সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রথমবারের মতো পরীক্ষায় অংশগ্রহণ করে এইচএসসির ফলাফলে শতভাগ উত্তীর্ণ হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এ কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা ৫৬ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন।
আজ রোববার কলেজের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২০ জন।
বিজ্ঞান বিভাগের ১২ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন, ব্যবসায় শিক্ষায় ৩০ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ জন ও মানবিক বিভাগের ১৪ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন।
বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, প্যাসিফিক জিন্স গ্রুপের কর্ণধার সীতাকুণ্ডের প্রয়াত শিল্পপতি মোহাম্মদ নাসির উদ্দিনের ব্যক্তিগত অর্থায়নে ২০২১ সাল থেকে উচ্চবিদ্যালয়ের পাশাপাশি কলেজ চালু করা হয়। চলতি বছরে এ কলেজ থেকে প্রথমবারের মতো ৫৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে তিন বিভাগে ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
এইচএসসিতে শতভাগ সাফল্য অর্জনের জন্য বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের সব শিক্ষক-শিক্ষিকা, কৃতকার্য শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিবাদন জানান তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম সরকার বলেন, এবার সীতাকুণ্ডের একটি সরকারি ও ৬টি বেসরকারি কলেজসহ মোট ৭টি কলেজের ২ হাজার ১৯৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার মধ্যে ১ হাজার ৩৫১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এতে জিপিএ-৫ পেয়েছেন ৫৭ জন।
তবে বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রথমবারের মতো পরীক্ষায় অংশগ্রহণ করা ৫৬ জন শিক্ষার্থীর সবাই শতভাগ উত্তীর্ণ হয়েছে। এতে ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
এদিকে বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের শতভাগ শিক্ষার্থীর উত্তীর্ণ হওয়ায় আনন্দ প্রকাশের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষক-শিক্ষিকা, কৃতকার্য শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিবাদন জানিয়েছেন বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী।

প্রথমবারের মতো পরীক্ষায় অংশগ্রহণ করে এইচএসসির ফলাফলে শতভাগ উত্তীর্ণ হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এ কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা ৫৬ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন।
আজ রোববার কলেজের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২০ জন।
বিজ্ঞান বিভাগের ১২ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন, ব্যবসায় শিক্ষায় ৩০ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ জন ও মানবিক বিভাগের ১৪ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন।
বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, প্যাসিফিক জিন্স গ্রুপের কর্ণধার সীতাকুণ্ডের প্রয়াত শিল্পপতি মোহাম্মদ নাসির উদ্দিনের ব্যক্তিগত অর্থায়নে ২০২১ সাল থেকে উচ্চবিদ্যালয়ের পাশাপাশি কলেজ চালু করা হয়। চলতি বছরে এ কলেজ থেকে প্রথমবারের মতো ৫৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে তিন বিভাগে ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
এইচএসসিতে শতভাগ সাফল্য অর্জনের জন্য বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের সব শিক্ষক-শিক্ষিকা, কৃতকার্য শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিবাদন জানান তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম সরকার বলেন, এবার সীতাকুণ্ডের একটি সরকারি ও ৬টি বেসরকারি কলেজসহ মোট ৭টি কলেজের ২ হাজার ১৯৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার মধ্যে ১ হাজার ৩৫১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এতে জিপিএ-৫ পেয়েছেন ৫৭ জন।
তবে বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রথমবারের মতো পরীক্ষায় অংশগ্রহণ করা ৫৬ জন শিক্ষার্থীর সবাই শতভাগ উত্তীর্ণ হয়েছে। এতে ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
এদিকে বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজের শতভাগ শিক্ষার্থীর উত্তীর্ণ হওয়ায় আনন্দ প্রকাশের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষক-শিক্ষিকা, কৃতকার্য শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিবাদন জানিয়েছেন বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী।

ইউরোপের উন্নত শিক্ষাব্যবস্থার দেশ সুইডেনের উমেয়া বিশ্ববিদ্যালয় বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বৃত্তিটির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ পাবেন। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য বৃত্তিটি প্রযোজ্য।
১৪ ঘণ্টা আগে
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর। এমপিওভুক্ত ও স্বীকৃতিপ্রাপ্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি বের করাই তাদের কাজ। অথচ সেই অধিদপ্তরেই চর্চা হচ্ছে নানা অনিয়ম, উঠছে ঘুষ-দুর্নীতির অভিযোগ।
১৯ ঘণ্টা আগে
৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নতুন নির্দেশনা দিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের...
২ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চার দফা দাবি জানিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা চার প্যানেলেসহ স্বতন্ত্র পদপ্রার্থীরা। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপাচার্য বরাবর সম্মিলিতভাবে এ দাবি জানান তাঁরা।
৪ দিন আগে