Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

‘হেডস অব স্টেট’, ‘কালিধর লাপাতা’সহ আসছে যেসব সিনেমা ও সিরিজ

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

বিনোদন ডেস্ক
‘উপ্পু কাপুরাম্বু’ সিনেমার দৃশ্যে কীর্তি সুরেশ। ছবি: সংগৃহীত
‘উপ্পু কাপুরাম্বু’ সিনেমার দৃশ্যে কীর্তি সুরেশ। ছবি: সংগৃহীত

কানাগলি (বাংলা সিরিজ)

  • অভিনয়: শ্যামল মাওলা, আইশা খান, কাজী নওশাবা আহমেদ
  • মুক্তি: বঙ্গ (৩ জুলাই)
  • গল্পসংক্ষেপ: শহরে খুন হচ্ছে একের পর এক নারী। পুলিশ হন্যে হয়ে খুঁজছে সেই সিরিয়াল কিলারকে। কিন্তু কোনো হদিস মিলছে না। খুনের ঘটনা কিছুতেই থামানো যাচ্ছে না। পুরো শহরে আতঙ্ক নেমে আসে। এ ঘটনা তদন্তের দায়িত্ব পড়ে বিচক্ষণ পুলিশ কর্মকর্তা মাহফুজের কাঁধে। কিন্তু ঘটনার গভীরে প্রবেশ করে সে বুঝতে পারে, এটি একটি মারাত্মক বুদ্ধির খেলা।

হেডস অব স্টেট (ইংরেজি সিনেমা)

  • অভিনয়: জন সিনা, ইদ্রিস এলবা, প্রিয়াঙ্কা চোপড়া
  • মুক্তি: প্রাইম ভিডিও (২ জুলাই)
  • গল্পসংক্ষেপ: হেডস অব স্টেট দুই রাষ্ট্রপ্রধানের গল্প। একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে একসঙ্গে রওনা হয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যাওয়ার সময় তাদের ওপর আক্রমণ হয়। প্রাণ বাঁচাতে পরস্পরের বন্ধু হয়ে ওঠে এ দুই রাষ্ট্রনেতা। তাদের উদ্ধার করে আন্তর্জাতিক সম্মেলনে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ে এম১৬ এজেন্ট নোয়েল বিসেটের ওপর।

কালিধর লাপাতা (হিন্দি সিনেমা)

  • অভিনয়: অভিষেক বচ্চন, দৈবিক, জিসান আইয়ুব
  • মুক্তি: জি ফাইভ (৪ জুলাই)
  • গল্পসংক্ষেপ: মধ্যবয়স্ক কালিধরকে রেখে চলে যেতে চায় তার পরিবারের সদস্যরা। এ পরিকল্পনা শুনে ফেলে কালিধর। অপমানবোধ করে বাড়ি থেকে পালিয়ে যায়। পথে আলাপ হয় এক পথশিশুর সঙ্গে। তার সঙ্গে বন্ধুত্ব হয় কালিধরের। জীবনের আসল অর্থ খুঁজে পায় সে।

থাগ লাইফ (তামিল সিনেমা)

  • অভিনয়: কমল হাসান, সিলাম্বারাসন টিআর, তৃষা কৃষ্ণান
  • মুক্তি: নেটফ্লিক্স (৩ জুলাই)
  • গল্পসংক্ষেপ: নয়াদিল্লির ভয়ংকর মাফিয়া শক্তিভেলের কাছে বড় হয়েছে অমরান। তাকে নিজের ভাইয়ের মতোই আদর করে শক্তিভেল। অনেক বছর পর শক্তিভেলের সন্দেহ জাগে, অমরান তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দুজনের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব।

উপ্পু কাপুরাম্বু (তেলুগু সিনেমা)

  • অভিনয়: কীর্তি সুরেশ, সুহাস
  • মুক্তি: প্রাইম ভিডিও (৪ জুলাই)
  • গল্পসংক্ষেপ: নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে হাস্য রসাত্মকভাবে এ সিনেমায় তুলে আনা হয়েছে এক গ্রামের সংকট। এক তরুণী গ্রামপ্রধান হিসেবে নিয়োগ পাওয়ার পর কিছু অদ্ভুত সমস্যার মুখে পড়ে। সবচেয়ে যে সমস্যাটি তাকে চিন্তা ফেলে তা হলো, গ্রামের কবরস্থানে জায়গার সংকট।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত