বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার নাভারণে অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মফিজুর রহমান নামে এক কর্মী আহত হয়েছেন। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে এলাকায় ১০-১২টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ শার্শা থানা বিএনপির আহ্বায়ক কমিটির দুই সদস্যকে আটক করেছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত মফিজুরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নাভারণের স্বর্ণপট্টিতে মফিজুর রহমান ব্যক্তিগত কাজে যান। এ সময় বিএনপি নেতা তৃপ্তি গ্রুপের কর্মী মন্টু, রবি, মাছুমসহ চার-পাঁচজন পূর্বশত্রুতার জেরে হাসান জহির গ্রুপের মফিজুর রহমানের ওপর ধারালো ছুরি নিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করেন।
স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। এ ঘটনার জেরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পর মধ্যরাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কয়েক দফায় ১০-১২টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার ভোরে শার্শা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম বাবু ও রবিউল ইসলামকে আটক করে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান আজকের পত্রিকাকে বলেন, বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির দুই নেতাকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকা পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে পুলিশ চেষ্টা করছে।

যশোরের শার্শা উপজেলার নাভারণে অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মফিজুর রহমান নামে এক কর্মী আহত হয়েছেন। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে এলাকায় ১০-১২টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ শার্শা থানা বিএনপির আহ্বায়ক কমিটির দুই সদস্যকে আটক করেছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত মফিজুরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নাভারণের স্বর্ণপট্টিতে মফিজুর রহমান ব্যক্তিগত কাজে যান। এ সময় বিএনপি নেতা তৃপ্তি গ্রুপের কর্মী মন্টু, রবি, মাছুমসহ চার-পাঁচজন পূর্বশত্রুতার জেরে হাসান জহির গ্রুপের মফিজুর রহমানের ওপর ধারালো ছুরি নিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করেন।
স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। এ ঘটনার জেরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পর মধ্যরাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কয়েক দফায় ১০-১২টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার ভোরে শার্শা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম বাবু ও রবিউল ইসলামকে আটক করে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান আজকের পত্রিকাকে বলেন, বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির দুই নেতাকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকা পুলিশের নিয়ন্ত্রণে আছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে পুলিশ চেষ্টা করছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১২ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২১ দিন আগে