নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে চুলের মুঠি ধরে নির্যাতনের মামলায় আসামিদের জামিন দেওয়ায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে জামিন বাতিলে দুই সপ্তাহের রুলও জারি করা হয়েছে।
স্বপ্রণোদিত হয়ে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ রুল জারি করেন। এ সময় আদালত বলেন, ‘জামিনের আদেশটি স্পষ্টতই অবিচারক সুলভ। জামিন আদেশের যথার্থতা এবং আইনসঙ্গত কি না, তা যাচাই করার যথেষ্ট কারণ রয়েছে।’
গতকাল রোববার আদেশ দিলেও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখে ফৌজদারি কার্যবিধির ৪৩৯ ধারার বিধান অনুযায়ী আদালত স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দিয়েছেন।’
হাইকোর্ট বলেন, এই মামলায় ৩০৭ ধারার অভিযোগ ও প্রাথমিক প্রমাণ রয়েছে। এছাড়া আসামিরা বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করার মতো অপরাধ করেছেন মর্মে বিশ্বাস করার যথেষ্ট কারণ ছিল। আসামিদের এই পর্যায়ে জামিন দেওয়ার যৌক্তিকতা ছিল না। এভাবে জামিন দেওয়ায় শক্তিশালী আসামিদের দ্বারা দুর্বল ভুক্তভোগীকে ন্যায় বিচার ও নিরাপত্তা থেকে বঞ্চিত করা এবং মামলার সাক্ষ্য প্রমাণ ও তদন্তকে প্রভাবিত করার বাস্তব কারণ ছিল।
জানা যায়, হাটুলিয়া গ্রামের মৃত কিতাব আলীর স্ত্রী খাইরুন্নেছার বসতভিটা কিনেছেন বলে দাবি করেন সাবেক ইউপি সদস্য সুরুজ মিয়া। তবে খাইরন্নেছা বলেন, একমাত্র সম্বল বসতভিটা বিক্রি করার প্রশ্নই ওঠে না। সরকারিভাবে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সুরুজ তাঁর কাছ থেকে কিছু কাগজপত্রে স্বাক্ষর নিয়েছিলেন।
গত ১৫ জুলাই ওই জমিতে গাছ লাগাতে যান সুরুজ ও তাঁর লোকজন। এ সময় খাইরুন্নেছা ও তাঁর স্বজনরা বাধা দিতে গেলে সুরুজ এবং তাঁর লোকজন তাঁদের মারধর করেন। এ সময় খাইরুন্নেছার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করা হয়। আহত খাইরুনেছা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
নির্যাতনের ঘটনায় মামলা করা হলে পুলিশ হাটুলিয়া গ্রামে অভিযান চালিয়ে আবদুল কাইয়ুম ও ফারুককে গ্রেপ্তার করে। পরে ২০ জুলাই দুই আসামিকে জামিন দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে চুলের মুঠি ধরে নির্যাতনের মামলায় আসামিদের জামিন দেওয়ায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে জামিন বাতিলে দুই সপ্তাহের রুলও জারি করা হয়েছে।
স্বপ্রণোদিত হয়ে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ রুল জারি করেন। এ সময় আদালত বলেন, ‘জামিনের আদেশটি স্পষ্টতই অবিচারক সুলভ। জামিন আদেশের যথার্থতা এবং আইনসঙ্গত কি না, তা যাচাই করার যথেষ্ট কারণ রয়েছে।’
গতকাল রোববার আদেশ দিলেও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখে ফৌজদারি কার্যবিধির ৪৩৯ ধারার বিধান অনুযায়ী আদালত স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দিয়েছেন।’
হাইকোর্ট বলেন, এই মামলায় ৩০৭ ধারার অভিযোগ ও প্রাথমিক প্রমাণ রয়েছে। এছাড়া আসামিরা বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করার মতো অপরাধ করেছেন মর্মে বিশ্বাস করার যথেষ্ট কারণ ছিল। আসামিদের এই পর্যায়ে জামিন দেওয়ার যৌক্তিকতা ছিল না। এভাবে জামিন দেওয়ায় শক্তিশালী আসামিদের দ্বারা দুর্বল ভুক্তভোগীকে ন্যায় বিচার ও নিরাপত্তা থেকে বঞ্চিত করা এবং মামলার সাক্ষ্য প্রমাণ ও তদন্তকে প্রভাবিত করার বাস্তব কারণ ছিল।
জানা যায়, হাটুলিয়া গ্রামের মৃত কিতাব আলীর স্ত্রী খাইরুন্নেছার বসতভিটা কিনেছেন বলে দাবি করেন সাবেক ইউপি সদস্য সুরুজ মিয়া। তবে খাইরন্নেছা বলেন, একমাত্র সম্বল বসতভিটা বিক্রি করার প্রশ্নই ওঠে না। সরকারিভাবে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সুরুজ তাঁর কাছ থেকে কিছু কাগজপত্রে স্বাক্ষর নিয়েছিলেন।
গত ১৫ জুলাই ওই জমিতে গাছ লাগাতে যান সুরুজ ও তাঁর লোকজন। এ সময় খাইরুন্নেছা ও তাঁর স্বজনরা বাধা দিতে গেলে সুরুজ এবং তাঁর লোকজন তাঁদের মারধর করেন। এ সময় খাইরুন্নেছার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করা হয়। আহত খাইরুনেছা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
নির্যাতনের ঘটনায় মামলা করা হলে পুলিশ হাটুলিয়া গ্রামে অভিযান চালিয়ে আবদুল কাইয়ুম ও ফারুককে গ্রেপ্তার করে। পরে ২০ জুলাই দুই আসামিকে জামিন দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে