কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭৭ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। চেকপোস্ট দেখতে পেয়ে গাড়িটি ফেলে পালিয়ে গেছেন চালক ও আরোহী। গতকাল শুক্রবার রাতে উপজেলার কলেজ মোড় এলাকায় নাগেশ্বরী-কুড়িগ্রাম সড়কে প্রাইভেট কার জব্দের ঘটনা ঘটে। তবে, জব্দ করা ঢাকা মেট্রো-গ ২৭-১৬১৩ নম্বরের এই গাড়ির মালিকের নাম এখনো জানাতে পারেনি পুলিশ।
৭৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, এর আগে দুবার মাদকসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে প্রাইভেট কারটি জব্দ হয়। এর মালিক নাটোর জেলার বাসিন্দা। আইনের ফাঁকফোকরে গাড়িটি ছাড়িয়ে নেওয়া হয়েছে। গাড়িটি আবারও মাদক কারবারে ব্যবহৃত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে নাগেশ্বরীর পথ ধরে প্রাইভেট কারে করে মাদক পাচার হবে, এমন খবরে উপজেলার কলেজ মোড় এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় ওই পথে আসা প্রাইভেট কারের চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে চেকপোস্ট থেকে কিছুটা দূরত্বে গাড়ি থামিয়ে পালিয়ে যান। পরে পুলিশ গাড়ির পেছনের চেম্বার থেকে ৭৭ কেজি গাঁজা উদ্ধার করে। গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হয়।
নাগেশ্বরী থানার ওসি রূপ কুমার সরকার বলেন, ‘প্রাইভেট কারটি সম্ভবত ফুলবাড়ী সীমান্ত থেকে মাদক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় আমাদের হাতে আটক হয়।’
অভিযানের নেতৃত্বে থাকা নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বলেন, ‘জব্দ প্রাইভেট কারে চালকসহ দুই বা ততোধিক ব্যক্তি ছিলেন বলে ধারণা করা হচ্ছে। একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। গাড়ি র মালিকানা যাচাই করা হচ্ছে। সবকিছু নিশ্চিত হয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭৭ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। চেকপোস্ট দেখতে পেয়ে গাড়িটি ফেলে পালিয়ে গেছেন চালক ও আরোহী। গতকাল শুক্রবার রাতে উপজেলার কলেজ মোড় এলাকায় নাগেশ্বরী-কুড়িগ্রাম সড়কে প্রাইভেট কার জব্দের ঘটনা ঘটে। তবে, জব্দ করা ঢাকা মেট্রো-গ ২৭-১৬১৩ নম্বরের এই গাড়ির মালিকের নাম এখনো জানাতে পারেনি পুলিশ।
৭৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার।
পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, এর আগে দুবার মাদকসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে প্রাইভেট কারটি জব্দ হয়। এর মালিক নাটোর জেলার বাসিন্দা। আইনের ফাঁকফোকরে গাড়িটি ছাড়িয়ে নেওয়া হয়েছে। গাড়িটি আবারও মাদক কারবারে ব্যবহৃত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে নাগেশ্বরীর পথ ধরে প্রাইভেট কারে করে মাদক পাচার হবে, এমন খবরে উপজেলার কলেজ মোড় এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় ওই পথে আসা প্রাইভেট কারের চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে চেকপোস্ট থেকে কিছুটা দূরত্বে গাড়ি থামিয়ে পালিয়ে যান। পরে পুলিশ গাড়ির পেছনের চেম্বার থেকে ৭৭ কেজি গাঁজা উদ্ধার করে। গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হয়।
নাগেশ্বরী থানার ওসি রূপ কুমার সরকার বলেন, ‘প্রাইভেট কারটি সম্ভবত ফুলবাড়ী সীমান্ত থেকে মাদক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় আমাদের হাতে আটক হয়।’
অভিযানের নেতৃত্বে থাকা নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বলেন, ‘জব্দ প্রাইভেট কারে চালকসহ দুই বা ততোধিক ব্যক্তি ছিলেন বলে ধারণা করা হচ্ছে। একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। গাড়ি র মালিকানা যাচাই করা হচ্ছে। সবকিছু নিশ্চিত হয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
২ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৬ দিন আগে