নেত্রকোনা প্রতিনিধি

একই সঙ্গে পোশাক কারখানায় চাকরি করার সুবাদে কমলা খাতুনের (২৬) সঙ্গে মো. নিজামের (৩০) গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রস্তাব দেন নিজাম। কিন্তু বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকা কমলাকে শ্বাসরোধ ও পেটে দা দিয়ে আঘাত করে হত্যা করেন প্রেমিক মো. নিজাম।
গ্রেপ্তারের পর জবানবন্দিতে এসব কথা বলেন নিজাম। আজ সোমবার (২১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাব-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান।
এর আগে সোমবার ভোরে গাজীপুরের মীরের বাজার এলাকা থেকে নিজামকে গ্রেপ্তার করে র্যাব। পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন নিজাম। গত শনিবার (১৯ নভেম্বর) সকালে নেত্রকোনার পূর্বধলায় উপজেলার বালুচরা বাজারের তালতলা মোড় থেকে অজ্ঞাত হিসেবে কমলার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের শিকার কমলা খাতুন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রাত্রা গ্রামের মাতাব উদ্দিনের মেয়ে।
র্যাব কর্মকর্তা মহিবুল ইসলাম খান বলেন, ‘কমলা ও নিজাম দুজনেই গাজীপুরে একই গার্মেন্টসে কাজ করতেন। সেই সুবাদে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে নিজাম কমলাকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু কমলা এতে রাজি না হলে তাঁকে হত্যার পরিকল্পনা করেন নিজাম। পরিকল্পনা অনুযায়ী কমলাকে দুর্গাপুরের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে আসেন তিনি। পরে শুক্রবার রাতে দুর্গাপুরে যাওয়ার পথে পূর্বধলা উপজেলার বালুচরা বাজারের তালতলা মোড়ে গিয়ে গাড়ি থেকে নামিয়ে নিরিবিলি জায়গায় নিয়ে শ্বাসরোধে ও দা দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গাজীপুরে পালিয়ে যান। শনিবার সকালে অজ্ঞাত হিসেবে কমলার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিজামকে শনাক্ত ও গাজীপুর থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে হত্যার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন নিজাম।’
গ্রেপ্তার নিজামের বিরুদ্ধে যথাযথ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

একই সঙ্গে পোশাক কারখানায় চাকরি করার সুবাদে কমলা খাতুনের (২৬) সঙ্গে মো. নিজামের (৩০) গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রস্তাব দেন নিজাম। কিন্তু বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকা কমলাকে শ্বাসরোধ ও পেটে দা দিয়ে আঘাত করে হত্যা করেন প্রেমিক মো. নিজাম।
গ্রেপ্তারের পর জবানবন্দিতে এসব কথা বলেন নিজাম। আজ সোমবার (২১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাব-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান।
এর আগে সোমবার ভোরে গাজীপুরের মীরের বাজার এলাকা থেকে নিজামকে গ্রেপ্তার করে র্যাব। পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন নিজাম। গত শনিবার (১৯ নভেম্বর) সকালে নেত্রকোনার পূর্বধলায় উপজেলার বালুচরা বাজারের তালতলা মোড় থেকে অজ্ঞাত হিসেবে কমলার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের শিকার কমলা খাতুন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রাত্রা গ্রামের মাতাব উদ্দিনের মেয়ে।
র্যাব কর্মকর্তা মহিবুল ইসলাম খান বলেন, ‘কমলা ও নিজাম দুজনেই গাজীপুরে একই গার্মেন্টসে কাজ করতেন। সেই সুবাদে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে নিজাম কমলাকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু কমলা এতে রাজি না হলে তাঁকে হত্যার পরিকল্পনা করেন নিজাম। পরিকল্পনা অনুযায়ী কমলাকে দুর্গাপুরের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে আসেন তিনি। পরে শুক্রবার রাতে দুর্গাপুরে যাওয়ার পথে পূর্বধলা উপজেলার বালুচরা বাজারের তালতলা মোড়ে গিয়ে গাড়ি থেকে নামিয়ে নিরিবিলি জায়গায় নিয়ে শ্বাসরোধে ও দা দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে গাজীপুরে পালিয়ে যান। শনিবার সকালে অজ্ঞাত হিসেবে কমলার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিজামকে শনাক্ত ও গাজীপুর থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে হত্যার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন নিজাম।’
গ্রেপ্তার নিজামের বিরুদ্ধে যথাযথ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৮ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৯ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২২ দিন আগে