গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) অবিদীয় মার্ডি হত্যাকাণ্ডের ৮ বছরেও শুরু হয়নি বিচার কার্যক্রম। নারাজি শুনানির পর আদেশের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এদিকে, দীর্ঘদিনেও বিচারকার্য শুরু না হওয়ায় ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেছেন নিহতের পরিবার।
মামলার বাদী ফাদার স্যামসন মার্ডি ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনে-দুপুরে একজন সরকারি কর্মকর্তাকে (এসিল্যান্ড) পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের বেশ কিছু ক্লু আদালতে আমরা উপস্থাপন করেছি। কিন্তু তদন্তের নামে শুধু কালক্ষেপণ করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের জুডিশিয়াল তদন্ত চাওয়া হয়েছিল। তা না করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত। আগের মতো পিবিআইও একই তদন্ত রিপোর্ট আদালতে দিয়েছেন। রিপোর্টের ভিত্তিতে হত্যাকাণ্ডের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। ফলে বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করছেন নিহতের পরিবার।
এর আগে পিবিআইয়ের ন্যায় একইভাবে পুলিশও তদন্ত রিপোর্ট দাখিল করেছিলেন আদালতে।
গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মিজানুর রহমান বলেন, এ মামলার শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা আছে। নারাজি করার কারণে আদালত তা আমলে নিয়ে তদন্ত দিয়েছিলেন। এ জন্য বিচারকার্য শুরু হতে দেরি হচ্ছে।
আজ অবিদীয় মার্ডির অষ্টম মৃত্যুবার্ষিকী পালন করেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটি। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালের ১১ জানুয়ারি অবিদীয় মার্ডি নিজ বাড়ি নওগাঁর ধামুইরহাট থেকে মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জ অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার সাহেবগঞ্জ-বাগদাফার্ম আখ খামারের কাটা-ফাসিতলা সড়কের মাঝামাঝি পৌঁছালে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর তাঁকে আখ খামারের ভেতরে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রেখে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়।
গত ২০১৯ সালের ৮ এপ্রিল সাবেক এমপি আবুল কালাম আজাদ, গাইবান্ধার তৎকালীন সহকারী পুলিশ সুপার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ ১৩ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন নিহতের বড়ভাই ফাদার স্যামসন মার্ডি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) অবিদীয় মার্ডি হত্যাকাণ্ডের ৮ বছরেও শুরু হয়নি বিচার কার্যক্রম। নারাজি শুনানির পর আদেশের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এদিকে, দীর্ঘদিনেও বিচারকার্য শুরু না হওয়ায় ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেছেন নিহতের পরিবার।
মামলার বাদী ফাদার স্যামসন মার্ডি ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনে-দুপুরে একজন সরকারি কর্মকর্তাকে (এসিল্যান্ড) পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের বেশ কিছু ক্লু আদালতে আমরা উপস্থাপন করেছি। কিন্তু তদন্তের নামে শুধু কালক্ষেপণ করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের জুডিশিয়াল তদন্ত চাওয়া হয়েছিল। তা না করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত। আগের মতো পিবিআইও একই তদন্ত রিপোর্ট আদালতে দিয়েছেন। রিপোর্টের ভিত্তিতে হত্যাকাণ্ডের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। ফলে বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করছেন নিহতের পরিবার।
এর আগে পিবিআইয়ের ন্যায় একইভাবে পুলিশও তদন্ত রিপোর্ট দাখিল করেছিলেন আদালতে।
গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মিজানুর রহমান বলেন, এ মামলার শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা আছে। নারাজি করার কারণে আদালত তা আমলে নিয়ে তদন্ত দিয়েছিলেন। এ জন্য বিচারকার্য শুরু হতে দেরি হচ্ছে।
আজ অবিদীয় মার্ডির অষ্টম মৃত্যুবার্ষিকী পালন করেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটি। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালের ১১ জানুয়ারি অবিদীয় মার্ডি নিজ বাড়ি নওগাঁর ধামুইরহাট থেকে মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জ অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার সাহেবগঞ্জ-বাগদাফার্ম আখ খামারের কাটা-ফাসিতলা সড়কের মাঝামাঝি পৌঁছালে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর তাঁকে আখ খামারের ভেতরে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রেখে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়।
গত ২০১৯ সালের ৮ এপ্রিল সাবেক এমপি আবুল কালাম আজাদ, গাইবান্ধার তৎকালীন সহকারী পুলিশ সুপার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ ১৩ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন নিহতের বড়ভাই ফাদার স্যামসন মার্ডি।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে