আজকের পত্রিকা ডেস্ক

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা যুক্তরাজ্যের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে তাদের সব শিক্ষার্থী ও কর্মীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল চ্যাটজিপিটি এডুতে প্রবেশাধিকার দিচ্ছে। গত এক বছরের সফল পরীক্ষামূলক প্রয়োগের পর শিক্ষার জন্য বিশেষভাবে তৈরি এই সংস্করণটি (ChatGPT Edu) বিশ্ববিদ্যালয়ের সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে। এটি অক্সফোর্ড ও ওপেনএআইয়ের মধ্যে চলমান পাঁচ বছরের অংশীদারিত্বের অংশ, যা এ বছরের মার্চে ঘোষণা করা হয়েছিল।
অক্সফোর্ডের প্রো-ভাইস-চ্যান্সেলর (ডিজিটাল) অধ্যাপক অ্যান ট্রেফেথেন বলেছেন, এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তরের পথে এক ‘রোমাঞ্চকর ধাপ’। তাঁর ভাষায়, ‘গবেষণা ও উদ্ভাবনে নতুন গতি এনে বৈশ্বিক বড় চ্যালেঞ্জ মোকাবিলায় এটি আমাদের সহায়তা করবে। শিক্ষার্থীরা পড়াশোনায় সহজলভ্য এক টুল হিসেবে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবে, যা তাদের শেখাকে আরও সমৃদ্ধ ও ব্যক্তিগতকৃত করবে।’
চ্যাটজিপিটি এডু বিশেষভাবে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য তৈরি, যেখানে গোপনীয়তা ও নিরাপত্তার ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে প্রতিটি প্রতিষ্ঠানের ডেটা তাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকবে।
প্রথম পর্যায়ের পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর প্রায় ৭৫০ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মী অংশ নিয়েছিলেন। এখন তা সবার জন্য চালু হচ্ছে।
ওপেনএআইয়ের আন্তর্জাতিক শিক্ষা বিভাগের প্রধান জয়না দেবানি বলেছেন, অক্সফোর্ডের এই উদ্যোগ ‘উচ্চশিক্ষায় এআই ব্যবহারের নতুন মানদণ্ড’ তৈরি করছে। তিনি বলেন, ‘অক্সফোর্ডের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের এআই যুগে সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা, টুল ও প্রশিক্ষণ এতে পাওয়া যাবে।’
বিশ্ববিদ্যালয় জানায়, সফটওয়্যারের পাশাপাশি প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে, যেখানে চ্যাটজিপিটি এডু ও অন্যান্য জেনারেটিভ এআই টুল ব্যবহারের উপায় শেখানো হবে। এতে নৈতিক ব্যবহার, সমালোচনামূলক চিন্তাশক্তি ও দায়িত্বশীল প্রয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা যুক্তরাজ্যের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে তাদের সব শিক্ষার্থী ও কর্মীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল চ্যাটজিপিটি এডুতে প্রবেশাধিকার দিচ্ছে। গত এক বছরের সফল পরীক্ষামূলক প্রয়োগের পর শিক্ষার জন্য বিশেষভাবে তৈরি এই সংস্করণটি (ChatGPT Edu) বিশ্ববিদ্যালয়ের সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে। এটি অক্সফোর্ড ও ওপেনএআইয়ের মধ্যে চলমান পাঁচ বছরের অংশীদারিত্বের অংশ, যা এ বছরের মার্চে ঘোষণা করা হয়েছিল।
অক্সফোর্ডের প্রো-ভাইস-চ্যান্সেলর (ডিজিটাল) অধ্যাপক অ্যান ট্রেফেথেন বলেছেন, এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তরের পথে এক ‘রোমাঞ্চকর ধাপ’। তাঁর ভাষায়, ‘গবেষণা ও উদ্ভাবনে নতুন গতি এনে বৈশ্বিক বড় চ্যালেঞ্জ মোকাবিলায় এটি আমাদের সহায়তা করবে। শিক্ষার্থীরা পড়াশোনায় সহজলভ্য এক টুল হিসেবে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবে, যা তাদের শেখাকে আরও সমৃদ্ধ ও ব্যক্তিগতকৃত করবে।’
চ্যাটজিপিটি এডু বিশেষভাবে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য তৈরি, যেখানে গোপনীয়তা ও নিরাপত্তার ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে প্রতিটি প্রতিষ্ঠানের ডেটা তাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকবে।
প্রথম পর্যায়ের পরীক্ষায় বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর প্রায় ৭৫০ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মী অংশ নিয়েছিলেন। এখন তা সবার জন্য চালু হচ্ছে।
ওপেনএআইয়ের আন্তর্জাতিক শিক্ষা বিভাগের প্রধান জয়না দেবানি বলেছেন, অক্সফোর্ডের এই উদ্যোগ ‘উচ্চশিক্ষায় এআই ব্যবহারের নতুন মানদণ্ড’ তৈরি করছে। তিনি বলেন, ‘অক্সফোর্ডের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের এআই যুগে সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা, টুল ও প্রশিক্ষণ এতে পাওয়া যাবে।’
বিশ্ববিদ্যালয় জানায়, সফটওয়্যারের পাশাপাশি প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে, যেখানে চ্যাটজিপিটি এডু ও অন্যান্য জেনারেটিভ এআই টুল ব্যবহারের উপায় শেখানো হবে। এতে নৈতিক ব্যবহার, সমালোচনামূলক চিন্তাশক্তি ও দায়িত্বশীল প্রয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর। এমপিওভুক্ত ও স্বীকৃতিপ্রাপ্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি বের করাই তাদের কাজ। অথচ সেই অধিদপ্তরেই চর্চা হচ্ছে নানা অনিয়ম, উঠছে ঘুষ-দুর্নীতির অভিযোগ।
৩ ঘণ্টা আগে
৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নতুন নির্দেশনা দিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের...
১ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চার দফা দাবি জানিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা চার প্যানেলেসহ স্বতন্ত্র পদপ্রার্থীরা। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপাচার্য বরাবর সম্মিলিতভাবে এ দাবি জানান তাঁরা।
৪ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ পিছিয়ে আগামী ৬ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে এই ভোট গ্রহণ সাত দিন পেছানো হলো।
৪ দিন আগে