বিনোদন ডেস্ক

হলিউড যদি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) ভর করে সমৃদ্ধ হতে পারে, তবে বলিউড কেন ভিলেজ সিনেম্যাটিক ইউনিভার্স (ভিসিইউ) হতে পারে না? এ আইডিয়া ‘পঞ্চায়েত’ সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্রর। গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
২০২০ সালের এপ্রিলে আমাজন প্রাইম ভিডিওতে প্রথম এসেছিল ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ। শহরে বড় হওয়া অভিষেক নামের এক তরুণ চাকরি না পেয়ে বাধ্য হয়ে ফুলেরা নামক এক গ্রামের পঞ্চায়েতের সচিব পদে যোগ দেয়। তবে গ্রামীণ পরিবেশে মানিয়ে নিতে পারে না। ভালো চাকরিতে ফিরতে চায় প্রাণপণে। কিন্তু ধীরে ধীরে গ্রামের মানুষ, প্রতিদিনের গল্প আর গ্রাম্য রাজনীতিতে জড়িয়ে পড়ে। ফিরে আসা আর তার হয় না।
এভাবে কেটেছে আরও দুই সিজন। প্রতিটি সিজন তুমুল হিট। পঞ্চায়েত সিরিজটির বিশেষত্ব হলো পুরো কাহিনির মধ্যে নানা ছোট ছোট গল্প থাকে। তাতে গ্রামের পরিবেশ পরিস্থিতি, মানুষের মানসিকতা, স্বভাব-অভাব ইত্যাদি ফুটে ওঠে। রক্তের স্রোত না দেখিয়েও যে গুরুগম্ভীর রাজনৈতিক ইস্যু ফুটিয়ে তোলা যায় কমেডি কিংবা সারল্যের মোড়কে, তা ইতিমধ্যেই প্রমাণ করেছেন সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্র।
তিনটি সিজনের সাফল্যের পর এবার আসছে পঞ্চায়েতের চতুর্থ সিজন। সম্প্রতি ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিটে সিরিজটির টিজার অবমুক্ত করেন দীপক মিশ্র, চিত্রনাট্যকার চন্দন কুমার, অভিনেতা জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, সুনীতা রাজওয়ার প্রমুখ। টিজার প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ২ জুলাই প্রকাশ পাবে পঞ্চায়েতের চতুর্থ সিজন। এ সিজনের গল্প—ফুলেরা গ্রামে পঞ্চায়েত নির্বাচনের উত্তাপ। নির্বাচনে মুখোমুখি প্রধানজির স্ত্রী মঞ্জু দেবী ও ভূষণের স্ত্রী ক্রান্তি দেবী। ভোটের মাঠে তাদের জোর টক্করের পাশাপাশি থাকবে অভিষেক, প্রহ্লাদ, বিকাশ, সানভিকাদের গল্পও।
সামিটে টিজার প্রকাশের পাশাপাশি পঞ্চায়েতের নেপথ্যের কাহিনি জানিয়েছেন নির্মাতা। জানান গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথাও। পঞ্চায়েতের সাফল্যের সূত্র ধরে ‘দোপাহিয়া’ নামে আরেকটি গ্রামীণ গল্পের সিরিজ এসেছে প্রাইম ভিডিওতে। এটিও দারুণভাবে গ্রহণ করেছে দর্শক। একই প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় আছে ‘গ্রামীণ চিকিৎসালয়’ সিরিজ।
নির্মাতা দীপকের আশা, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিনেমাগুলোতে যেমন এক সিনেমার চরিত্রদের আরেক সিনেমায় দেখায়, ভবিষ্যতে গ্রামীণ গল্পের সিরিজগুলোতেও এমন ক্রসওভার ঘটলে বিষয়টি দারুণ হবে।

হলিউড যদি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) ভর করে সমৃদ্ধ হতে পারে, তবে বলিউড কেন ভিলেজ সিনেম্যাটিক ইউনিভার্স (ভিসিইউ) হতে পারে না? এ আইডিয়া ‘পঞ্চায়েত’ সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্রর। গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
২০২০ সালের এপ্রিলে আমাজন প্রাইম ভিডিওতে প্রথম এসেছিল ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ। শহরে বড় হওয়া অভিষেক নামের এক তরুণ চাকরি না পেয়ে বাধ্য হয়ে ফুলেরা নামক এক গ্রামের পঞ্চায়েতের সচিব পদে যোগ দেয়। তবে গ্রামীণ পরিবেশে মানিয়ে নিতে পারে না। ভালো চাকরিতে ফিরতে চায় প্রাণপণে। কিন্তু ধীরে ধীরে গ্রামের মানুষ, প্রতিদিনের গল্প আর গ্রাম্য রাজনীতিতে জড়িয়ে পড়ে। ফিরে আসা আর তার হয় না।
এভাবে কেটেছে আরও দুই সিজন। প্রতিটি সিজন তুমুল হিট। পঞ্চায়েত সিরিজটির বিশেষত্ব হলো পুরো কাহিনির মধ্যে নানা ছোট ছোট গল্প থাকে। তাতে গ্রামের পরিবেশ পরিস্থিতি, মানুষের মানসিকতা, স্বভাব-অভাব ইত্যাদি ফুটে ওঠে। রক্তের স্রোত না দেখিয়েও যে গুরুগম্ভীর রাজনৈতিক ইস্যু ফুটিয়ে তোলা যায় কমেডি কিংবা সারল্যের মোড়কে, তা ইতিমধ্যেই প্রমাণ করেছেন সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্র।
তিনটি সিজনের সাফল্যের পর এবার আসছে পঞ্চায়েতের চতুর্থ সিজন। সম্প্রতি ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিটে সিরিজটির টিজার অবমুক্ত করেন দীপক মিশ্র, চিত্রনাট্যকার চন্দন কুমার, অভিনেতা জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, সুনীতা রাজওয়ার প্রমুখ। টিজার প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ২ জুলাই প্রকাশ পাবে পঞ্চায়েতের চতুর্থ সিজন। এ সিজনের গল্প—ফুলেরা গ্রামে পঞ্চায়েত নির্বাচনের উত্তাপ। নির্বাচনে মুখোমুখি প্রধানজির স্ত্রী মঞ্জু দেবী ও ভূষণের স্ত্রী ক্রান্তি দেবী। ভোটের মাঠে তাদের জোর টক্করের পাশাপাশি থাকবে অভিষেক, প্রহ্লাদ, বিকাশ, সানভিকাদের গল্পও।
সামিটে টিজার প্রকাশের পাশাপাশি পঞ্চায়েতের নেপথ্যের কাহিনি জানিয়েছেন নির্মাতা। জানান গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথাও। পঞ্চায়েতের সাফল্যের সূত্র ধরে ‘দোপাহিয়া’ নামে আরেকটি গ্রামীণ গল্পের সিরিজ এসেছে প্রাইম ভিডিওতে। এটিও দারুণভাবে গ্রহণ করেছে দর্শক। একই প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় আছে ‘গ্রামীণ চিকিৎসালয়’ সিরিজ।
নির্মাতা দীপকের আশা, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিনেমাগুলোতে যেমন এক সিনেমার চরিত্রদের আরেক সিনেমায় দেখায়, ভবিষ্যতে গ্রামীণ গল্পের সিরিজগুলোতেও এমন ক্রসওভার ঘটলে বিষয়টি দারুণ হবে।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৫ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
৫ ঘণ্টা আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
৫ ঘণ্টা আগে