সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটকে রেখে ও মারধর করে বিকাশে ৫০ হাজার টাকা মুক্তিপণ নিয়েছে একটি চক্র। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মোখলেছুর নামে একজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে ৩০ হাজার টাকা।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে এই ঘটনায় বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী ছাত্র শান্ত। এর আগে সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান নেত্রকোনা জেলার মদন থানার গঙ্গানগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। বর্তমানে আশুলিয়ার জামগড়ায় বসবাস করে। বিকাশ লেনদেনের সূত্র ধরে মোখলেছুর রহমানকে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।
শান্ত মিয়া জাবির পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র। তাঁর গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ থানায়।
এজাহার সূত্রে ও ভুক্তভোগী ছাত্রের সঙ্গে কথা বলে জানা যায়, আশুলিয়ার নরসিংহপুরের একটি গোডাউনের মালামাল দেখে ফেরার পথে কয়েকজন তাঁর গতিরোধ করে। এ সময় দৌড়ে পালাতে গেলে তারাও পিছু নেয়। বাসে উঠলেও তারা বাস থেকে টেনে নামিয়ে নেয়। পরে তাঁকে ধরে মারধর করে জামগড়া রূপায়ণ সিটির কাশবনে নিয়ে গলায় ছুরি ঠেকিয়ে তার টাকা লুটে নেয়। হাত-পা বেঁধে মাটিতে ফেলে গাছের গুঁড়ি চাপা দিয়ে রাখে তাঁকে। এ সময় তাঁর মোবাইলের নগদ ও বিকাশের মাধ্যমে আরও ৫০ হাজার টাকা আদায় করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সাভারের আশুলিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটকে রেখে ও মারধর করে বিকাশে ৫০ হাজার টাকা মুক্তিপণ নিয়েছে একটি চক্র। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মোখলেছুর নামে একজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে ৩০ হাজার টাকা।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে এই ঘটনায় বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী ছাত্র শান্ত। এর আগে সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান নেত্রকোনা জেলার মদন থানার গঙ্গানগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। বর্তমানে আশুলিয়ার জামগড়ায় বসবাস করে। বিকাশ লেনদেনের সূত্র ধরে মোখলেছুর রহমানকে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।
শান্ত মিয়া জাবির পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র। তাঁর গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ থানায়।
এজাহার সূত্রে ও ভুক্তভোগী ছাত্রের সঙ্গে কথা বলে জানা যায়, আশুলিয়ার নরসিংহপুরের একটি গোডাউনের মালামাল দেখে ফেরার পথে কয়েকজন তাঁর গতিরোধ করে। এ সময় দৌড়ে পালাতে গেলে তারাও পিছু নেয়। বাসে উঠলেও তারা বাস থেকে টেনে নামিয়ে নেয়। পরে তাঁকে ধরে মারধর করে জামগড়া রূপায়ণ সিটির কাশবনে নিয়ে গলায় ছুরি ঠেকিয়ে তার টাকা লুটে নেয়। হাত-পা বেঁধে মাটিতে ফেলে গাছের গুঁড়ি চাপা দিয়ে রাখে তাঁকে। এ সময় তাঁর মোবাইলের নগদ ও বিকাশের মাধ্যমে আরও ৫০ হাজার টাকা আদায় করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে