
গাজীপুরের শ্রীপুরে পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় থানায় লিখিত অভিযোগের পর অবশেষে ধর্ষণচেষ্টার মামলা রুজু হয়েছে। পরিবারের দাবি, শিশুকে ধর্ষণ করে অভিযুক্ত কিশোর (১৪)। আজ সোমবার (১২ ডিসেম্বর) ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারভুক্ত কিশোর (১৪) উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা গ্রামের ফজলুল হকের ছেলে।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘দোকান থেকে কিছু কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে আমার শিশুকন্যাকে একটি খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত কিশোর। বিষয়টি স্থানীয়দের জানানোর পর অভিযুক্তের পরিবার আমার বাড়িতে এসে হামলা চালিয়ে আমার ভাই ও স্ত্রীকে মারধর করে। এরপর আমি শ্রীপুর থানায় অভিযুক্ত কিশোরসহ পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি। পরবর্তী সময়ে সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করে আজ অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা নেন।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনার এক কিশোরের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। দ্রুত মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হবে।’
ধর্ষণের অভিযোগকে ধর্ষণচেষ্টার মামলা নেওয়ার কারণ জানতে চাইলে ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘ঘটনার তিন দিন পর ভুক্তভোগী শিশুর পরিবার থানায় অভিযোগ নিয়ে আসে। এখন শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হলে কোনো রিপোর্ট পাওয়ার সম্ভাবনা নেই। পরিবারের সম্মতিতে ন্যায়বিচারের জন্য ধর্ষণচেষ্টার মামলা নেওয়া হয়েছে।’
ওসি আরও বলেন, ‘পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার হলে রক্তক্ষরণ হতো, কিন্তু তা হয়নি। এ কারণে ধর্ষণচেষ্টার মামলা নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর পাঁচ বছর বয়সী শিশু অভিযুক্তদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় মজো (তরল পানীয়) কিনে দেওয়ার কথা বলে বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত কিশোর। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করে সে। এভাবে অভিযুক্ত প্রতিনিয়ত তাঁর মেয়ের ওপর নির্যাতন করত।
গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) অসুস্থ হয়ে পড়ে ভুক্তভোগী শিশু। পরে জানতে চাইলে সে বিষয়টি তার মাকে জানায়। পরে তিনি ওই শিশুর বাবাকে জানান। বাবা জানার পর এলাকার লোকজনকে জানান। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত ৬ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা ভুক্তভোগীর বাড়িতে ঢুকে তার চাচা ও মাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।
এরপর গত বুধবার (৭ ডিসেম্বর) ওই শিশুকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মেডিকেল পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিনের আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ন্যায়বিচার পেতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর বাবা। এতে পাঁচজনের নাম উল্লেখ করা হয়।

গাজীপুরের শ্রীপুরে পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় থানায় লিখিত অভিযোগের পর অবশেষে ধর্ষণচেষ্টার মামলা রুজু হয়েছে। পরিবারের দাবি, শিশুকে ধর্ষণ করে অভিযুক্ত কিশোর (১৪)। আজ সোমবার (১২ ডিসেম্বর) ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারভুক্ত কিশোর (১৪) উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা গ্রামের ফজলুল হকের ছেলে।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘দোকান থেকে কিছু কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে আমার শিশুকন্যাকে একটি খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত কিশোর। বিষয়টি স্থানীয়দের জানানোর পর অভিযুক্তের পরিবার আমার বাড়িতে এসে হামলা চালিয়ে আমার ভাই ও স্ত্রীকে মারধর করে। এরপর আমি শ্রীপুর থানায় অভিযুক্ত কিশোরসহ পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি। পরবর্তী সময়ে সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করে আজ অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা নেন।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনার এক কিশোরের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। দ্রুত মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হবে।’
ধর্ষণের অভিযোগকে ধর্ষণচেষ্টার মামলা নেওয়ার কারণ জানতে চাইলে ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘ঘটনার তিন দিন পর ভুক্তভোগী শিশুর পরিবার থানায় অভিযোগ নিয়ে আসে। এখন শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হলে কোনো রিপোর্ট পাওয়ার সম্ভাবনা নেই। পরিবারের সম্মতিতে ন্যায়বিচারের জন্য ধর্ষণচেষ্টার মামলা নেওয়া হয়েছে।’
ওসি আরও বলেন, ‘পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার হলে রক্তক্ষরণ হতো, কিন্তু তা হয়নি। এ কারণে ধর্ষণচেষ্টার মামলা নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর পাঁচ বছর বয়সী শিশু অভিযুক্তদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় মজো (তরল পানীয়) কিনে দেওয়ার কথা বলে বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত কিশোর। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করে সে। এভাবে অভিযুক্ত প্রতিনিয়ত তাঁর মেয়ের ওপর নির্যাতন করত।
গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) অসুস্থ হয়ে পড়ে ভুক্তভোগী শিশু। পরে জানতে চাইলে সে বিষয়টি তার মাকে জানায়। পরে তিনি ওই শিশুর বাবাকে জানান। বাবা জানার পর এলাকার লোকজনকে জানান। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত ৬ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা ভুক্তভোগীর বাড়িতে ঢুকে তার চাচা ও মাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।
এরপর গত বুধবার (৭ ডিসেম্বর) ওই শিশুকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মেডিকেল পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিনের আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ন্যায়বিচার পেতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর বাবা। এতে পাঁচজনের নাম উল্লেখ করা হয়।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে