নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সন্তু লারমাকে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদ থেকে বহিষ্কার এবং তাঁর দলকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ওমর ফারুক ত্রিপুরার হত্যাকাণ্ডের প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে করা এক মানববন্ধনে এ দাবি জানান তাঁরা।
প্রসঙ্গত, নিহত ফারুকের আসল নাম বেন্নাচন্দ্র ত্রিপুরা (৫৫)। তাঁর ধর্মান্তরিত নাম ওমর ফারুক ত্রিপুরা। তিনি সপরিবারে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন। ১৮ জুন বান্দরবানের রোয়াংছড়ি সদর ইউনিয়নের তুলাছড়ি আগা রায়চন্দ্র ত্রিপুরাপাড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত হন তিনি।
ফারুক হত্যায় সন্তু লারমাকে দায়ী করে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে জনসংহতি ও ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) বাঙালিদের হত্যা করে আসছে। তাঁরা এ অঞ্চলকে আলাদা রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চালাচ্ছে। এই অঞ্চলে বাঙালিরা অনিরাপদ হয়ে পড়েছে।
১৯৯৭ সালের শান্তি চুক্তিকে অসম চুক্তি উল্লেখ করে তাঁরা বলেন, কোনো বাঙালিকে না রেখেই জনসংহতির সঙ্গে শান্তি চুক্তি করেছিল সরকার। আজ সেই জনসংহতি চার ভাগে বিভক্ত হয়ে চারটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছে এবং হত্যাকাণ্ড চালাচ্ছে।
সেজন্য পুনরায় শান্তি প্রতিষ্ঠায় যৌথ বাহিনীর মাধ্যমে সকল অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদের উৎখাতের দাবি তাঁদের।
জনসংহতি ও ইউপিডিএফকে সন্ত্রাসী সংগঠন বলে উল্লেখ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান অলকাস মামুন ভূঁইয়া। অবিলম্বে জনসংহতি ও ইউপিডিএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধের দাবি জানান তিনি। এসময় তিনি নিহত ওমর ফারুক ত্রিপুরার পরিবারের পাশে না থাকায় গণমাধ্যমের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন।

ঢাকা: সন্তু লারমাকে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদ থেকে বহিষ্কার এবং তাঁর দলকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ওমর ফারুক ত্রিপুরার হত্যাকাণ্ডের প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে করা এক মানববন্ধনে এ দাবি জানান তাঁরা।
প্রসঙ্গত, নিহত ফারুকের আসল নাম বেন্নাচন্দ্র ত্রিপুরা (৫৫)। তাঁর ধর্মান্তরিত নাম ওমর ফারুক ত্রিপুরা। তিনি সপরিবারে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন। ১৮ জুন বান্দরবানের রোয়াংছড়ি সদর ইউনিয়নের তুলাছড়ি আগা রায়চন্দ্র ত্রিপুরাপাড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত হন তিনি।
ফারুক হত্যায় সন্তু লারমাকে দায়ী করে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে জনসংহতি ও ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) বাঙালিদের হত্যা করে আসছে। তাঁরা এ অঞ্চলকে আলাদা রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চালাচ্ছে। এই অঞ্চলে বাঙালিরা অনিরাপদ হয়ে পড়েছে।
১৯৯৭ সালের শান্তি চুক্তিকে অসম চুক্তি উল্লেখ করে তাঁরা বলেন, কোনো বাঙালিকে না রেখেই জনসংহতির সঙ্গে শান্তি চুক্তি করেছিল সরকার। আজ সেই জনসংহতি চার ভাগে বিভক্ত হয়ে চারটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছে এবং হত্যাকাণ্ড চালাচ্ছে।
সেজন্য পুনরায় শান্তি প্রতিষ্ঠায় যৌথ বাহিনীর মাধ্যমে সকল অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদের উৎখাতের দাবি তাঁদের।
জনসংহতি ও ইউপিডিএফকে সন্ত্রাসী সংগঠন বলে উল্লেখ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান অলকাস মামুন ভূঁইয়া। অবিলম্বে জনসংহতি ও ইউপিডিএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধের দাবি জানান তিনি। এসময় তিনি নিহত ওমর ফারুক ত্রিপুরার পরিবারের পাশে না থাকায় গণমাধ্যমের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন।

আজ এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, সালাউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ম্যারেজ মিডিয়া পেজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই নারীর সঙ্গে পরিচিত হন। তিনি ভুয়া নাম ‘নাদিম আহমেদ সুমন’ ব্যবহার করে নিজেকে কানাডাপ্রবাসী ও বিপত্নীক দাবি করেন। ভুক্তভোগী নারীর আস্থা অর্জনের জন্য ভিডিও কলে তাঁর মা ও বোন..
৮ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
২ দিন আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৫ দিন আগে