
মাস্কাট–ঢাকা ফ্লাইটে এক বিমানবালাকে যৌন হয়রানির করার অভিযোগে ভারতের মুম্বাইয়ে এক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছর বয়সী ওই বাংলাদেশি নাগরিকের নাম মোহাম্মদ দুলাল। গত বৃহস্পতিবার ভোরে ভিস্তারা এয়ারের ফ্লাইটটি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কিছু আগে অপরাধটি করেন তিনি।
কর্মকর্তারা জানিয়েছেন, একটি ভিস্তারা ফ্লাইটে মাস্কাট থেকে মুম্বাই হয়ে ঢাকা যাচ্ছিলেন ওই বাংলাদেশি। বিমানটি মুম্বাইতে অবতরণের আধা ঘণ্টা আগে দুলাল তাঁর আসন থেকে উঠে গিয়ে একজন ফ্লাইট অ্যাটেনডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন। অন্য কেবিন ক্রু এবং যাত্রীরা এগিয়ে এলে তিনি সবাইকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
অভিযুক্ত ব্যক্তি ফ্লাইট ক্যাপ্টেনের কথাও শোনেননি। ক্যাপ্টেন যখন সতর্কীকরণ কার্ড পড়ে শোনাচ্ছিলেন তখন তিনি কর্ণপাত করছিলেন না। ক্যাপ্টেন তাঁকে উশৃঙ্খল যাত্রী হিসেবে ঘোষণা করেন।
মুম্বাই বিমানবন্দরে অবতরণের পর অভিযুক্তকে নিরাপত্তা কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। তাঁকে পরে সাহার থানায় নিয়ে যাওয়া হয়।
ফ্লাইট অ্যাটেনডেন্টের দেওয়া অভিযোগের ভিত্তিতে, ওই বাংলাদেশির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) প্রাসঙ্গিক ধারাগুলোর অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে। এরপর আদালতে হাজির করলে বিচারক তাঁকে শুক্রবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার আদেশ দেন।
ভিস্তারা এয়ারলাইনসের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, গত ৬ সেপ্টেম্বর মাস্কাট থেকে মুম্বাইগামী ভিস্তারা ফ্লাইট ইউএকে–২৩৪–এ একটি অপ্রীতিকর ঘটনা রিপোর্ট করা হয়েছে। চরম অসদাচরণের পরিপ্রেক্ষিতে ক্যাপ্টেন একটি সতর্কীকরণ চিঠি জারি করেছিলেন এবং যাত্রীকে সংযত হতে বলেছিলেন। আমাদের প্রক্রিয়া অনুসারে স্থলের নিরাপত্তা সংস্থাগুলোকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে।

মাস্কাট–ঢাকা ফ্লাইটে এক বিমানবালাকে যৌন হয়রানির করার অভিযোগে ভারতের মুম্বাইয়ে এক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছর বয়সী ওই বাংলাদেশি নাগরিকের নাম মোহাম্মদ দুলাল। গত বৃহস্পতিবার ভোরে ভিস্তারা এয়ারের ফ্লাইটটি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কিছু আগে অপরাধটি করেন তিনি।
কর্মকর্তারা জানিয়েছেন, একটি ভিস্তারা ফ্লাইটে মাস্কাট থেকে মুম্বাই হয়ে ঢাকা যাচ্ছিলেন ওই বাংলাদেশি। বিমানটি মুম্বাইতে অবতরণের আধা ঘণ্টা আগে দুলাল তাঁর আসন থেকে উঠে গিয়ে একজন ফ্লাইট অ্যাটেনডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন। অন্য কেবিন ক্রু এবং যাত্রীরা এগিয়ে এলে তিনি সবাইকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
অভিযুক্ত ব্যক্তি ফ্লাইট ক্যাপ্টেনের কথাও শোনেননি। ক্যাপ্টেন যখন সতর্কীকরণ কার্ড পড়ে শোনাচ্ছিলেন তখন তিনি কর্ণপাত করছিলেন না। ক্যাপ্টেন তাঁকে উশৃঙ্খল যাত্রী হিসেবে ঘোষণা করেন।
মুম্বাই বিমানবন্দরে অবতরণের পর অভিযুক্তকে নিরাপত্তা কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। তাঁকে পরে সাহার থানায় নিয়ে যাওয়া হয়।
ফ্লাইট অ্যাটেনডেন্টের দেওয়া অভিযোগের ভিত্তিতে, ওই বাংলাদেশির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) প্রাসঙ্গিক ধারাগুলোর অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে। এরপর আদালতে হাজির করলে বিচারক তাঁকে শুক্রবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার আদেশ দেন।
ভিস্তারা এয়ারলাইনসের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, গত ৬ সেপ্টেম্বর মাস্কাট থেকে মুম্বাইগামী ভিস্তারা ফ্লাইট ইউএকে–২৩৪–এ একটি অপ্রীতিকর ঘটনা রিপোর্ট করা হয়েছে। চরম অসদাচরণের পরিপ্রেক্ষিতে ক্যাপ্টেন একটি সতর্কীকরণ চিঠি জারি করেছিলেন এবং যাত্রীকে সংযত হতে বলেছিলেন। আমাদের প্রক্রিয়া অনুসারে স্থলের নিরাপত্তা সংস্থাগুলোকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে