খুলনা প্রতিনিধি

খুলনায় সংবাদ সম্মেলন করে মাদক কারবারিদের বিচার চাওয়ার চার দিনের মাথায় সবুজ খান (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাজমা নামের তাঁর এক শ্যালিকাকে পুলিশ আটক করেছে।
নগরীর খালিশপুর হাউজিং বাজার এলাকায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সবুজকে কুপিয়ে হত্যা করা হয়। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকালে বক্কর কলোনি এলাকায় একটি চায়ের দোকানে চা-পান করছিলেন সবুজ। এ সময় তাঁকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। নাজমার নেতৃত্বে তাঁর স্বামী-ছেলেসহ স্থানীয় মাদক কারবারিরা সবুজকে হত্যা করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) নিলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। পরে লাশ খুমেক হাসপাতালের মর্গে নেওয়া হয়।
সবুজ খানের স্ত্রী শাহিনুর বলেন, নাজমা ও তাঁর ছেলেরা কুপিয়ে হত্যা করেছে সবুজকে। কয়েক দিন আগে নাজমা একজনকে মারতে গেলে সবুজ তা ঠেকানোর অপরাধে তাঁকে এভাবে হত্যা করা হয়েছে। সবুজ খুলনার বায়তুল ফালাহ এলাকায় ভাঙারির ব্যবসা করতেন।
এর আগে ৫ অক্টোবর দুপুরে খুলনা প্রেসক্লাবে নিহত সবুজ খানের জামাতা মো. বাবু সংবাদ সম্মেলন করে নাজমার বিরুদ্ধে সুদের কারবার ও মামলাবাজ হিসেবে আখ্যা দেন। ওই সংবাদ সম্মেলনে সবুজ খান ও তাঁর স্ত্রী শাহিনুর উপস্থিত ছিলেন। হত্যার এটিও একটি কারণ হতে পারে বলেও ধারণা পুলিশের।
খালিশপুর থানার ওসি আতাহার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যাকাণ্ডের পরই নাজমাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হত্যার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।’
জানা গেছে, আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সবুজের বড় মেয়ে সাথী বেগম বলেন, ‘খালিশপুরের চিহ্নিত মাদক কারবারি নাজমা, কালাম, সোহেল, সুজন, সাগর, জয়, বিজয়, আরিফ ও রিয়াদ আলীর মাদক ও সুদের ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রকাশ্যে এমন ঘটনা ঘটল, অস্ত্রধারীদের ভয়ে কেউ তাঁকে রক্ষায় এগিয়ে আসেনি।’

খুলনায় সংবাদ সম্মেলন করে মাদক কারবারিদের বিচার চাওয়ার চার দিনের মাথায় সবুজ খান (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাজমা নামের তাঁর এক শ্যালিকাকে পুলিশ আটক করেছে।
নগরীর খালিশপুর হাউজিং বাজার এলাকায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সবুজকে কুপিয়ে হত্যা করা হয়। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আতাহার আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকালে বক্কর কলোনি এলাকায় একটি চায়ের দোকানে চা-পান করছিলেন সবুজ। এ সময় তাঁকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। নাজমার নেতৃত্বে তাঁর স্বামী-ছেলেসহ স্থানীয় মাদক কারবারিরা সবুজকে হত্যা করেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) নিলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। পরে লাশ খুমেক হাসপাতালের মর্গে নেওয়া হয়।
সবুজ খানের স্ত্রী শাহিনুর বলেন, নাজমা ও তাঁর ছেলেরা কুপিয়ে হত্যা করেছে সবুজকে। কয়েক দিন আগে নাজমা একজনকে মারতে গেলে সবুজ তা ঠেকানোর অপরাধে তাঁকে এভাবে হত্যা করা হয়েছে। সবুজ খুলনার বায়তুল ফালাহ এলাকায় ভাঙারির ব্যবসা করতেন।
এর আগে ৫ অক্টোবর দুপুরে খুলনা প্রেসক্লাবে নিহত সবুজ খানের জামাতা মো. বাবু সংবাদ সম্মেলন করে নাজমার বিরুদ্ধে সুদের কারবার ও মামলাবাজ হিসেবে আখ্যা দেন। ওই সংবাদ সম্মেলনে সবুজ খান ও তাঁর স্ত্রী শাহিনুর উপস্থিত ছিলেন। হত্যার এটিও একটি কারণ হতে পারে বলেও ধারণা পুলিশের।
খালিশপুর থানার ওসি আতাহার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যাকাণ্ডের পরই নাজমাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হত্যার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।’
জানা গেছে, আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সবুজের বড় মেয়ে সাথী বেগম বলেন, ‘খালিশপুরের চিহ্নিত মাদক কারবারি নাজমা, কালাম, সোহেল, সুজন, সাগর, জয়, বিজয়, আরিফ ও রিয়াদ আলীর মাদক ও সুদের ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রকাশ্যে এমন ঘটনা ঘটল, অস্ত্রধারীদের ভয়ে কেউ তাঁকে রক্ষায় এগিয়ে আসেনি।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৮ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৯ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২২ দিন আগে