জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার অপরাধে দায়ের করা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১২টার দিকে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম এই আদেশ দেন। একই রায়ে আসামিকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামি হলেন—জয়পুরহাট জেলার কালাই উপজেলার ধাপ কাথাইল গ্রামের আবুল কালামের ছেলে নাজিম উদ্দীন ওরফে করিম (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, বিয়ের পর প্রায় দুবছর নাজিম উদ্দিন এবং রওশন আরার দাম্পত্য জীবন সুখের ছিল। হঠাৎ করেই তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় দাম্পত্য কলহ। কেবল তাই নয়, নাজিম উদ্দিন তাঁর স্ত্রী রওশন আরাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। দাম্পত্য কলহ মীমাংসার জন্য পারিবারিকভাবে উদ্যোগও নেওয়া হয়। এ জন্য নাজিম উদ্দিনের বাবাকে এ ঘটনাটি জানান তাঁর স্ত্রী রওশন আরার পরিবার। এতে নাজিম উদ্দিন আরও বেশি রেগে যান। সেই সঙ্গে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন। এরই একপর্যায়ে গত ২০১৫ সালের ৬ মে সকালে নাজিম উদ্দীন প্রচার করেন যে, তাঁর স্ত্রী রওশন আরাকে ডাকাতেরা খুন করেছেন। ওই খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন– নাজিমউদ্দিন তাঁর স্ত্রীকে হত্যা করেছেন। এ ঘটনায় নিহতের দাদা ইসমাইল হোসেন ওই দিনই বাদী হয়ে, একজনকে আসামি করে কালাই থানায় মামলা করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বুলবুল ইসলাম ৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণসহ যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার বেলা ১২টার দিকে এ রায় ঘোষণা করেন।
জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘এই আদেশে আমরা সন্তুষ্ট। এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। যাবজ্জীবন সাজা প্রাপ্ত ওই আসামি ইতিমধ্যে গত ২০১৫ সালের ৭ মে থেকে (আজ সোমবার) আদেশের দিন পর্যন্ত হাজতেই ছিলেন। তাই ওই সময় বাদ দিয়ে আজ থেকে তাঁর যাবজ্জীবন হাজতবাস গণনা করা হবে।’
মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল (পিপি) এবং উদয় সিং (এপিপি)। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হেনা কবির ও অ্যাডভোকেট রেজাউল করিম-১।

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার অপরাধে দায়ের করা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১২টার দিকে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম এই আদেশ দেন। একই রায়ে আসামিকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামি হলেন—জয়পুরহাট জেলার কালাই উপজেলার ধাপ কাথাইল গ্রামের আবুল কালামের ছেলে নাজিম উদ্দীন ওরফে করিম (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, বিয়ের পর প্রায় দুবছর নাজিম উদ্দিন এবং রওশন আরার দাম্পত্য জীবন সুখের ছিল। হঠাৎ করেই তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় দাম্পত্য কলহ। কেবল তাই নয়, নাজিম উদ্দিন তাঁর স্ত্রী রওশন আরাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। দাম্পত্য কলহ মীমাংসার জন্য পারিবারিকভাবে উদ্যোগও নেওয়া হয়। এ জন্য নাজিম উদ্দিনের বাবাকে এ ঘটনাটি জানান তাঁর স্ত্রী রওশন আরার পরিবার। এতে নাজিম উদ্দিন আরও বেশি রেগে যান। সেই সঙ্গে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন। এরই একপর্যায়ে গত ২০১৫ সালের ৬ মে সকালে নাজিম উদ্দীন প্রচার করেন যে, তাঁর স্ত্রী রওশন আরাকে ডাকাতেরা খুন করেছেন। ওই খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন– নাজিমউদ্দিন তাঁর স্ত্রীকে হত্যা করেছেন। এ ঘটনায় নিহতের দাদা ইসমাইল হোসেন ওই দিনই বাদী হয়ে, একজনকে আসামি করে কালাই থানায় মামলা করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বুলবুল ইসলাম ৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণসহ যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার বেলা ১২টার দিকে এ রায় ঘোষণা করেন।
জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘এই আদেশে আমরা সন্তুষ্ট। এতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। যাবজ্জীবন সাজা প্রাপ্ত ওই আসামি ইতিমধ্যে গত ২০১৫ সালের ৭ মে থেকে (আজ সোমবার) আদেশের দিন পর্যন্ত হাজতেই ছিলেন। তাই ওই সময় বাদ দিয়ে আজ থেকে তাঁর যাবজ্জীবন হাজতবাস গণনা করা হবে।’
মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল (পিপি) এবং উদয় সিং (এপিপি)। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হেনা কবির ও অ্যাডভোকেট রেজাউল করিম-১।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে