Ajker Patrika

পারিবারিক কলহে স্ত্রীর গলা কেটে হত্যা, স্বামী পলাতক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১২: ১৪
পারিবারিক কলহে স্ত্রীর গলা কেটে হত্যা, স্বামী পলাতক

নাটোরের বড়াইগ্রামে স্ত্রী বিউটি বেগমের গলা কেটে হত্যার পর স্বামী আব্দুল বারেক (৪৯) পালিয়ে গেছেন। আজ রোববার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এর আগে গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল বারেক উপজেলার গোপালপুর গ্রামের স্কুলপাড়ার বাসিন্দা এবং পেশায় একজন অটো ভ্যানচালক। মৃত বিউটি বেগম ও আব্দুল বারেক দম্পতির দুই মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে।

মৃতের ভাই মতিয়ার রহমান বলেন, ‘গোপালপুর মুন্সিপাড়া গ্রামের মোজাম্মেলের ছেলে পিন্টু নামে এক ওয়ার্কশপের মিস্ত্রি আমার বোন বিউটি বেগমকে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করত। এ নিয়ে তাদের পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল। এ কারণে তাঁর স্বামী আব্দুল বারেক ঘুমন্ত অবস্থায় পরিকল্পিতভাবে আমার বোনকে হাঁসুয়া দিয়ে গলা কেটে হত্যা করেছেন। বিষয়টি আমার ভাগনি দেখে ফেললে হত্যার হুমকি দিয়ে আব্দুল বারেক পালিয়ে গেছেন।’

এ বিষয়ে বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) জুবায়ের হোসেন বলেন, ‘গতকাল রাত আড়াইটার দিকে ৯৯৯-এ কলের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গোপালপুর স্কুলপাড়ায় আব্দুল বারেকের বাড়ি যায়। সেখানে গিয়ে তাঁর ঘরে ধারালো অস্ত্র দিয়ে গলাকাটা অবস্থায় স্ত্রী বিউটি বেগমের মরদেহ পাওয়া যায়। এ সময় আব্দুল বারেককে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর ঘরের দরজা খোলা ছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এ ঘটনা ঘটানো হয়েছে। রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা এবং স্বামীকে গ্রেপ্তারের জন্য কাজ শুরু করেছে পুলিশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত