
২০১৪ সালে বিচ্ছেদের পর আর কোনো নতুন সম্পর্কে জড়াননি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। একমাত্র কন্যা মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছিল তাঁর দিন। অনেক কাছের মানুষ তাঁকে নতুন সম্পর্কে জড়ানোর পরামর্শ দিলেও বরাবরই এড়িয়ে গেছেন। বিচ্ছেদের দশ বছর পর একজন জীবনসঙ্গীর কথা ভাবছেন অভিনেত্রী।
গত মাসে নিজের ৪১তম জন্মদিনে বাঁধন জানিয়েছিলেন, তাঁর মেয়ে সায়রা চায়, মায়ের জীবনে কেউ আসুক। এবার অভিনেত্রী জানালেন, তিনিও জীবনসঙ্গী নিয়ে নতুন করে ভাবছেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাঁধন বলেন, ‘আমার মেয়ে ধীরে ধীরে বুঝছে, মাকে সবকিছু একা একাই করতে হয়। সবকিছু দেখে মেয়ের মনে হয়েছে, মায়ের একজন সঙ্গী দরকার। এত বছর আমি চিন্তা করিনি। সম্ভবত এখন চিন্তা করছি। কেননা, একজন জীবনসঙ্গী যদি থাকে অসুবিধা তো নাই।’
বাঁধন জানান, গত দেড় বছর ধরে বিয়ের কথা ভাবছেন তিনি। জীবনের এই সময়ে বিয়ে নিয়ে ভাববার কারন জানিয়ে বাঁধন বলেন, ‘৪০ বছর বয়স পার হয়ে গেছে তো। আগেও বলছি, ৪০ বছরে আমি অন্য রকম একটা জীবন লাভ করেছি। তাই এই নতুন জীবনে মনে হয়েছে, একজন সঙ্গী থাকতেই পারে। সঙ্গী ছাড়া তো মানুষ থাকতে পারে না। আমার পুরো জীবনটা সঙ্গী ছাড়াই কেটেছে, অলমোস্ট।’

বাঁধন বলেন, ‘বিয়ে হোক বা ওই রকম কিছু হোক, আমার জীবনে কখনো সত্যিকারের একজন সঙ্গী পাইনি। সব সময় হয় একজন দানব পেয়েছি, না হলে যে আমাকে অত্যাচার করছে। আমাকে অ্যাবিউজ করছে, এ রকম মানুষই পেয়েছি। আমার জীবনে যারা এসেছে, সবাই বাধা হিসেবেই এসেছে। আমার চলার পথটাকে মসৃণ করতে আসেনি কেউ। তাই আমার জীবনে যারা বাধা হবে, তারা তো আমার জীবনে থাকতে পারবে না। এটা সম্ভবও না। তাই ওই অর্থে আমি কোনো জীবনসঙ্গী পাইনি, এটা সত্যি। সব মিলিয়ে এখন মনে হয়েছে, পথচলার একজন সঙ্গী হতেই পারে।’

কেমন পাত্র খুঁজছেন, তা নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। বাঁধন বলেন, ‘জীবনসঙ্গীর ক্ষেত্রে আমাকে আমার মতো যে গ্রহণ করবে, সেই জিনিসটা খুব জরুরি। আর এটা আমাদের সমাজে তো খুবই দুর্লভ। এ রকম না যে আশপাশে অজস্র খুঁজে পেয়েছি, সে রকমও না। আমি এখনো কাউকে খুঁজে পাইনি। জীবনসঙ্গী শব্দটা যে বুঝবে, সে রকম কেউ যদি আসে, নিঃসন্দেহে সঙ্গী হিসেবে তার সঙ্গে পথচলা যাবে।’
২০১০ সালের ৮ সেপ্টেম্বর মাশরুর হোসেন সিদ্দিকীকে বিয়ে করেছিলেন আজমেরী হক বাঁধন। ২০১৪ সালের ২৬ নভেম্বর তাঁদের বিচ্ছেদ হয়।

২০১৪ সালে বিচ্ছেদের পর আর কোনো নতুন সম্পর্কে জড়াননি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। একমাত্র কন্যা মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছিল তাঁর দিন। অনেক কাছের মানুষ তাঁকে নতুন সম্পর্কে জড়ানোর পরামর্শ দিলেও বরাবরই এড়িয়ে গেছেন। বিচ্ছেদের দশ বছর পর একজন জীবনসঙ্গীর কথা ভাবছেন অভিনেত্রী।
গত মাসে নিজের ৪১তম জন্মদিনে বাঁধন জানিয়েছিলেন, তাঁর মেয়ে সায়রা চায়, মায়ের জীবনে কেউ আসুক। এবার অভিনেত্রী জানালেন, তিনিও জীবনসঙ্গী নিয়ে নতুন করে ভাবছেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাঁধন বলেন, ‘আমার মেয়ে ধীরে ধীরে বুঝছে, মাকে সবকিছু একা একাই করতে হয়। সবকিছু দেখে মেয়ের মনে হয়েছে, মায়ের একজন সঙ্গী দরকার। এত বছর আমি চিন্তা করিনি। সম্ভবত এখন চিন্তা করছি। কেননা, একজন জীবনসঙ্গী যদি থাকে অসুবিধা তো নাই।’
বাঁধন জানান, গত দেড় বছর ধরে বিয়ের কথা ভাবছেন তিনি। জীবনের এই সময়ে বিয়ে নিয়ে ভাববার কারন জানিয়ে বাঁধন বলেন, ‘৪০ বছর বয়স পার হয়ে গেছে তো। আগেও বলছি, ৪০ বছরে আমি অন্য রকম একটা জীবন লাভ করেছি। তাই এই নতুন জীবনে মনে হয়েছে, একজন সঙ্গী থাকতেই পারে। সঙ্গী ছাড়া তো মানুষ থাকতে পারে না। আমার পুরো জীবনটা সঙ্গী ছাড়াই কেটেছে, অলমোস্ট।’

বাঁধন বলেন, ‘বিয়ে হোক বা ওই রকম কিছু হোক, আমার জীবনে কখনো সত্যিকারের একজন সঙ্গী পাইনি। সব সময় হয় একজন দানব পেয়েছি, না হলে যে আমাকে অত্যাচার করছে। আমাকে অ্যাবিউজ করছে, এ রকম মানুষই পেয়েছি। আমার জীবনে যারা এসেছে, সবাই বাধা হিসেবেই এসেছে। আমার চলার পথটাকে মসৃণ করতে আসেনি কেউ। তাই আমার জীবনে যারা বাধা হবে, তারা তো আমার জীবনে থাকতে পারবে না। এটা সম্ভবও না। তাই ওই অর্থে আমি কোনো জীবনসঙ্গী পাইনি, এটা সত্যি। সব মিলিয়ে এখন মনে হয়েছে, পথচলার একজন সঙ্গী হতেই পারে।’

কেমন পাত্র খুঁজছেন, তা নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। বাঁধন বলেন, ‘জীবনসঙ্গীর ক্ষেত্রে আমাকে আমার মতো যে গ্রহণ করবে, সেই জিনিসটা খুব জরুরি। আর এটা আমাদের সমাজে তো খুবই দুর্লভ। এ রকম না যে আশপাশে অজস্র খুঁজে পেয়েছি, সে রকমও না। আমি এখনো কাউকে খুঁজে পাইনি। জীবনসঙ্গী শব্দটা যে বুঝবে, সে রকম কেউ যদি আসে, নিঃসন্দেহে সঙ্গী হিসেবে তার সঙ্গে পথচলা যাবে।’
২০১০ সালের ৮ সেপ্টেম্বর মাশরুর হোসেন সিদ্দিকীকে বিয়ে করেছিলেন আজমেরী হক বাঁধন। ২০১৪ সালের ২৬ নভেম্বর তাঁদের বিচ্ছেদ হয়।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৮ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৮ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৮ ঘণ্টা আগে