
চুয়াডাঙ্গার জীবননগরে মূল্যতালিকা না টাঙানো এবং বিক্রির জন্য ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে মাংস সংরক্ষণের অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ফ্রিজে থাকা এক মণ মুরগির মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।
গতকাল শনিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ আন্দুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন। তিনি জানান, অভিযানে সব ব্যবসায়ীকে পুরোনো দাঁড়িপাল্লার পরিবর্তে ডিজিটাল স্কেল ব্যবহার, ন্যায্যমূল্যে পণ্য বেচাকেনা, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। পরে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।
এদিকে বরিশাল নগরের সাগরদী বাজারে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বেশি মূল্যে পণ্য বিক্রির অপরাধে তিন দোকানে ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান ও শাহরুখ আলম শান্তনু ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন। এ সময় নির্ধারিত মূল্যে পণ্যসামগ্রী বিক্রির বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়।
অন্যদিকে রংপুরের তারাগঞ্জ ও বুড়িরহাট বাজারে পচা ডিম ও ক্ষতিকর রাসায়নিক পাউডার ‘সাল্টু’ ব্যবহার করে ইফতারি তৈরির দায়ে তিন রেস্তোরাঁয় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। ইউএনও বলেন, মানুষ পবিত্র মাহে রমজানে যাতে নিরাপদ ও ভেজালমুক্ত খাবার খেতে পারেন, সে জন্য অভিযান চালানো হয়। ব্যবসায়ীরা যাতে ভবিষ্যতে এমন কাজ না করেন, সে জন্য সতর্ক করা হয়েছে।
এ ছাড়া রাঙামাটির কাপ্তাই উপজেলার জেটিঘাট বাজারে গতকাল ভোক্তা-অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদবিহীন পণ্য বিক্রি, পোড়া ও বাসি তেল দিয়ে ইফতার সামগ্রী তৈরি এবং মূল্য তালিকা না রাখার অভিযোগে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেব।

চুয়াডাঙ্গার জীবননগরে মূল্যতালিকা না টাঙানো এবং বিক্রির জন্য ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে মাংস সংরক্ষণের অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ফ্রিজে থাকা এক মণ মুরগির মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।
গতকাল শনিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ আন্দুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন। তিনি জানান, অভিযানে সব ব্যবসায়ীকে পুরোনো দাঁড়িপাল্লার পরিবর্তে ডিজিটাল স্কেল ব্যবহার, ন্যায্যমূল্যে পণ্য বেচাকেনা, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। পরে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।
এদিকে বরিশাল নগরের সাগরদী বাজারে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বেশি মূল্যে পণ্য বিক্রির অপরাধে তিন দোকানে ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান ও শাহরুখ আলম শান্তনু ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন। এ সময় নির্ধারিত মূল্যে পণ্যসামগ্রী বিক্রির বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়।
অন্যদিকে রংপুরের তারাগঞ্জ ও বুড়িরহাট বাজারে পচা ডিম ও ক্ষতিকর রাসায়নিক পাউডার ‘সাল্টু’ ব্যবহার করে ইফতারি তৈরির দায়ে তিন রেস্তোরাঁয় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। ইউএনও বলেন, মানুষ পবিত্র মাহে রমজানে যাতে নিরাপদ ও ভেজালমুক্ত খাবার খেতে পারেন, সে জন্য অভিযান চালানো হয়। ব্যবসায়ীরা যাতে ভবিষ্যতে এমন কাজ না করেন, সে জন্য সতর্ক করা হয়েছে।
এ ছাড়া রাঙামাটির কাপ্তাই উপজেলার জেটিঘাট বাজারে গতকাল ভোক্তা-অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদবিহীন পণ্য বিক্রি, পোড়া ও বাসি তেল দিয়ে ইফতার সামগ্রী তৈরি এবং মূল্য তালিকা না রাখার অভিযোগে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেব।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৯ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১০ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৩ দিন আগে