ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ১৩ বছরের কিশোর মো. নিবির শেখ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসী। এ সময় বাবা আব্দুস সালাম বাবলু ও মা শিল্পী খাতুন সন্তানের খুনিদের বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন।
গতকাল শুক্রবার শহরের সরকারি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের (টিটিসি) সামনের সড়কে এই মানববন্ধন হয়। এতে আব্দুস সালাম অভিযোগ করেন, তাঁর ছেলেকে ধর্ষণ করা হয়েছে। অ্যাসিড নিক্ষেপ করে দুই চোখ ঝলসে দেওয়ার পাশাপাশি হাত ভেঙে দেওয়া হয়েছে। প্রতিবেশী দুই কিশোর এ হত্যার সঙ্গে জড়িত। এর সব প্রমাণ পুলিশের কাছে আছে। পুলিশ একজনকে ধরলেও আরেকজনকে ধরছে না।
মা শিল্পী খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সন্তান হারানো মা-বাবাকে যখন রাস্তায় দাঁড়াতে হয়, তার মর্মবেদনা আপনারা অনুভব করবেন। আমরা আর এভাবে কাঁদতে চাই না। সন্তানদের নিরাপত্তা চাই। খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।’
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, নিবির হত্যায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী রফিকুল ইসলাম ওরফে মানিক মিয়া ও তাঁর ১৪ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। সে আদালতে জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছে। তারা জেলা কারাগারে আছে। এমনকি আসামিদের বাড়ি থেকে রক্তমাখা বস্তাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাকেও পুলিশ গ্রেপ্তার করবে।
প্রসঙ্গত, জেলা শহরের সালন্দর মাদ্রাসাপাড়ার বাসিন্দা নিবির গত ১৮ এপ্রিল দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। দুই দিন পর ওই এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ঠাকুরগাঁওয়ে ১৩ বছরের কিশোর মো. নিবির শেখ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসী। এ সময় বাবা আব্দুস সালাম বাবলু ও মা শিল্পী খাতুন সন্তানের খুনিদের বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন।
গতকাল শুক্রবার শহরের সরকারি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের (টিটিসি) সামনের সড়কে এই মানববন্ধন হয়। এতে আব্দুস সালাম অভিযোগ করেন, তাঁর ছেলেকে ধর্ষণ করা হয়েছে। অ্যাসিড নিক্ষেপ করে দুই চোখ ঝলসে দেওয়ার পাশাপাশি হাত ভেঙে দেওয়া হয়েছে। প্রতিবেশী দুই কিশোর এ হত্যার সঙ্গে জড়িত। এর সব প্রমাণ পুলিশের কাছে আছে। পুলিশ একজনকে ধরলেও আরেকজনকে ধরছে না।
মা শিল্পী খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সন্তান হারানো মা-বাবাকে যখন রাস্তায় দাঁড়াতে হয়, তার মর্মবেদনা আপনারা অনুভব করবেন। আমরা আর এভাবে কাঁদতে চাই না। সন্তানদের নিরাপত্তা চাই। খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন।’
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, নিবির হত্যায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী রফিকুল ইসলাম ওরফে মানিক মিয়া ও তাঁর ১৪ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। সে আদালতে জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছে। তারা জেলা কারাগারে আছে। এমনকি আসামিদের বাড়ি থেকে রক্তমাখা বস্তাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাকেও পুলিশ গ্রেপ্তার করবে।
প্রসঙ্গত, জেলা শহরের সালন্দর মাদ্রাসাপাড়ার বাসিন্দা নিবির গত ১৮ এপ্রিল দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। দুই দিন পর ওই এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে