রুবায়েত হোসেন

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) ফুল ফান্ডেড বৃত্তি নিয়ে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী। এই বৃত্তির আওতায় স্নাতকোত্তর পর্যায়ে পাঁচ ও পিএইচডিতে দুই শিক্ষার্থী সুযোগ পেয়েছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে তিন এবং অর্থনীতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা, পরিসংখ্যান ও ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে একজন করে এই বৃত্তির জন্য মনোনীত হয়েছেন। এই বৃত্তির আওতায় অর্থনীতি বিভাগের ১৪ ব্যাচের সাবেক শিক্ষার্থী সুমাইয়া তাসনিম অ্যাপ্লাইড ইকোনমিকসে পিএইচডি করতে যাচ্ছেন ভারতের কোচিন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে।
ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের সাবেক শিক্ষার্থী ১৫ ব্যাচের সুদীপ্তা স্বর্ণকার বিমূর্ত শিল্পকলা বিষয়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছেন। এর আগেও তিনি আইসিসিআর বৃত্তি নিয়ে মাস্টার্স করেছেন ২০২০ সালে। এ বিষয়ে সুদীপ্তা স্বর্ণকার বলেন, ‘দুবার আইসিসিআর স্কলারশিপ নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ পেয়ে আমি খুবই খুশি এবং গর্বিত।’
ইংরেজি বিভাগের সাদিয়া সিদ্দিকা ও রাধামাধব যাচ্ছেন ইউনিভার্সিটি অব দিল্লিতে স্নাতকোত্তর সম্পন্ন করতে। তিনি দুই বছর মেয়াদে ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে মাস্টার্স সম্পন্ন করবেন। একই বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী রাকেশ শিকদার আইআইটি মাদ্রাজ। অনুভূতি প্রকাশ করে সাদিয়া সিদ্দিকা বলেন, ‘পড়াশোনার পাশাপাশি নতুন একটি দেশ ও তাদের সংস্কৃতি জানার সুযোগ পেয়ে ভালো লাগছে।’
এ ছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শুভ্রদীপ মণ্ডল ইউনিভার্সিটি অব দিল্লিতে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছেন। পরিসংখ্যান বিভাগের ফাতেমা তুজ জোহরা স্নাতকোত্তর পর্যায়ে লেখাপড়া করার জন্য বৃত্তি পেয়েছেন সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ে। ফাতেমা তুজ জোহরা বলেন, ‘বৃত্তি পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। অবশ্য খুলনা ও বন্ধুবান্ধবকে ছেড়ে যাওয়া অনেকটা কষ্টের আমার জন্য। তবু নতুন সব অভিজ্ঞতার জন্য অপেক্ষায় আছি।’
রুবায়েত হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) ফুল ফান্ডেড বৃত্তি নিয়ে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী। এই বৃত্তির আওতায় স্নাতকোত্তর পর্যায়ে পাঁচ ও পিএইচডিতে দুই শিক্ষার্থী সুযোগ পেয়েছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে তিন এবং অর্থনীতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা, পরিসংখ্যান ও ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে একজন করে এই বৃত্তির জন্য মনোনীত হয়েছেন। এই বৃত্তির আওতায় অর্থনীতি বিভাগের ১৪ ব্যাচের সাবেক শিক্ষার্থী সুমাইয়া তাসনিম অ্যাপ্লাইড ইকোনমিকসে পিএইচডি করতে যাচ্ছেন ভারতের কোচিন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে।
ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের সাবেক শিক্ষার্থী ১৫ ব্যাচের সুদীপ্তা স্বর্ণকার বিমূর্ত শিল্পকলা বিষয়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছেন। এর আগেও তিনি আইসিসিআর বৃত্তি নিয়ে মাস্টার্স করেছেন ২০২০ সালে। এ বিষয়ে সুদীপ্তা স্বর্ণকার বলেন, ‘দুবার আইসিসিআর স্কলারশিপ নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ পেয়ে আমি খুবই খুশি এবং গর্বিত।’
ইংরেজি বিভাগের সাদিয়া সিদ্দিকা ও রাধামাধব যাচ্ছেন ইউনিভার্সিটি অব দিল্লিতে স্নাতকোত্তর সম্পন্ন করতে। তিনি দুই বছর মেয়াদে ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে মাস্টার্স সম্পন্ন করবেন। একই বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী রাকেশ শিকদার আইআইটি মাদ্রাজ। অনুভূতি প্রকাশ করে সাদিয়া সিদ্দিকা বলেন, ‘পড়াশোনার পাশাপাশি নতুন একটি দেশ ও তাদের সংস্কৃতি জানার সুযোগ পেয়ে ভালো লাগছে।’
এ ছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শুভ্রদীপ মণ্ডল ইউনিভার্সিটি অব দিল্লিতে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছেন। পরিসংখ্যান বিভাগের ফাতেমা তুজ জোহরা স্নাতকোত্তর পর্যায়ে লেখাপড়া করার জন্য বৃত্তি পেয়েছেন সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ে। ফাতেমা তুজ জোহরা বলেন, ‘বৃত্তি পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। অবশ্য খুলনা ও বন্ধুবান্ধবকে ছেড়ে যাওয়া অনেকটা কষ্টের আমার জন্য। তবু নতুন সব অভিজ্ঞতার জন্য অপেক্ষায় আছি।’
রুবায়েত হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্টাফ বাসে করে ক্যাম্পাসে আসার সময় তিন শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ উঠেছে এক কর্মকর্তার বিরুদ্ধে। আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে চিটাগাং রোড থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়গামী ১৩ নম্বর স্টাফ বাসে এ ঘটনা ঘটে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১২ জন শিক্ষার্থী জাপানভিত্তিক প্রতিষ্ঠান নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (NEF)–এর শিক্ষাবৃত্তি পেয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জানুয়ারি–ডিসেম্বর ২০২৫ সময়কালের...
১৬ ঘণ্টা আগে
তুরস্ক সরকারের অর্থায়নে পরিচালিত তুর্কিয়ে বুরসলারি স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই স্কলারশিপের আওতায় বিশ্বের যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তুরস্ক সরকার স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে।
২০ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ বৃত্তির তালিকা চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। একই সঙ্গে জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
১ দিন আগে