Ajker Patrika

রোটারি স্কলারশিপে স্বপ্নপূরণ

প্রথম বাংলাদেশি হিসেবে গত বছর রোটারি স্কলারশিপ অর্জন করেছিলেন শারমিন আক্তার শাকিলা। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড থেকে ‘ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্স ফর ডেভেলপমেন্ট’ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন। তাঁর এই সাফল্য কঠোর পরিশ্রমের ফল। শাকিলাকে নিয়ে লিখেছেন নাদিম মজিদ

নাদিম মজিদ
শারমিন আক্তার শাকিলা। ছবি: সংগৃহীত
শারমিন আক্তার শাকিলা। ছবি: সংগৃহীত

শাকিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০২৪ সালে তিনি রোটারি স্কলারশিপের মাধ্যমে যুক্তরাজ্যে পড়াশোনার সুযোগ পান। ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড রোটারি পিস সেন্টার হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। এ প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর শিক্ষার পাশাপাশি তিনি বিভিন্ন দেশের স্কলারদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন এবং বিশ্বের নানা প্রান্তের সংস্কৃতি ও চিন্তাভাবনার সঙ্গে পরিচিত হয়েছেন।

বাংলাদেশের প্রতিনিধিত্ব

রোটারি স্কলারশিপের মাধ্যমে শাকিলা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বিভিন্ন সভা-সেমিনারে তিনি দেশের উন্নয়ন, দারিদ্র্যবিমোচন ও নারীর ক্ষমতায়ন-সংক্রান্ত কাজ তুলে ধরেছেন। এই অভিজ্ঞতা শুধু তাঁকে পেশাগতভাবে সমৃদ্ধ করেনি, ব্যক্তিগত জীবনেও গভীর প্রভাব ফেলেছে।

হোস্ট ফ্যামিলির অভিজ্ঞতা

শাকিলার অভিজ্ঞতার বিশেষ অংশ ছিল যুক্তরাজ্যে অবস্থানকালে একটি স্থানীয় রোটারি পরিবারের সঙ্গে বসবাস। হোস্ট রোটারিয়ানরা তাঁকে স্থানীয় সংস্কৃতি, জীবনধারা ও কমিউনিটি কার্যক্রমে সম্পৃক্ত হতে সহায়তা করেছেন। তিনি ব্র্যাডফোর্ড ও আশপাশের রোটারি ক্লাবগুলোতে অতিথি বক্তা হিসেবে অংশ নেন, যেখানে তিনি গ্লোবাল সাউথে তাঁর কাজের অভিজ্ঞতা শেয়ার করেন।

ইন্টার্নশিপ: বাস্তবতার পাঠ

শাকিলা তাঁর ফিল্ডওয়ার্ক সম্পন্ন করেন ব্র্যাক উগান্ডায়। সেখানে তিনি মাস্টারকার্ড ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পে দায়িত্ব পালন করেন, যেখানে তরুণ উদ্যোক্তাদের দক্ষতা প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি তিনি ব্র্যাকের ‘Ultra Poor Graduation’ প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, যার মাধ্যমে গ্রামীণ দরিদ্র পরিবারগুলোকে আত্মনির্ভরশীল করে তোলার প্রয়াস চলছে। বিশেষভাবে তিনি পশ্চিম নীল অঞ্চলের একটি শরণার্থী বসতিতে ব্র্যাক পরিচালিত ৩০টির বেশি প্লে ল্যাব পরিদর্শন করেন। এই প্লে ল্যাবগুলো যুদ্ধ ও বাস্তুচ্যুতির শিকার শিশুদের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করছে।

রোটারি স্কলারশিপ কী?

রোটারি ইন্টারন্যাশনাল পরিচালিত এই স্কলারশিপ মূলত সমাজসেবামূলক কাজে সক্রিয়, নেতৃত্বগুণসম্পন্ন এবং ভবিষ্যৎ নেতৃত্বে আগ্রহী শিক্ষার্থীদের প্রদান করা হয়। স্কলারশিপের আওতায় শান্তি ও সংঘাত নিরসন, অর্থনৈতিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, পানি ও স্যানিটেশনসহ সাতটি ফোকাস এরিয়ার অধীনে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ থাকে। বিশ্বের যেসব বিশ্ববিদ্যালয় রোটারি পিস সেন্টার হিসেবে স্বীকৃত, তাদের মধ্যে রয়েছে:

� ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড (যুক্তরাজ্য)

� ডিউক ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা (যুক্তরাষ্ট্র)

� ইন্টারন্যাশনাল ক্রিস্টিয়ান ইউনিভার্সিটি (জাপান)

� ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড (অস্ট্রেলিয়া)

� উপসালা ইউনিভার্সিটি

  • (সুইডেন)

� ম্যাকেরেরে ইউনিভার্সিটি

  • (উগান্ডা)

� ব্যাচেসেহির ইউনিভার্সিটি (তুরস্ক)

কাদের জন্য এই স্কলারশিপ?

এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীর কমিউনিটি পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ, নেতৃত্বের গুণাবলি এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে আগ্রহ থাকতে হয়। স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতা থাকা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

যেসব সুবিধা মেলে

রোটারি স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা পান:

� পূর্ণ টিউশন ফি

� থাকা-খাওয়ার খরচ

� আন্তর্জাতিক বিমান ভাড়া

� ফিল্ডওয়ার্ক বা ইন্টার্নশিপ খরচ

� গ্লোবাল রোটারি নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ

� হোস্ট ফ্যামিলিতে বসবাসের অভিজ্ঞতা

� নেতৃত্ব ও পেশাগত দক্ষতা

  • উন্নয়নের ট্রেনিং

আবেদনের ধাপগুলো:

১. উপযুক্ত প্রোগ্রাম বেছে নেওয়া প্রথমেই নির্ধারণ করতে হবে কোন বিশ্ববিদ্যালয় ও কোন মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করা হবে। Peace and Conflict Studies, Economic Development, International Relations, Education ইত্যাদি বিষয়ে রোটারি স্কলারশিপ দেয়।

২. যোগ্যতা যাচাই

  • আবেদনকারীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে IELTS বা TOEFL স্কোর জমা দিতে হবে। এ ছাড়া, নেতৃত্বের গুণাবলি এবং কমিউনিটি সার্ভিসে সম্পৃক্ততা আবশ্যক।

৩. প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত

  • একাডেমিক সার্টিফিকেট, মোটিভেশন স্টেটমেন্ট, রেফারেন্স লেটার এবং ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র প্রস্তুত রাখতে হবে।

৪. আবেদন জমা দেওয়া

  • আবেদনপত্রে স্থানীয় রোটারি ক্লাবের একটি নম্বর উল্লেখ করে তা সংশ্লিষ্ট রোটারি ক্লাব বা রোটারি ফাউন্ডেশনে জমা দিতে হয়।

৫. ইন্টারভিউ ও মনোনয়ন

  • শর্টলিস্টেড প্রার্থীদের অনলাইন ইন্টারভিউ নেওয়া হয়, যা পরিচালিত হয় রোটারি পিস সেন্টারের মাধ্যমে।

৬. চূড়ান্ত নির্বাচন ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি

  • ইন্টারভিউয়ের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় এবং তাঁরা নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হন।

আবেদনের সময়সূচি

আবেদন জানুয়ারি মাসে শুরু হয়ে মে মাসে শেষ হয়। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় নভেম্বর মাসে এবং তারা পরবর্তী বছরের সেপ্টেম্বর থেকে অধ্যয়ন শুরু করেন।

বর্তমানে শাকিলা যুক্তরাজ্যে একটি সামাজিক বিনিয়োগ প্রকল্পে কাজ করছেন। এই প্রকল্পের মাধ্যমে তিনি সামাজিক উদ্যোগে বিনিয়োগ করে স্থানীয় সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন। শাকিলা বলেন, ‘রোটারি স্কলারশিপ শুধু আমার একাডেমিক পথ নয়; বরং একজন বৈশ্বিক নাগরিক হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের দরজা খুলে দিয়েছে। যাঁরা সমাজে পরিবর্তন আনতে চান, তাঁদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

খালেদা জিয়ার জানাজা কাল, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

‎জকসু নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ৪ দফা দাবি

জবি প্রতিনিধি 
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৭: ৫৪
জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চার দফা দাবি জানিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা চার প্যানেলেসহ স্বতন্ত্র পদপ্রার্থীরা। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপাচার্য বরাবর সম্মিলিতভাবে এ দাবি জানান তাঁরা। ‎

‎এ বিষয়ে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ ‎বলেন, ‘আমরা প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা জকসু নির্বাচনকে ঘিরে সম্মিলিতভাবে চার দফা মৌখিক দাবি জানিয়েছি। প্রশাসন থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে সবগুলো পূরণ করতে তারা সর্বোচ্চ চেষ্টা করবে।’ ‎

‎সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সমর্থিত মওলানা ভাসানী ব্রিগেড প্যানেলের ভিপি পদপ্রার্থী গৌরব ভৌমিক বলেন, ‘আমরা যে দাবি জানিয়েছি, তা অবশ্যই পূরণ করা লাগবে—এটা আমাদের অধিকার।’ ‎

এর আগে সকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে নির্বাচন স্থগিত ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। নির্বাচন স্থগিতের ঘোষণার পরপরই ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। কয়েক ঘণ্টা ধরে উপাচার্য ভবন ঘেরাও করে আন্দোলন চালান তাঁরা। ‎

‎শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে আবারও সিন্ডিকেট সভা ডাকা হয়। সভা শেষে উপাচার্য শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের আবেগের প্রতি শ্রদ্ধাশীল। উদ্ভূত পরিস্থিতির কারণে ভোট গ্রহণ স্থগিত করা হলেও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৬ জানুয়ারি জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’ ‎

‎চার দফা দাবি হলো—জকসু ও হল সংসদ নির্বাচন আগামী ৬ জানুয়ারির মধ্যেই অনুষ্ঠিত করতে হবে। নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো সদস্য পদত্যাগ করতে পারবেন না। নির্বাচন শেষে যেসব সিন্ডিকেট সদস্য নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন, তাদের পদত্যাগ করতে হবে। নির্বাচন স্থগিতের পেছনে কোনো দলীয় বা রাজনৈতিক চাপ ছিল কি না, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

খালেদা জিয়ার জানাজা কাল, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

জবি প্রতিনিধি‎
জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণায় শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণায় শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ পিছিয়ে আগামী ৬ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে এই ভোট গ্রহণ সাত দিন পেছাল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎‎আজ ‎মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‎

‎তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে আজ সকালে অনুষ্ঠিত হতে যাওয়া জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণা দেন উপাচার্য ড. মো. রেজাউল করিম। এতে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা উপাচার্য ভবন ঘেরাও করেন। বিক্ষোভকারীরা তফসিল অনুযায়ী আজই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

‎শিক্ষার্থীদের দাবির মুখে সিন্ডিকেটের জরুরি সভা ডাকা হয়।

সভা শেষে উপাচার্য শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের আবেগের প্রতি শ্রদ্ধাশীল। উদ্ভূত পরিস্থিতির কারণে ভোট গ্রহণ স্থগিত করা হলেও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৬ জানুয়ারি জকসু ও হল সংসদ নির্বাচন হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

খালেদা জিয়ার জানাজা কাল, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫: ৫০
খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করায় এ দিন অনুষ্ঠিত হতে যাওয়া জুনিয়র বৃত্তির বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষাটি আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় শোক এবং বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। তাই বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই পরীক্ষা আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।’

পরীক্ষা স্থগিত ও নতুন তারিখ ঘোষণা দিয়ে শিক্ষা বোর্ডগুলো বিজ্ঞপ্তি জারি করছে বলেও জানান এই কর্মকর্তা।

অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের ভিত্তিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

রোববার বাংলা, সোমবার ইংরেজি, মঙ্গলবার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবারের বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।

বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে আলাদা আলাদা পরীক্ষা হলে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হবে একসঙ্গে।

বৃত্তি পরীক্ষার মোট নম্বর হবে ৪০০। বাংলায় ১০০, ইংরেজিতে ১০০, গণিতে ১০০, বিজ্ঞানে ৫০ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষা হবে ৩ ঘণ্টা সময়ে।

এ পরীক্ষার ফলের ভিত্তিতে ‘ট্যালেন্টপুল’ কোটায় ও ‘সাধারণ’ কোটায় শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

খালেদা জিয়ার জানাজা কাল, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

‎জকসু নির্বাচন স্থগিত, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

  জবি প্রতিনিধি
ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর উপাচার্যের ভবন ঘেরাও করে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। এদিকে এ উত্তাল পরিস্থিতির মাঝে ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

‎আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও আশপাশের এলাকায় শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার দৃশ্য চোখে পড়ে। এদিন সকাল থেকেই ভোট দেওয়ার জন্য দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছিলেন। তবে ভোটের অনিশ্চয়তায় ক্যাম্পাস ছাড়ছেন তাঁরা।

‎গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান সোহাগ বলেন, জীবনের প্রথম ভোট দিতে ক্যাম্পাসে এসেছিলাম। কিন্তু প্রশাসনের সিদ্ধান্তের কারণে সেই সুযোগ আর হলো না। জানি না কবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এজন্যই বাসায় ফিরে যাচ্ছি।

‎সমাজকর্ম বিভাগের আরেক শিক্ষার্থী মায়িশা ফাহমিদা বলেন, নির্বাচনকে ঘিরে এক ধরনের ভিন্ন অনুভূতি কাজ করছিল। কিন্তু যা প্রশাসন করল, তা ছিল একেবারেই অপ্রত্যাশিত। ভোট যেহেতু হবে না, তাই ক্যাম্পাসে থাকার আর কোনো মনমানসিকতা নেই এ কারণেই চলে যাচ্ছি। ‎

‎এর আগে এক জরুরি সিন্ডিকেট সভায় জকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। আজ সকাল সোয়া ৯টায় নির্বাচন স্থগিতের এ আনুষ্ঠানিক ঘোষণা আসে।

‎‎তবে এ ঘোষণার পর ভিসি ভবন ঘেরাও করে আন্দোলন শুরু করেন প্রার্থী ও শিক্ষার্থীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত ভিসি ভবন ঘেরাও করে নির্বাচন আদায়ে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

খালেদা জিয়ার জানাজা কাল, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

এলাকার খবর
Loading...

সম্পর্কিত