সমালোচনায় তারকা
বিনোদন ডেস্ক

বিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য ২০২১ সালে মা ম্যান্ডি টিফির সঙ্গে মিলে ওয়ান্ডারমাইন্ড নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন সেলেনা। তবে প্রতিষ্ঠার মাত্র কয়েক বছরের মাথায় আর্থিক সংকটে পড়ে ওয়ান্ডারমাইন্ড। এখানে যেসব কর্মী কাজ করেন, তাঁদের কয়েক মাসের বেতন বাকি পড়েছে। ইতিমধ্যে কমিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যসেবা সুবিধা। ব্যাংক থেকে ঋণ নিয়ে এক মাসের বেতন পরিশোধ করা হয়েছে। ওয়ান্ডারমাইন্ডের সঙ্গে কাজ করা ফ্রিল্যান্সার ও ভেন্ডররাও পাওনা টাকার অপেক্ষায় আছেন।
ফোর্বস জানিয়েছে, সেলেনা গোমেজ নাকি তাঁর কর্মীদের বলেছেন, তাঁদের বেতন দেওয়ার জন্য বাড়ি বন্ধক রেখে ঋণ করেছেন তিনি! যদিও সেলেনার এ দাবি মিথ্যা বলে জানিয়েছেন ওয়ান্ডারমাইন্ডের এক কর্মী। প্রতিষ্ঠানটির মুখপাত্র ফোর্বসকে এক বিবৃতিতে এই দুঃসময়ের কথা স্বীকার করে জানিয়েছেন, অন্য অনেক স্টার্টআপের মতো ওয়ান্ডারমাইন্ডও নানা প্রতিকূলতার মধ্যে কাজ চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি এসব বাধা কাটিয়ে নতুন অধ্যায়ে পা রাখবে। মানসিক সুস্থতার ক্ষেত্রে ওয়ান্ডারমাইন্ড যেভাবে লাখ লাখ মানুষকে সেবা দিয়ে এসেছে, সেটা আরও বাড়বে।
উল্লেখ্য, গত বছরই ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের সম্পত্তি অর্জন করে বিলিয়নিয়ারের স্বীকৃতি পেয়েছেন সেলেনা। এত অর্থের মালিক হয়েও নিজের প্রতিষ্ঠানের কর্মীদের বেতন বকেয়া রাখায় অনেকে তাঁর সমালোচনা করছেন।

বিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য ২০২১ সালে মা ম্যান্ডি টিফির সঙ্গে মিলে ওয়ান্ডারমাইন্ড নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন সেলেনা। তবে প্রতিষ্ঠার মাত্র কয়েক বছরের মাথায় আর্থিক সংকটে পড়ে ওয়ান্ডারমাইন্ড। এখানে যেসব কর্মী কাজ করেন, তাঁদের কয়েক মাসের বেতন বাকি পড়েছে। ইতিমধ্যে কমিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যসেবা সুবিধা। ব্যাংক থেকে ঋণ নিয়ে এক মাসের বেতন পরিশোধ করা হয়েছে। ওয়ান্ডারমাইন্ডের সঙ্গে কাজ করা ফ্রিল্যান্সার ও ভেন্ডররাও পাওনা টাকার অপেক্ষায় আছেন।
ফোর্বস জানিয়েছে, সেলেনা গোমেজ নাকি তাঁর কর্মীদের বলেছেন, তাঁদের বেতন দেওয়ার জন্য বাড়ি বন্ধক রেখে ঋণ করেছেন তিনি! যদিও সেলেনার এ দাবি মিথ্যা বলে জানিয়েছেন ওয়ান্ডারমাইন্ডের এক কর্মী। প্রতিষ্ঠানটির মুখপাত্র ফোর্বসকে এক বিবৃতিতে এই দুঃসময়ের কথা স্বীকার করে জানিয়েছেন, অন্য অনেক স্টার্টআপের মতো ওয়ান্ডারমাইন্ডও নানা প্রতিকূলতার মধ্যে কাজ চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি এসব বাধা কাটিয়ে নতুন অধ্যায়ে পা রাখবে। মানসিক সুস্থতার ক্ষেত্রে ওয়ান্ডারমাইন্ড যেভাবে লাখ লাখ মানুষকে সেবা দিয়ে এসেছে, সেটা আরও বাড়বে।
উল্লেখ্য, গত বছরই ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের সম্পত্তি অর্জন করে বিলিয়নিয়ারের স্বীকৃতি পেয়েছেন সেলেনা। এত অর্থের মালিক হয়েও নিজের প্রতিষ্ঠানের কর্মীদের বেতন বকেয়া রাখায় অনেকে তাঁর সমালোচনা করছেন।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২০ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
২০ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
২০ ঘণ্টা আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
২০ ঘণ্টা আগে