
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যানকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের পর ওই কর্মীকে ঘরে আটকে রেখে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী-স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহত লাইনম্যানকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন।
মারধরের শিকার লাইনম্যান মো. আলাল ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াডাঙ্গী জোনাল অফিসে কর্মরত আছেন। অভিযুক্তরা হলেন গোলাম রব্বানী (৪০), তাঁর স্ত্রী চম্পা আক্তার (৩৫) ও তাঁদের মেয়ে। তাঁরা পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের বাসিন্দা।
পল্লী বিদ্যুৎ সমিতি বালিয়াডাঙ্গী জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) কামরুল হাসান বলেন, ‘বৈদ্যুতিক তার ও পিলারের পাশে বেড়ে ওঠা গাছের ডালপালা কাটার জন্য লাইনম্যান আলালসহ কয়েকজন শ্রমিক বামুনিয়া গ্রামে কাজ করছিলেন। ওই এলাকার গোলাম রব্বানী নামে এক ব্যক্তির বাড়িতে একটি গাছের ডাল কাটতে গাছে ওঠার পর বাধা দেন তাঁর স্ত্রী চম্পা আক্তার ও মেয়ে। ডালটি কেটে নামার সময় মা-মেয়ে লাইনম্যান আলালকে মারধর শুরু করেন। পরে গোলাম রব্বানী বাড়িতে এসে লাইনম্যানকে গলায় ছুরি ঠেকিয়ে ঘরে বন্দী করেন। এ ঘটনায় চুপচাপ থাকার শর্তে সাদা কাগজে স্বাক্ষর আদায়ের চেষ্টা করেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে চাকরি খেয়ে নেবেন বলে হুমকি দেন। ভয়ে তার সঙ্গে যাওয়া শ্রমিকেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।’
এজিএম আরও বলেন, ‘লাইনম্যান আলাল আমাকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করলে আমি পুলিশকে জানাই। পরে পুলিশ ও আমাদের লোকজন ঘটনাস্থল থেকে কাপড়চোপড় ছেঁড়া অবস্থায় আলালকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। আমরা ওই ব্যক্তির নামে, তাঁর স্ত্রী ও বাবার নামে থাকা তিনটি বৈদ্যুতিক মিটার খুলে নিয়ে এসেছি। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে।’
জানতে চাইলে গোলাম রব্বানী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘গাছের ডাল কাটা নিয়ে ঝামেলা তৈরি হয়েছিল। লাইনম্যানকে মারধর কেউ করিনি।’ এ সময় বিষয়টি মীমাংসা করে দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।’
পাড়িয়া ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তেজিত পরিস্থিতি শান্ত করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন সবাই ছিল।’
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, ‘পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজ এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, সালাউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ম্যারেজ মিডিয়া পেজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই নারীর সঙ্গে পরিচিত হন। তিনি ভুয়া নাম ‘নাদিম আহমেদ সুমন’ ব্যবহার করে নিজেকে কানাডাপ্রবাসী ও বিপত্নীক দাবি করেন। ভুক্তভোগী নারীর আস্থা অর্জনের জন্য ভিডিও কলে তাঁর মা ও বোন..
১ দিন আগে
রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
৩ দিন আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৬ দিন আগে