অনেক দিন পর সম্প্রতি দেশে এসেছিলেন অভিনেত্রী সিফাত তাহসিন। সাত বছর পর অভিনয় করেছেন দেশের কোনো নাটকে। ‘অগ্নিশিখা’ নামের নাটকে দেখা যাবে তাঁকে। এতে তাহসিনের দুই সহশিল্পী ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। গল্পের প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন তাঁরা।
২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু হয় সিফাত তাহসিনের। সেরা পাঁচে ছিলেন তিনি। এ প্রতিযোগিতা থেকে বেরিয়ে নিয়মিত অভিনয় করেছেন টিভি নাটকে। তবে ২০১৮ সালে বিয়ে করে বিদেশে পাড়ি জমান তাহসিন। এরই সঙ্গে শেষ হয় দেশের টিভি নাটকে তাঁর পথচলা।
স্বামী ও চার বছরের কন্যাসন্তান নিয়ে কানাডার টরন্টোতে থাকেন সিফাত তাহসিন। গত জানুয়ারি মাসে নিউইয়র্কে একটি নাটকের শুটিং করেছিলেন। এবার দেশে ফিরে দাঁড়ালেন ক্যামেরার সামনে। তাহসিন বলেন, ‘আমাদের শুরুর সময় শুটিং হতো একভাবে। এত দিন পর কাজ করে মনে হলো পিকনিকের মেজাজে ছিলাম! পুরান ঢাকার মতো অতিজনাকীর্ণ জায়গায় কাজ করলেও সেই আবহ টের পাইনি! অগ্নিশিখা চমৎকার একটি গল্প। সহশিল্পীরাও বেশ সহযোগিতা করেছেন। সব মিলিয়ে মনের মতো একটি কাজ করেছি।’
‘অগ্নিশিখা’ নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। প্রযোজনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকটি নিয়ে নির্মাতা বলেন, ‘এটি একটি ভালোবাসার গল্প। শুধু প্রেমিক-প্রেমিকা নয়; ভাইবোন, মা-বাবা, আত্মীয়স্বজনসহ সবার সঙ্গে ভালোবাসার বন্ধন মানুষকে ইতিবাচক রাখে। আমার এই গল্পের মূল বক্তব্য হলো, যেকোনো পরিস্থিতিতেই ভালোবাসার মানুষের বিপক্ষে যাওয়া উচিত নয়।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, ফখরুল বাশার, মিলি বাশার, মাহমুদুল ইসলাম মিঠু, এম এন ইউ রাজু প্রমুখ। পুরান ঢাকার সূত্রাপুর ও বুড়িগঙ্গায় এর শুটিং হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে অগ্নিশিখা।
অনেক দিন পর সম্প্রতি দেশে এসেছিলেন অভিনেত্রী সিফাত তাহসিন। সাত বছর পর অভিনয় করেছেন দেশের কোনো নাটকে। ‘অগ্নিশিখা’ নামের নাটকে দেখা যাবে তাঁকে। এতে তাহসিনের দুই সহশিল্পী ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। গল্পের প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন তাঁরা।
২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু হয় সিফাত তাহসিনের। সেরা পাঁচে ছিলেন তিনি। এ প্রতিযোগিতা থেকে বেরিয়ে নিয়মিত অভিনয় করেছেন টিভি নাটকে। তবে ২০১৮ সালে বিয়ে করে বিদেশে পাড়ি জমান তাহসিন। এরই সঙ্গে শেষ হয় দেশের টিভি নাটকে তাঁর পথচলা।
স্বামী ও চার বছরের কন্যাসন্তান নিয়ে কানাডার টরন্টোতে থাকেন সিফাত তাহসিন। গত জানুয়ারি মাসে নিউইয়র্কে একটি নাটকের শুটিং করেছিলেন। এবার দেশে ফিরে দাঁড়ালেন ক্যামেরার সামনে। তাহসিন বলেন, ‘আমাদের শুরুর সময় শুটিং হতো একভাবে। এত দিন পর কাজ করে মনে হলো পিকনিকের মেজাজে ছিলাম! পুরান ঢাকার মতো অতিজনাকীর্ণ জায়গায় কাজ করলেও সেই আবহ টের পাইনি! অগ্নিশিখা চমৎকার একটি গল্প। সহশিল্পীরাও বেশ সহযোগিতা করেছেন। সব মিলিয়ে মনের মতো একটি কাজ করেছি।’
‘অগ্নিশিখা’ নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। প্রযোজনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকটি নিয়ে নির্মাতা বলেন, ‘এটি একটি ভালোবাসার গল্প। শুধু প্রেমিক-প্রেমিকা নয়; ভাইবোন, মা-বাবা, আত্মীয়স্বজনসহ সবার সঙ্গে ভালোবাসার বন্ধন মানুষকে ইতিবাচক রাখে। আমার এই গল্পের মূল বক্তব্য হলো, যেকোনো পরিস্থিতিতেই ভালোবাসার মানুষের বিপক্ষে যাওয়া উচিত নয়।’
নাটকটিতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, ফখরুল বাশার, মিলি বাশার, মাহমুদুল ইসলাম মিঠু, এম এন ইউ রাজু প্রমুখ। পুরান ঢাকার সূত্রাপুর ও বুড়িগঙ্গায় এর শুটিং হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে অগ্নিশিখা।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১৬ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১৬ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১৬ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১৬ ঘণ্টা আগে