
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে ভারতের জয়পুরের এনআইএমএস বিশ্ববিদ্যালয়। গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে এই ডিগ্রি দেওয়া হয়।
শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং বিশ্বব্যাপী নেতৃত্বে ড. মো, সবুর খানের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মান সূচক এই ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে মেক্সিকো সিইটিওয়াইএস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. ফার্নান্দো লিওন-গার্সিয়া, জর্জিয়ার ককেশাস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. কাখা শেঙ্গেলিয়া এবং ভারতের এনআইএমএস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যাপক ড. বলবীর এস. তোমারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ড. মো. সবুর খান বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে উচ্চ শিক্ষার রূপান্তরের ক্ষেত্রে দূরদর্শী দৃষ্টিভঙ্গির পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা এবং একাডেমিয়ায় উদ্ভাবনে ভূমিকার জন্য এ স্বীকৃতি অর্জন করেন। এ ডিগ্রি ড. সবুর খানের প্রশংসার ও অর্জনের তালিকাকে আরও দীর্ঘ এবং শিক্ষা ও উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতা হিসেবে তাঁর খ্যাতি আরও মজবুত করবে।
ড. সবুর ২০২৩-২০২৪ এর জন্য এশিয়া ও প্যাসিফিকের বিশ্ববিদ্যালয়গুলির সমিতির (এইউএপি) সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) ট্রেজারার-ইলেক্ট ও স্থায়ী কমিটির সদস্য এবং এইউএপির উপদেষ্টা পরিষদেও চেয়ারম্যান।
ডিগ্রি গ্রহণকালে সমাবর্তন অনুষ্ঠানে প্রতিক্রিয়ায় ড. খান এই স্বীকৃতির জন্য এনএমআইএস বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই স্বীকৃতি শুধুমাত্র একটি ব্যক্তিগত মাইলফলকই নয় বরং এটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং শিক্ষায় উৎকর্ষ ড্রাইভিংয়ে সম্মিলিত প্রচেষ্টার একটি প্রমাণ।’
উল্লেখ্য, এনআইএমএস বিশ্ববিদ্যালয় হলো ভারতের উচ্চশিক্ষার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি, যা একাডেমিক শ্রেষ্ঠত্ব, গবেষণা এবং উদ্ভাবনের প্রতিশ্রুতির জন্য বিখ্যাত। রাজস্থানের জয়পুরে অবস্থিত এনআইএমএস ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের প্রোগ্রাম প্রদান করে এবং সমাজে প্রভাবশালী অবদানকে উৎসাহিত করার জন্য স্বীকৃত।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে ভারতের জয়পুরের এনআইএমএস বিশ্ববিদ্যালয়। গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে এই ডিগ্রি দেওয়া হয়।
শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং বিশ্বব্যাপী নেতৃত্বে ড. মো, সবুর খানের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মান সূচক এই ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে মেক্সিকো সিইটিওয়াইএস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. ফার্নান্দো লিওন-গার্সিয়া, জর্জিয়ার ককেশাস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. কাখা শেঙ্গেলিয়া এবং ভারতের এনআইএমএস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যাপক ড. বলবীর এস. তোমারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ড. মো. সবুর খান বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে উচ্চ শিক্ষার রূপান্তরের ক্ষেত্রে দূরদর্শী দৃষ্টিভঙ্গির পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা এবং একাডেমিয়ায় উদ্ভাবনে ভূমিকার জন্য এ স্বীকৃতি অর্জন করেন। এ ডিগ্রি ড. সবুর খানের প্রশংসার ও অর্জনের তালিকাকে আরও দীর্ঘ এবং শিক্ষা ও উদ্ভাবনে বিশ্বব্যাপী নেতা হিসেবে তাঁর খ্যাতি আরও মজবুত করবে।
ড. সবুর ২০২৩-২০২৪ এর জন্য এশিয়া ও প্যাসিফিকের বিশ্ববিদ্যালয়গুলির সমিতির (এইউএপি) সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) ট্রেজারার-ইলেক্ট ও স্থায়ী কমিটির সদস্য এবং এইউএপির উপদেষ্টা পরিষদেও চেয়ারম্যান।
ডিগ্রি গ্রহণকালে সমাবর্তন অনুষ্ঠানে প্রতিক্রিয়ায় ড. খান এই স্বীকৃতির জন্য এনএমআইএস বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই স্বীকৃতি শুধুমাত্র একটি ব্যক্তিগত মাইলফলকই নয় বরং এটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং শিক্ষায় উৎকর্ষ ড্রাইভিংয়ে সম্মিলিত প্রচেষ্টার একটি প্রমাণ।’
উল্লেখ্য, এনআইএমএস বিশ্ববিদ্যালয় হলো ভারতের উচ্চশিক্ষার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি, যা একাডেমিক শ্রেষ্ঠত্ব, গবেষণা এবং উদ্ভাবনের প্রতিশ্রুতির জন্য বিখ্যাত। রাজস্থানের জয়পুরে অবস্থিত এনআইএমএস ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের প্রোগ্রাম প্রদান করে এবং সমাজে প্রভাবশালী অবদানকে উৎসাহিত করার জন্য স্বীকৃত।

নগদবিহীন আর্থিক ব্যবস্থার প্রসার ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও জনপ্রিয় করতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) লিড ব্যাংক হিসেবে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্যানোরমা ট্যালেন্ট সেকশনে ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’ জিতেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হোয়াট ইফ’ (What If)। সিনেমাটির নির্মাতা তানহা তাবাসসুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
১১ ঘণ্টা আগে
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন, মতবিনিময় সভা এবং ২২ জানুয়ারি গণজমায়েতের ঘোষণা দেওয়া হয়েছে। ওই দিন অধ্যাদেশের অনুমোদন ও গেজেট প্রকাশ না হলে যমুনা অথবা সচিবালয়ের উদ্দেশে পদযাত্রার কর্মসূচিও থাকবে বলে শিক্ষার্থীরা জানান।
১৫ ঘণ্টা আগে
একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে নিজের মাতৃভাষার পাশাপাশি অন্য একটি ভাষায় দক্ষতা অর্জন করা এখন আর কেবল শখ নয়; বরং সময়ের দাবি। বিশেষ করে বৈশ্বিক যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ইংরেজি শেখার প্রয়োজনীয়তা অপরিসীম।
২১ ঘণ্টা আগে