নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) নামে ফেসবুক আইডি খুলে ট্রেনের টিকিট বিক্রির নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে ওই ব্যক্তির বিরুদ্ধে সৈয়দপুর রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম ওয়াজকুরুনী সাব্বির ওরফে ভেজাল (২১)। তিনি নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির বড় জুম্মাপাড়ার মো. মোস্তফার ছেলে। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওয়াজকুরুনী ওই চক্রের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীর নাম, পদবি ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি খোলেন। সেই আইডি ব্যবহার করে দেশের বিভিন্ন রুটের ট্রেনের টিকিট দেওয়ার কথা বলে যাত্রীদের কাছে বিকাশের মাধ্যমে টাকা নিতেন। পরবর্তী সময় টিকিট না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দিতেন। এভাবে প্রতারণা করে টাকা আত্মসাৎ করতেন।
প্রতারণার এ বিষয়টি সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশের নজরে আসে। পঞ্চগড়ের গোয়েন্দা পুলিশ ও নীলফামারী জেলা পুলিশের সহায়তায় আজ ভোরে নিজ বাড়ি থেকে ওয়াজকুরুনীকে গ্রেপ্তার করে সৈয়দপুর রেলওয়ে পুলিশ।
পরে সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক শফিউল ইসলাম বাদী হয়ে তাঁর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ওসি এ কে এম নুরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, রেলওয়ের ডিজির নামে ফেসবুক আইডি খুলে ট্রেনের টিকিট বিক্রির করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল একটি চক্র। ওই চক্রের প্রধান ওয়াজকুরুনীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) নামে ফেসবুক আইডি খুলে ট্রেনের টিকিট বিক্রির নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে ওই ব্যক্তির বিরুদ্ধে সৈয়দপুর রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম ওয়াজকুরুনী সাব্বির ওরফে ভেজাল (২১)। তিনি নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটির বড় জুম্মাপাড়ার মো. মোস্তফার ছেলে। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওয়াজকুরুনী ওই চক্রের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীর নাম, পদবি ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক আইডি খোলেন। সেই আইডি ব্যবহার করে দেশের বিভিন্ন রুটের ট্রেনের টিকিট দেওয়ার কথা বলে যাত্রীদের কাছে বিকাশের মাধ্যমে টাকা নিতেন। পরবর্তী সময় টিকিট না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দিতেন। এভাবে প্রতারণা করে টাকা আত্মসাৎ করতেন।
প্রতারণার এ বিষয়টি সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশের নজরে আসে। পঞ্চগড়ের গোয়েন্দা পুলিশ ও নীলফামারী জেলা পুলিশের সহায়তায় আজ ভোরে নিজ বাড়ি থেকে ওয়াজকুরুনীকে গ্রেপ্তার করে সৈয়দপুর রেলওয়ে পুলিশ।
পরে সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক শফিউল ইসলাম বাদী হয়ে তাঁর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে ওসি এ কে এম নুরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, রেলওয়ের ডিজির নামে ফেসবুক আইডি খুলে ট্রেনের টিকিট বিক্রির করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল একটি চক্র। ওই চক্রের প্রধান ওয়াজকুরুনীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
২ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৫ দিন আগে