শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় মেহেদী হাসান স্বপন (২৫) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত স্বপন সারুটিয়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের দবির উদ্দিন শেখের ছেলে।
স্থানীয়রা জানান, বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর কর্মী-সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ কারণে সারুটিয়া ইউনিয়নের তালতলা ব্রিজ নামক স্থানে মামুন চেয়ারম্যানের সমর্থকেরা স্বপনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক স্বপনকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করেন। এরপর সেখানেই রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত স্বপন সারুটিয়া ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ছিলেন।
নিহতের চাচাতো বোন পপি বলেন, ‘নবনির্বাচিত চেয়ারম্যান মামুনের নির্দেশে তাঁর সমর্থকেরা আমার ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।’
নবনির্বাচিত চেয়ারম্যান মামুন বলেন, ‘নিহত স্বপন গতকাল আমার দলে যোগদান করেন। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে শোনা যাচ্ছে, তারাও আমার দল করে। তবে অপরাধীকে কোনো ছাড় দেওয়া হবে না।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলার সারুটিয়া গ্রামের স্বপন নামে একজনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে ফরিদপুর মেডিকেলে তাঁর মৃত্যু হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় মেহেদী হাসান স্বপন (২৫) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত স্বপন সারুটিয়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের দবির উদ্দিন শেখের ছেলে।
স্থানীয়রা জানান, বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর কর্মী-সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ কারণে সারুটিয়া ইউনিয়নের তালতলা ব্রিজ নামক স্থানে মামুন চেয়ারম্যানের সমর্থকেরা স্বপনকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক স্বপনকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করেন। এরপর সেখানেই রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত স্বপন সারুটিয়া ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ছিলেন।
নিহতের চাচাতো বোন পপি বলেন, ‘নবনির্বাচিত চেয়ারম্যান মামুনের নির্দেশে তাঁর সমর্থকেরা আমার ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।’
নবনির্বাচিত চেয়ারম্যান মামুন বলেন, ‘নিহত স্বপন গতকাল আমার দলে যোগদান করেন। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে শোনা যাচ্ছে, তারাও আমার দল করে। তবে অপরাধীকে কোনো ছাড় দেওয়া হবে না।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলার সারুটিয়া গ্রামের স্বপন নামে একজনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে ফরিদপুর মেডিকেলে তাঁর মৃত্যু হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১২ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২১ দিন আগে