আজকের পত্রিকা ডেস্ক

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সেলিব্রিটির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল ভারত। এসব অ্যাকাউন্ট আবারও ভারতে চালু হতে শুরু করেছে। তবে ভারত সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো ঘোষণা এখনো আসেনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ এপ্রিল পেহেলগাম হামলার জেরে ভারত সরকার বেশ কয়েকজন পাকিস্তানি সেলিব্রিটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করে। এর মধ্যে আছেন সাবা কামার, মাওরা হোসেন, আহাদ রাজা মীর, হানিয়া আমির, ইয়ামনা জাইদি ও দানিশ তাইমুরের মতো জনপ্রিয় নাম।
নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলোর মধ্যে ছিল সংবাদমাধ্যম দ্য ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ ও সুনো নিউজের ইউটিউব চ্যানেল। সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা ও মুনিব ফারুকের ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়। এ ছাড়া নিষিদ্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে আরও ছিল দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, উজাইর ক্রিকেট ও রাজি নামা।
জানা গেছে, আজ বুধবার (২ জুলাই) থেকে ভারতে আবার এসব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে।
সে সময় ভারত সরকারের বিভিন্ন সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছিল, পেহেলগাম হামলার পর প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েনের মধ্যে এই ইউটিউব চ্যানেলগুলো ভারত, ভারতীয় সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে উসকানিমূলক এবং সাম্প্রদায়িক স্পর্শকাতর বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছিল। তাই এসব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়।
ভারতে নিষিদ্ধ এই চ্যানেলগুলোর মোট সাবস্ক্রাইবার তথা গ্রাহকসংখ্যা ছিল প্রায় ৬ কোটি ৩০ লাখ। নিষেধাজ্ঞার পর অনেক ভারতীয় ব্যবহারকারী ভিপিএন পরিষেবার মাধ্যমে পাকিস্তানি সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে প্রবেশ শুরু করেছিলেন।

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সেলিব্রিটির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল ভারত। এসব অ্যাকাউন্ট আবারও ভারতে চালু হতে শুরু করেছে। তবে ভারত সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো ঘোষণা এখনো আসেনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ এপ্রিল পেহেলগাম হামলার জেরে ভারত সরকার বেশ কয়েকজন পাকিস্তানি সেলিব্রিটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করে। এর মধ্যে আছেন সাবা কামার, মাওরা হোসেন, আহাদ রাজা মীর, হানিয়া আমির, ইয়ামনা জাইদি ও দানিশ তাইমুরের মতো জনপ্রিয় নাম।
নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলোর মধ্যে ছিল সংবাদমাধ্যম দ্য ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ ও সুনো নিউজের ইউটিউব চ্যানেল। সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা ও মুনিব ফারুকের ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়। এ ছাড়া নিষিদ্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে আরও ছিল দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, উজাইর ক্রিকেট ও রাজি নামা।
জানা গেছে, আজ বুধবার (২ জুলাই) থেকে ভারতে আবার এসব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে।
সে সময় ভারত সরকারের বিভিন্ন সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছিল, পেহেলগাম হামলার পর প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েনের মধ্যে এই ইউটিউব চ্যানেলগুলো ভারত, ভারতীয় সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে উসকানিমূলক এবং সাম্প্রদায়িক স্পর্শকাতর বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছিল। তাই এসব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়।
ভারতে নিষিদ্ধ এই চ্যানেলগুলোর মোট সাবস্ক্রাইবার তথা গ্রাহকসংখ্যা ছিল প্রায় ৬ কোটি ৩০ লাখ। নিষেধাজ্ঞার পর অনেক ভারতীয় ব্যবহারকারী ভিপিএন পরিষেবার মাধ্যমে পাকিস্তানি সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে প্রবেশ শুরু করেছিলেন।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১২ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১২ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১২ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে