বিনোদন ডেস্ক

পশ্চিমবঙ্গে বলিউডের দাপটে কোণঠাসা বাংলা সিনেমা। বিগ বাজেটের কোনো হিন্দি সিনেমা মুক্তি পেলে প্রাইম টাইমে বাংলা সিনেমাকে শো দেওয়া হয় না। বেশ কয়েক বছর ধরে এ সংকটে ভুগছে টালিউড। এ নিয়ে টালিউডের অন্দরে ক্ষোভ অনেক দিনের। এবার বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ জানালেন টালিউড ইন্ডাস্ট্রির অভিনেতা ও নির্মাতারা।
হিন্দি সিনেমার পরিবেশকরা হল মালিকদের শর্ত দেন, বাংলা সিনেমার সঙ্গে শো ভাগ করা যাবে না। হিন্দি সিনেমা চালাতে হলে ওই হলের সব শো দিতে হবে। এর ফলে বাংলা সিনেমার ব্যবসা ক্ষতিগ্রস্ত।
মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে বিষয়টি তুলে ধরেছেন অভিনেতা-নির্মাতারা। এ তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, কৌশিক গাঙ্গুলী, সৃজিত মুখোপাধ্যায়সহ টালিউডের প্রথম সারির প্রযোজক-পরিচালক-অভিনেতারা।
চিঠিতে উল্লেখ করা হয়েছে— মহারাষ্ট্র, পাঞ্জাব কিংবা দক্ষিণ ভারতে কেউ এমন শর্ত চাপিয়ে দেয় না। কিন্তু পশ্চিমবঙ্গে কেন বাংলা সিনেমাকে এ অপমান সহ্য করতে হবে? কেন নিজের রাজ্যেই মাথা তুলে দাঁড়াতে পারবে না বাংলা সিনেমা? মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা দাবি করেছেন, পশ্চিমবঙ্গের সব সিনেমা হলে বাংলা সিনেমাকে প্রাইম টাইম শো দেওয়াটা বাধ্যতামূলক করতে হবে। বাংলা সিনেমা যেন তার সম্মান, ঐতিহ্য আর গৌরব ফিরে পায়; সে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
বিষয়টি নিয়ে কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, বাংলা সিনেমার উন্নতির স্বার্থে এ চিঠি পাঠানো হয়েছে। কোনো সিনেমা মুক্তি পাওয়ার পর সেটার ডিস্ট্রিবিউশন কীভাবে হবে, সিনেমা হলে শো কীভাবে পাবে— সব বিষয় নিয়েই এ চিঠি লেখা হয়েছে। ৭ আগস্ট নন্দনে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সেখানে বিস্তারিত আলোচনা হবে।
উল্লেখ্য, ১৪ আগস্ট মুক্তি পাবে দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’। একই দিন আসবে হৃতিক রোশন ও কিয়ারা আদবাণীর ‘ওয়ার ২’ এবং রজনীকান্তের ‘কুলি’। এ দুই সিনেমার দাপটে কোণঠাসা হওয়ার আশঙ্কায় ধূমকেতু। বরাবরের মতো এবারও পরিবেশকরা শর্ত দিয়েছেন, ওয়ার টুর সঙ্গে কোনো বাংলা সিনেমা চালানো যাবে না। সিঙ্গেল স্ক্রিনের চারটি শো-ই হিন্দি সিনেমাকে দিতে হবে।

পশ্চিমবঙ্গে বলিউডের দাপটে কোণঠাসা বাংলা সিনেমা। বিগ বাজেটের কোনো হিন্দি সিনেমা মুক্তি পেলে প্রাইম টাইমে বাংলা সিনেমাকে শো দেওয়া হয় না। বেশ কয়েক বছর ধরে এ সংকটে ভুগছে টালিউড। এ নিয়ে টালিউডের অন্দরে ক্ষোভ অনেক দিনের। এবার বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ জানালেন টালিউড ইন্ডাস্ট্রির অভিনেতা ও নির্মাতারা।
হিন্দি সিনেমার পরিবেশকরা হল মালিকদের শর্ত দেন, বাংলা সিনেমার সঙ্গে শো ভাগ করা যাবে না। হিন্দি সিনেমা চালাতে হলে ওই হলের সব শো দিতে হবে। এর ফলে বাংলা সিনেমার ব্যবসা ক্ষতিগ্রস্ত।
মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে বিষয়টি তুলে ধরেছেন অভিনেতা-নির্মাতারা। এ তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, কৌশিক গাঙ্গুলী, সৃজিত মুখোপাধ্যায়সহ টালিউডের প্রথম সারির প্রযোজক-পরিচালক-অভিনেতারা।
চিঠিতে উল্লেখ করা হয়েছে— মহারাষ্ট্র, পাঞ্জাব কিংবা দক্ষিণ ভারতে কেউ এমন শর্ত চাপিয়ে দেয় না। কিন্তু পশ্চিমবঙ্গে কেন বাংলা সিনেমাকে এ অপমান সহ্য করতে হবে? কেন নিজের রাজ্যেই মাথা তুলে দাঁড়াতে পারবে না বাংলা সিনেমা? মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা দাবি করেছেন, পশ্চিমবঙ্গের সব সিনেমা হলে বাংলা সিনেমাকে প্রাইম টাইম শো দেওয়াটা বাধ্যতামূলক করতে হবে। বাংলা সিনেমা যেন তার সম্মান, ঐতিহ্য আর গৌরব ফিরে পায়; সে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
বিষয়টি নিয়ে কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, বাংলা সিনেমার উন্নতির স্বার্থে এ চিঠি পাঠানো হয়েছে। কোনো সিনেমা মুক্তি পাওয়ার পর সেটার ডিস্ট্রিবিউশন কীভাবে হবে, সিনেমা হলে শো কীভাবে পাবে— সব বিষয় নিয়েই এ চিঠি লেখা হয়েছে। ৭ আগস্ট নন্দনে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সেখানে বিস্তারিত আলোচনা হবে।
উল্লেখ্য, ১৪ আগস্ট মুক্তি পাবে দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’। একই দিন আসবে হৃতিক রোশন ও কিয়ারা আদবাণীর ‘ওয়ার ২’ এবং রজনীকান্তের ‘কুলি’। এ দুই সিনেমার দাপটে কোণঠাসা হওয়ার আশঙ্কায় ধূমকেতু। বরাবরের মতো এবারও পরিবেশকরা শর্ত দিয়েছেন, ওয়ার টুর সঙ্গে কোনো বাংলা সিনেমা চালানো যাবে না। সিঙ্গেল স্ক্রিনের চারটি শো-ই হিন্দি সিনেমাকে দিতে হবে।

আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
৪ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
৪ ঘণ্টা আগে
নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হয়েছিল ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী সিনেমার নাম। এবারের আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’।
৪ ঘণ্টা আগে