বগুড়া প্রতিনিধি

জমি বেচা-কেনার টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে বৈঠকে নিজ দলের কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে।
গতকাল বুধবার রাতে আদমদীঘি উপজেলার নশরৎপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে হত্যাকাণ্ডে ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম (৩৫) লক্ষিপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে এবং নশরৎপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
অভিযুক্ত দুই নেতা নশরৎপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তহিদুল ইসলাম ও নশরৎপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন প্রাং। হত্যাকাণ্ডের পর থেকেই এই দুই নেতা পলাতক রয়েছেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শাহিন প্রাং যুবদল কর্মী ছিলেন। ২০১৬ সালের ৫ জানুয়ারি তাঁর অনুসারীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। কিছুদিন পর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পেয়ে যান শাহিন। এরপর থেকেই শাহীন এবং তহিদুলের নেতৃত্বে তাঁদের কর্মীরা জমি কেনা-বেচায় মধ্যস্থতা, গ্রামের বিচার-সালিস তাঁদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। নিহত আমিনুল ছিলেন তাদের সক্রিয় কর্মী।
স্থানীয়রা আরও জানান, সম্প্রতি জমি কেনা-বেচায় মধ্যস্থতা করে দুই লাখ টাকা শাহিনের হাতে আসে। বুধবার রাত ১০টার দিকে শাহিনের নিয়ন্ত্রণাধীন লক্ষ্মীপুর গ্রামে শেখ রাসেল ক্লাবের সামনে বৈঠক বসে। বৈঠকে টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে শাহিন ও তহিদুলে সঙ্গে আমিনুলের বিরোধ তৈরি হয়। তাঁদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় শাহিন ও তহিদুল চাপাতি দিয়ে আমিনুলকে কুপিয়ে ফেলে জখম করে। পরে স্থানীয়রা আমিনুলকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত দুই নেতার সঙ্গে কথা বলা জন্য কল দেওয়া হয়। তাঁরা কল রিসিভ করেননি।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, ‘শাহিনের নামের আদমদীঘি থানায় ছয়টি মামলা রয়েছে। বুধবার রাতে টাকা ভাগ-বাঁটোয়ারার বৈঠকে আমিনুলকে কুপিয়ে হত্যার সঙ্গে শাহিন এবং তহিদুল সরাসরি জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও তাদের আটক করা যায়নি। আমিনুলের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো মামলা হয়নি। দাফন শেষে রাতে মামলা দায়ের করবে বলে জানায় তাঁর পরিবারের সদস্যরা।

জমি বেচা-কেনার টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে বৈঠকে নিজ দলের কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে।
গতকাল বুধবার রাতে আদমদীঘি উপজেলার নশরৎপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে হত্যাকাণ্ডে ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম (৩৫) লক্ষিপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে এবং নশরৎপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
অভিযুক্ত দুই নেতা নশরৎপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তহিদুল ইসলাম ও নশরৎপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন প্রাং। হত্যাকাণ্ডের পর থেকেই এই দুই নেতা পলাতক রয়েছেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শাহিন প্রাং যুবদল কর্মী ছিলেন। ২০১৬ সালের ৫ জানুয়ারি তাঁর অনুসারীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। কিছুদিন পর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পেয়ে যান শাহিন। এরপর থেকেই শাহীন এবং তহিদুলের নেতৃত্বে তাঁদের কর্মীরা জমি কেনা-বেচায় মধ্যস্থতা, গ্রামের বিচার-সালিস তাঁদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। নিহত আমিনুল ছিলেন তাদের সক্রিয় কর্মী।
স্থানীয়রা আরও জানান, সম্প্রতি জমি কেনা-বেচায় মধ্যস্থতা করে দুই লাখ টাকা শাহিনের হাতে আসে। বুধবার রাত ১০টার দিকে শাহিনের নিয়ন্ত্রণাধীন লক্ষ্মীপুর গ্রামে শেখ রাসেল ক্লাবের সামনে বৈঠক বসে। বৈঠকে টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে শাহিন ও তহিদুলে সঙ্গে আমিনুলের বিরোধ তৈরি হয়। তাঁদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় শাহিন ও তহিদুল চাপাতি দিয়ে আমিনুলকে কুপিয়ে ফেলে জখম করে। পরে স্থানীয়রা আমিনুলকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত দুই নেতার সঙ্গে কথা বলা জন্য কল দেওয়া হয়। তাঁরা কল রিসিভ করেননি।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, ‘শাহিনের নামের আদমদীঘি থানায় ছয়টি মামলা রয়েছে। বুধবার রাতে টাকা ভাগ-বাঁটোয়ারার বৈঠকে আমিনুলকে কুপিয়ে হত্যার সঙ্গে শাহিন এবং তহিদুল সরাসরি জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও তাদের আটক করা যায়নি। আমিনুলের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো মামলা হয়নি। দাফন শেষে রাতে মামলা দায়ের করবে বলে জানায় তাঁর পরিবারের সদস্যরা।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে