কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভা কার্যালয়ে মেয়রের অফিস কক্ষের তালা ভেঙে ক্যামেরা, নগদ টাকা, ইলেকট্রনিক ডিভাইসসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে। আজ রোববার পৌরসভা কার্যালয়ে মেয়রের অফিস কক্ষে এ চুরির ঘটনা ঘটে।
খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা, সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ শুরু করেছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ধরতে এবং শনাক্তের জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরবর্তীকালে বিস্তারিত জানানো হবে।’
জানা যায়, আজ সকালে পৌরসভা কার্যালয়ের কয়েকজন কর্মচারী মেয়রের অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পেয়ে কর্মকর্তাদের খবর দেন। কর্মকর্তারা এসে অফিসের ভেতরে ঢুকে সবকিছু এলোমেলো দেখতে পান। পরে শিক্ষাবৃত্তির টাকা, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস ও কাগজপত্র চুরির বিষয়টি জানতে পারেন।
এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে শুনতে পেলাম আমার অফিস রুমের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। খুবই দুঃখজনক ঘটনা। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি না। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে পৌর মেয়রের কার্যালয়ে পৌরসভার ১০টি হাট-বাজার ইজারার দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। একই সময়ে এক দরদাতা দরপত্র টেন্ডার বাক্সে ফেলতে গেলে পুলিশের সামনেই সাবেক এক ছাত্রলীগ নেতার হাতে হামলার শিকার হন। এই নিয়ে সারা দেশে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। মেয়রের অফিস কক্ষে চুরির ঘটনা ওই ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

কুষ্টিয়া পৌরসভা কার্যালয়ে মেয়রের অফিস কক্ষের তালা ভেঙে ক্যামেরা, নগদ টাকা, ইলেকট্রনিক ডিভাইসসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে। আজ রোববার পৌরসভা কার্যালয়ে মেয়রের অফিস কক্ষে এ চুরির ঘটনা ঘটে।
খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা, সিআইডিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে কাজ শুরু করেছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ধরতে এবং শনাক্তের জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরবর্তীকালে বিস্তারিত জানানো হবে।’
জানা যায়, আজ সকালে পৌরসভা কার্যালয়ের কয়েকজন কর্মচারী মেয়রের অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পেয়ে কর্মকর্তাদের খবর দেন। কর্মকর্তারা এসে অফিসের ভেতরে ঢুকে সবকিছু এলোমেলো দেখতে পান। পরে শিক্ষাবৃত্তির টাকা, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস ও কাগজপত্র চুরির বিষয়টি জানতে পারেন।
এ বিষয়ে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে শুনতে পেলাম আমার অফিস রুমের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। খুবই দুঃখজনক ঘটনা। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি না। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে পৌর মেয়রের কার্যালয়ে পৌরসভার ১০টি হাট-বাজার ইজারার দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। একই সময়ে এক দরদাতা দরপত্র টেন্ডার বাক্সে ফেলতে গেলে পুলিশের সামনেই সাবেক এক ছাত্রলীগ নেতার হাতে হামলার শিকার হন। এই নিয়ে সারা দেশে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। মেয়রের অফিস কক্ষে চুরির ঘটনা ওই ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে