খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ‘এইচআরএমএএকেইউ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, ‘উচ্চশিক্ষা কেবল পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাস্তব অভিজ্ঞতা ও প্রাসঙ্গিক জ্ঞান দ্বারা সমৃদ্ধ হতে হয়। অ্যালামনাইরা তাদের কর্মক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা দিয়ে কারিকুলামকে আরও যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’
উপাচার্য আরও বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত। তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম থাকা জরুরি। এ লক্ষ্যে ট্রেসার স্টাডির মাধ্যমে একটি আধুনিক ও তথ্যসমৃদ্ধ ডেটাবেইস তৈরির কাজ চলছে, যা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনায়ও কাজে লাগবে।’
বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের সাবেক ডিন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, বর্তমান ডিন অধ্যাপক ড. মো. নূর আলম এবং এইচআরএম ডিসিপ্লিনপ্রধান প্রসেনজিৎ তরফদার। বক্তব্য দেন সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলাম ও তাসনিয়া জান্নাত।
অনুষ্ঠানে নবগঠিত অ্যালামনাই কমিটির আহ্বায়ক মো. মেহেদী হাসান মাসুদের সভাপতিত্বে অ্যাসোসিয়েশনের মিশন ও ভিশন উপস্থাপন করেন সদস্যসচিব এহসানুল হক। সূচনা বক্তব্য দেন যুগ্ম সদস্যসচিব তারিকুল ইসলাম তাজ। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, আহ্বায়ক কমিটির সদস্য ও বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ‘এইচআরএমএএকেইউ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, ‘উচ্চশিক্ষা কেবল পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাস্তব অভিজ্ঞতা ও প্রাসঙ্গিক জ্ঞান দ্বারা সমৃদ্ধ হতে হয়। অ্যালামনাইরা তাদের কর্মক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা দিয়ে কারিকুলামকে আরও যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’
উপাচার্য আরও বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত। তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম থাকা জরুরি। এ লক্ষ্যে ট্রেসার স্টাডির মাধ্যমে একটি আধুনিক ও তথ্যসমৃদ্ধ ডেটাবেইস তৈরির কাজ চলছে, যা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনায়ও কাজে লাগবে।’
বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের সাবেক ডিন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, বর্তমান ডিন অধ্যাপক ড. মো. নূর আলম এবং এইচআরএম ডিসিপ্লিনপ্রধান প্রসেনজিৎ তরফদার। বক্তব্য দেন সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলাম ও তাসনিয়া জান্নাত।
অনুষ্ঠানে নবগঠিত অ্যালামনাই কমিটির আহ্বায়ক মো. মেহেদী হাসান মাসুদের সভাপতিত্বে অ্যাসোসিয়েশনের মিশন ও ভিশন উপস্থাপন করেন সদস্যসচিব এহসানুল হক। সূচনা বক্তব্য দেন যুগ্ম সদস্যসচিব তারিকুল ইসলাম তাজ। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, আহ্বায়ক কমিটির সদস্য ও বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাবে।
৯ ঘণ্টা আগে
প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ উপদেষ্টা পরিষদে উঠছে। আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এটি অনুমোদনের জন্য তোলা হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে। উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে এটি রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি হবে।
১৬ ঘণ্টা আগে
নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন মাহিরা ইসলাম আসফি। তিনি তাঁর অসামান্য একাডেমিক ফলাফলের জন্য সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ২৬তম সমাবর্তনে চ্যান্সেলর স্বর্ণপদক পেয়েছেন।
১৯ ঘণ্টা আগে
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) স্প্রিং সেমিস্টার ২০২৬-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, একাডেমিক পরিবেশ ও সুযোগ-সুবিধার সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
২০ ঘণ্টা আগে