
‘চেহরে’ ছবিতে প্রথমবার অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে ইমরান হাশমিকে। অমিতাভ বচ্চনের বড় ভক্ত ইমরান হাশমি। এই ছবির শুটিং করতে গিয়েই প্রথমবার সেই কথা অমিতাভ বচ্চনের সামনে গিয়ে বলতে পেরেছেন ইমরান। তিনি বলেন, ‘শুটিংয়ের সময় তাঁর সঙ্গে অভিনয় করব কী, হাঁ করে তাকিয়ে থাকতাম। যতটা পেরেছি আমি তাঁর আশেপাশে থাকার চেষ্টা করেছি। আমার এমন কাছে থাকার চেষ্টা দেখে সেও মনে হয় সুযোগ করে দিয়েছে। আমার অভিনয় ক্যারিয়ারে অনেক বড় পাওয়া হলো এই ছবি।’
ছবিতে এক ঝড়ের রাতে বিপদে পড়ে অমিতাভের বাড়িতে আশ্রয় নেন ইমরান এবং তাঁর বন্ধু। অমিতাভের আবার রহস্য, খুন ভারি পছন্দের। গল্প বলার ছলে শুরু হয় জীবন-মরণ খেলা। অমিতাভ এবং তাঁর বন্ধুরা কায়দা করে ফাঁদে ফেলে ইমরানকে একপ্রকার বাধ্য করে এই খেলা খেলতে। মার্ডার মিস্ট্রি, টানটান থ্রিলারের উপকরণ দিয়ে তৈরি ছবি, তার ওপর আবার বলিউড শাহেনশাহ। সবমিলিয়ে এই ছবি নিয়ে দারুন আশা ‘চেহরে’-এর নায়ক ইমরানের।
বলিউড হাঙ্গামা-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বলিউড অভিনেতা জানিয়েছেন, ‘‘আজ থেকে নয় বরং একদম ছোট বয়স থেকেই অমিতাভ বচ্চনের ভক্ত আমি। যাকে বলে একজন একনিষ্ঠ ভক্ত। প্রথম দেখাতেই ‘বিগ বি’ তার গাল ধরে আদরও করেছিলেন। না, তবে সেই ঘটনা ‘চেহরে’-এর সেটে নয়। তখন ইমরানের বয়স পাঁচ। বান্দ্রার এক হোটেলে ‘নসিব’ ছবির শুটিং চলছে। মধ্যমনি অবশ্যই অমিতাভ। সেই হোটেলের ম্যানেজার ছিলেন ইমরানের মা। এক ফাঁকে যখন কোলে করে তিনি ছোট ইমরানকে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় তাঁকে দেখতে পেয়ে এগিয়ে আসেন অমিতাভ। কোলে থাকা ইমরানকে হেসে গাল টিপে আদরও করেন। মায়ের থেকে এই ঘটনা জেনেছিলেন ‘মার্ডার’-এর নায়ক ইমরান।’
শুধু তাই নয়, ইমরান আরও জানিয়েছেন ছোটবেলায় প্রতিদিন স্কুল থেকে ফিরে টিভিতে অমিতাভ বচ্চনের ছবি চালিয়ে দেওয়ার পরেই খাবার খেতে বসতেন তিনি। ‘শোলে’, ‘মি. নটরলাল’ এর মতো ছবি নাকি ৫০-১০০ বার দেখেছেন তিনি, জানিয়েছেন এই বলিউড তারকা।
চলতি মাসেই বড়পর্দায় মুক্তি পাবে এই ‘চেহরে’। ছবিতে অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি ছাড়াও আরও আছেন রিয়া চক্রবর্তী।

‘চেহরে’ ছবিতে প্রথমবার অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে ইমরান হাশমিকে। অমিতাভ বচ্চনের বড় ভক্ত ইমরান হাশমি। এই ছবির শুটিং করতে গিয়েই প্রথমবার সেই কথা অমিতাভ বচ্চনের সামনে গিয়ে বলতে পেরেছেন ইমরান। তিনি বলেন, ‘শুটিংয়ের সময় তাঁর সঙ্গে অভিনয় করব কী, হাঁ করে তাকিয়ে থাকতাম। যতটা পেরেছি আমি তাঁর আশেপাশে থাকার চেষ্টা করেছি। আমার এমন কাছে থাকার চেষ্টা দেখে সেও মনে হয় সুযোগ করে দিয়েছে। আমার অভিনয় ক্যারিয়ারে অনেক বড় পাওয়া হলো এই ছবি।’
ছবিতে এক ঝড়ের রাতে বিপদে পড়ে অমিতাভের বাড়িতে আশ্রয় নেন ইমরান এবং তাঁর বন্ধু। অমিতাভের আবার রহস্য, খুন ভারি পছন্দের। গল্প বলার ছলে শুরু হয় জীবন-মরণ খেলা। অমিতাভ এবং তাঁর বন্ধুরা কায়দা করে ফাঁদে ফেলে ইমরানকে একপ্রকার বাধ্য করে এই খেলা খেলতে। মার্ডার মিস্ট্রি, টানটান থ্রিলারের উপকরণ দিয়ে তৈরি ছবি, তার ওপর আবার বলিউড শাহেনশাহ। সবমিলিয়ে এই ছবি নিয়ে দারুন আশা ‘চেহরে’-এর নায়ক ইমরানের।
বলিউড হাঙ্গামা-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বলিউড অভিনেতা জানিয়েছেন, ‘‘আজ থেকে নয় বরং একদম ছোট বয়স থেকেই অমিতাভ বচ্চনের ভক্ত আমি। যাকে বলে একজন একনিষ্ঠ ভক্ত। প্রথম দেখাতেই ‘বিগ বি’ তার গাল ধরে আদরও করেছিলেন। না, তবে সেই ঘটনা ‘চেহরে’-এর সেটে নয়। তখন ইমরানের বয়স পাঁচ। বান্দ্রার এক হোটেলে ‘নসিব’ ছবির শুটিং চলছে। মধ্যমনি অবশ্যই অমিতাভ। সেই হোটেলের ম্যানেজার ছিলেন ইমরানের মা। এক ফাঁকে যখন কোলে করে তিনি ছোট ইমরানকে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় তাঁকে দেখতে পেয়ে এগিয়ে আসেন অমিতাভ। কোলে থাকা ইমরানকে হেসে গাল টিপে আদরও করেন। মায়ের থেকে এই ঘটনা জেনেছিলেন ‘মার্ডার’-এর নায়ক ইমরান।’
শুধু তাই নয়, ইমরান আরও জানিয়েছেন ছোটবেলায় প্রতিদিন স্কুল থেকে ফিরে টিভিতে অমিতাভ বচ্চনের ছবি চালিয়ে দেওয়ার পরেই খাবার খেতে বসতেন তিনি। ‘শোলে’, ‘মি. নটরলাল’ এর মতো ছবি নাকি ৫০-১০০ বার দেখেছেন তিনি, জানিয়েছেন এই বলিউড তারকা।
চলতি মাসেই বড়পর্দায় মুক্তি পাবে এই ‘চেহরে’। ছবিতে অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি ছাড়াও আরও আছেন রিয়া চক্রবর্তী।

আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
৫ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
৫ ঘণ্টা আগে
নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হয়েছিল ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী সিনেমার নাম। এবারের আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’।
৫ ঘণ্টা আগে