শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় মেহেদী হাসান স্বপন (২৫) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত স্বপন সারুটিয়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের দবির উদ্দিন শেখের ছেলে।
স্থানীয়রা জানান, বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর কর্মী-সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ কারণে সারুটিয়া ইউনিয়নের তালতলা ব্রিজ নামক স্থানে মামুন চেয়ারম্যানের সমর্থকেরা স্বপনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক স্বপনকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করেন। এরপর সেখানেই রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত স্বপন সারুটিয়া ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ছিলেন।
নিহতের চাচাতো বোন পপি বলেন, ‘নবনির্বাচিত চেয়ারম্যান মামুনের নির্দেশে তাঁর সমর্থকেরা আমার ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।’
নবনির্বাচিত চেয়ারম্যান মামুন বলেন, ‘নিহত স্বপন গতকাল আমার দলে যোগদান করেন। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে শোনা যাচ্ছে, তারাও আমার দল করে। তবে অপরাধীকে কোনো ছাড় দেওয়া হবে না।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলার সারুটিয়া গ্রামের স্বপন নামে একজনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে ফরিদপুর মেডিকেলে তাঁর মৃত্যু হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় মেহেদী হাসান স্বপন (২৫) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত স্বপন সারুটিয়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের দবির উদ্দিন শেখের ছেলে।
স্থানীয়রা জানান, বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর কর্মী-সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ কারণে সারুটিয়া ইউনিয়নের তালতলা ব্রিজ নামক স্থানে মামুন চেয়ারম্যানের সমর্থকেরা স্বপনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক স্বপনকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করেন। এরপর সেখানেই রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত স্বপন সারুটিয়া ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ছিলেন।
নিহতের চাচাতো বোন পপি বলেন, ‘নবনির্বাচিত চেয়ারম্যান মামুনের নির্দেশে তাঁর সমর্থকেরা আমার ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।’
নবনির্বাচিত চেয়ারম্যান মামুন বলেন, ‘নিহত স্বপন গতকাল আমার দলে যোগদান করেন। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে শোনা যাচ্ছে, তারাও আমার দল করে। তবে অপরাধীকে কোনো ছাড় দেওয়া হবে না।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলার সারুটিয়া গ্রামের স্বপন নামে একজনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে ফরিদপুর মেডিকেলে তাঁর মৃত্যু হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
১ দিন আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৪ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৫ দিন আগে