Ajker Patrika

বৃদ্ধাকে চুলের মুঠি ধরে নির্যাতনকারীদের জামিন দেওয়া অবিচারক সুলভ: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃদ্ধাকে চুলের মুঠি ধরে নির্যাতনকারীদের জামিন দেওয়া অবিচারক সুলভ: হাইকোর্ট

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে চুলের মুঠি ধরে নির্যাতনের মামলায় আসামিদের জামিন দেওয়ায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে জামিন বাতিলে দুই সপ্তাহের রুলও জারি করা হয়েছে।

স্বপ্রণোদিত হয়ে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ রুল জারি করেন। এ সময় আদালত বলেন, ‘জামিনের আদেশটি স্পষ্টতই অবিচারক সুলভ। জামিন আদেশের যথার্থতা এবং আইনসঙ্গত কি না, তা যাচাই করার যথেষ্ট কারণ রয়েছে।’

গতকাল রোববার আদেশ দিলেও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন দেখে ফৌজদারি কার্যবিধির ৪৩৯ ধারার বিধান অনুযায়ী আদালত স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দিয়েছেন।’

হাইকোর্ট বলেন, এই মামলায় ৩০৭ ধারার অভিযোগ ও প্রাথমিক প্রমাণ রয়েছে। এছাড়া আসামিরা বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করার মতো অপরাধ করেছেন মর্মে বিশ্বাস করার যথেষ্ট কারণ ছিল। আসামিদের এই পর্যায়ে জামিন দেওয়ার যৌক্তিকতা ছিল না। এভাবে জামিন দেওয়ায় শক্তিশালী আসামিদের দ্বারা দুর্বল ভুক্তভোগীকে ন্যায় বিচার ও নিরাপত্তা থেকে বঞ্চিত করা এবং মামলার সাক্ষ্য প্রমাণ ও তদন্তকে প্রভাবিত করার বাস্তব কারণ ছিল। 

জানা যায়, হাটুলিয়া গ্রামের মৃত কিতাব আলীর স্ত্রী খাইরুন্নেছার বসতভিটা কিনেছেন বলে দাবি করেন সাবেক ইউপি সদস্য সুরুজ মিয়া। তবে খাইরন্নেছা বলেন, একমাত্র সম্বল বসতভিটা বিক্রি করার প্রশ্নই ওঠে না। সরকারিভাবে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সুরুজ তাঁর কাছ থেকে কিছু কাগজপত্রে স্বাক্ষর নিয়েছিলেন।

গত ১৫ জুলাই ওই জমিতে গাছ লাগাতে যান সুরুজ ও তাঁর লোকজন। এ সময় খাইরুন্নেছা ও তাঁর স্বজনরা বাধা দিতে গেলে সুরুজ এবং তাঁর লোকজন তাঁদের মারধর করেন। এ সময় খাইরুন্নেছার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করা হয়। আহত খাইরুনেছা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

নির্যাতনের ঘটনায় মামলা করা হলে পুলিশ হাটুলিয়া গ্রামে অভিযান চালিয়ে আবদুল কাইয়ুম ও ফারুককে গ্রেপ্তার করে। পরে ২০ জুলাই দুই আসামিকে জামিন দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

রমজানের সময়সূচি ২০২৬: সেহরি ও ইফতারের ক্যালেন্ডার

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত