ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যায় কবর খুঁড়ে লাশ চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বুধবার রাতে উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডর দক্ষিণ ডামুড্যা এলাকায় এ ঘটনা ঘটে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকাল থেকেই কবরস্থানে ভিড় করতে থাকে উৎসুক জনতা।
এলাকাবাসীরা জানায়, প্রায় এক মাস আগে ডামুড্যা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান যুবদলের সাবেক সভাপতি উজ্জল সিকদারের ভাই হারুন অর-রশিদ স্বজলের স্ত্রী ক্যানসার আক্রান্ত যান। এরপর রাস্তার পাশে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। কিন্তু মৃত্যুর এক মাস পর বৃহস্পতিবার ভোর রাতে এলাকাবাসী কবরটি অর্ধেক খনন অবস্থায় দেখতে পায়। পরে স্বজনেরা ওই কবরের ভেতরে গলিত লাশটি দেখতে পায়। অপরদিকে ওই কবরটির যে স্থান দিয়ে খোঁড়া হয়েছে সেই স্থানে একটি কোদাল, গ্যাস লাইট পরে ছিল।
স্থানীয় রাশেদ মৃধা জানান, 'ফজরের নামাজ পড়ে হাটতে বের হয়ে মসজিদের পথ থেকে একটু দূরে কবরের দিকে তাকিয়ে দেখি কবরের অর্ধেক অংশ খোলা। প্রথমে ভয় পেলেও পরে লোকজন নিয়ে কাছে গিয়ে দেখি ভেতরে লাশ অর্ধগলিত অবস্থায় আছে তা ছাড়া পচা গন্ধে দম বন্ধ হয়ে আসে।'
স্থানীয় বাসিন্দা সান্টু সিকদার বলেন, 'মারা যাওয়ার পরে কবরের লাশ চুরির চেষ্টার ঘটনা খুবই দুঃখজনক। এর আগেও ডামুড্যা উপজেলার দুই স্থানে কবর খুঁড়ে লাশ বা কঙ্কাল চুরির ঘটনা ঘটছে।'
ডামুড্যা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবদলের সাবেক সভাপতি উজ্জল সিকদার বলেন, 'এ জঘন্যতম ঘটনায় যে বা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।'
ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা বলেন, ‘লাশ চুরি চেষ্টার ঘটনাটি দুঃখজনক। পুলিশে খবর দেওয়া হয়েছে। তারা এসে ব্যবস্থা নিবেন।'
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ বলেন, এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শরীয়তপুরের ডামুড্যায় কবর খুঁড়ে লাশ চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বুধবার রাতে উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডর দক্ষিণ ডামুড্যা এলাকায় এ ঘটনা ঘটে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকাল থেকেই কবরস্থানে ভিড় করতে থাকে উৎসুক জনতা।
এলাকাবাসীরা জানায়, প্রায় এক মাস আগে ডামুড্যা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান যুবদলের সাবেক সভাপতি উজ্জল সিকদারের ভাই হারুন অর-রশিদ স্বজলের স্ত্রী ক্যানসার আক্রান্ত যান। এরপর রাস্তার পাশে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। কিন্তু মৃত্যুর এক মাস পর বৃহস্পতিবার ভোর রাতে এলাকাবাসী কবরটি অর্ধেক খনন অবস্থায় দেখতে পায়। পরে স্বজনেরা ওই কবরের ভেতরে গলিত লাশটি দেখতে পায়। অপরদিকে ওই কবরটির যে স্থান দিয়ে খোঁড়া হয়েছে সেই স্থানে একটি কোদাল, গ্যাস লাইট পরে ছিল।
স্থানীয় রাশেদ মৃধা জানান, 'ফজরের নামাজ পড়ে হাটতে বের হয়ে মসজিদের পথ থেকে একটু দূরে কবরের দিকে তাকিয়ে দেখি কবরের অর্ধেক অংশ খোলা। প্রথমে ভয় পেলেও পরে লোকজন নিয়ে কাছে গিয়ে দেখি ভেতরে লাশ অর্ধগলিত অবস্থায় আছে তা ছাড়া পচা গন্ধে দম বন্ধ হয়ে আসে।'
স্থানীয় বাসিন্দা সান্টু সিকদার বলেন, 'মারা যাওয়ার পরে কবরের লাশ চুরির চেষ্টার ঘটনা খুবই দুঃখজনক। এর আগেও ডামুড্যা উপজেলার দুই স্থানে কবর খুঁড়ে লাশ বা কঙ্কাল চুরির ঘটনা ঘটছে।'
ডামুড্যা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবদলের সাবেক সভাপতি উজ্জল সিকদার বলেন, 'এ জঘন্যতম ঘটনায় যে বা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।'
ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা বলেন, ‘লাশ চুরি চেষ্টার ঘটনাটি দুঃখজনক। পুলিশে খবর দেওয়া হয়েছে। তারা এসে ব্যবস্থা নিবেন।'
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ বলেন, এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে