছেন তিনি, জানিয়েছেন এই বলিউড তারকা।
চলতি মাসেই বড়পর্দায় মুক্তি পাবে এই ‘চেহরে’। ছবিতে অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি ছাড়াও আরও আছেন রিয়া চক্রবর্তী।

‘চেহরে’ ছবিতে প্রথমবার অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে ইমরান হাশমিকে। অমিতাভ বচ্চনের বড় ভক্ত ইমরান হাশমি। এই ছবির শুটিং করতে গিয়েই প্রথমবার সেই কথা অমিতাভ বচ্চনের সামনে গিয়ে বলতে পেরেছেন ইমরান। তিনি বলেন, ‘শুটিংয়ের সময় তাঁর সঙ্গে অভিনয় করব কী, হাঁ করে তাকিয়ে থাকতাম। যতটা পেরেছি আমি তাঁর আশেপাশে থাকার চেষ্টা করেছি। আমার এমন কাছে থাকার চেষ্টা দেখে সেও মনে হয় সুযোগ করে দিয়েছে। আমার অভিনয় ক্যারিয়ারে অনেক বড় পাওয়া হলো এই ছবি।’
ছবিতে এক ঝড়ের রাতে বিপদে পড়ে অমিতাভের বাড়িতে আশ্রয় নেন ইমরান এবং তাঁর বন্ধু। অমিতাভের আবার রহস্য, খুন ভারি পছন্দের। গল্প বলার ছলে শুরু হয় জীবন-মরণ খেলা। অমিতাভ এবং তাঁর বন্ধুরা কায়দা করে ফাঁদে ফেলে ইমরানকে একপ্রকার বাধ্য করে এই খেলা খেলতে। মার্ডার মিস্ট্রি, টানটান থ্রিলারের উপকরণ দিয়ে তৈরি ছবি, তার ওপর আবার বলিউড শাহেনশাহ। সবমিলিয়ে এই ছবি নিয়ে দারুন আশা ‘চেহরে’-এর নায়ক ইমরানের।
বলিউড হাঙ্গামা-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বলিউড অভিনেতা জানিয়েছেন, ‘‘আজ থেকে নয় বরং একদম ছোট বয়স থেকেই অমিতাভ বচ্চনের ভক্ত আমি। যাকে বলে একজন একনিষ্ঠ ভক্ত। প্রথম দেখাতেই ‘বিগ বি’ তার গাল ধরে আদরও করেছিলেন। না, তবে সেই ঘটনা ‘চেহরে’-এর সেটে নয়। তখন ইমরানের বয়স পাঁচ। বান্দ্রার এক হোটেলে ‘নসিব’ ছবির শুটিং চলছে। মধ্যমনি অবশ্যই অমিতাভ। সেই হোটেলের ম্যানেজার ছিলেন ইমরানের মা। এক ফাঁকে যখন কোলে করে তিনি ছোট ইমরানকে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় তাঁকে দেখতে পেয়ে এগিয়ে আসেন অমিতাভ। কোলে থাকা ইমরানকে হেসে গাল টিপে আদরও করেন। মায়ের থেকে এই ঘটনা জেনেছিলেন ‘মার্ডার’-এর নায়ক ইমরান।’
শুধু তাই নয়, ইমরান আরও জানিয়েছেন ছোটবেলায় প্রতিদিন স্কুল থেকে ফিরে টিভিতে অমিতাভ বচ্চনের ছবি চালিয়ে দেওয়ার পরেই খাবার খেতে বসতেন তিনি। ‘শোলে’, ‘মি. নটরলাল’ এর মতো ছবি নাকি ৫০-১০০ বার দেখেছেন তিনি, জানিয়েছেন এই বলিউড তারকা।
চলতি মাসেই বড়পর্দায় মুক্তি পাবে এই ‘চেহরে’। ছবিতে অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি ছাড়াও আরও আছেন রিয়া চক্রবর্তী।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১ দিন আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১ দিন আগে