নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বিদেশফেরত আত্মীয়কে ঢাকা বিমানবন্দর থেকে আনতে হবে। এজন্য একটি মাইক্রোবাস ভাড়া নিতে হবে। ভাড়া নেওয়ার পর মাঝপথে সেই মাইক্রোবাসের চালকের হাত পা বেঁধে বাসটি ছিনতাই করে নিয়ে যায় একটি চক্র। দীর্ঘদিন ধরে এমন কাজ করলেও ধরাছোঁয়ার বাইরে ছিল ছিনতাইকারী চক্রটি। অবশেষে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে এই চক্রের ছয় সদস্য।
আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, মীর মিজান মিয়া, হাবিব মিয়া, ফারুক, কামাল মিয়া, আল আমিন ও মোবারক। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, গ্রেপ্তার হাবিব গাড়ি ছিনতাই মামলার সাজাপ্রাপ্ত আসামি। তিনি জামিনে বেরিয়ে এসে গাড়ি ছিনতাইয়ের সঙ্গে পুনরায় জড়িত হয়েছেন। হাবিব গাড়ি ছিনতাই করে কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে আসেন। পরে একই চক্রের মিজানের কাছে ছিনতাই করা গাড়ি বিক্রি করে দেন। তারপর মিজান গাড়ির নকল নম্বর প্লেট এবং কাগজপত্র তৈরি করে সাধারণ গ্রাহকের কাছে বিক্রি করে দেন। এ চক্রের সদস্যরা পুলিশকে এড়ানোর জন্য অন্যের সিম কার্ড ব্যবহার করেন।
ডিবির এই প্রধান কর্মকর্তা বলেন, এই চক্রটি এখন পর্যন্ত কী পরিমাণ গাড়ি চুরি করেছে তার তদন্ত চলছে। তবে তাঁরা ছিনতাই করা গাড়িগুলো সিলেটে বেশি বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। কারণ সিলেটে অনেক প্রবাসী আসেন কয়েক মাসের জন্য। ওই প্রবাসীরা কয়েক মাসের জন্য অল্প দামে গাড়ি কিনতে চান। আর এই চক্রটিও ওই সুযোগ কাজে লাগাচ্ছিল।
এ সময় পুরোনো গাড়ি ক্রয়ের ক্ষেত্রে গাড়ির কাগজপত্র বিআরটিএর মাধ্যমে যথাযথভাবে যাচাই করে গাড়ি ক্রয়ের জন্য অনুরোধ জানান পুলিশের এ কর্মকর্তা।
এর আগে গত ২২ মে রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনার মামলার তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। তারপর নরসিংদী ও কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা মিরপুর জোনাল টিম।

ঢাকা: বিদেশফেরত আত্মীয়কে ঢাকা বিমানবন্দর থেকে আনতে হবে। এজন্য একটি মাইক্রোবাস ভাড়া নিতে হবে। ভাড়া নেওয়ার পর মাঝপথে সেই মাইক্রোবাসের চালকের হাত পা বেঁধে বাসটি ছিনতাই করে নিয়ে যায় একটি চক্র। দীর্ঘদিন ধরে এমন কাজ করলেও ধরাছোঁয়ার বাইরে ছিল ছিনতাইকারী চক্রটি। অবশেষে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে এই চক্রের ছয় সদস্য।
আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, মীর মিজান মিয়া, হাবিব মিয়া, ফারুক, কামাল মিয়া, আল আমিন ও মোবারক। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, গ্রেপ্তার হাবিব গাড়ি ছিনতাই মামলার সাজাপ্রাপ্ত আসামি। তিনি জামিনে বেরিয়ে এসে গাড়ি ছিনতাইয়ের সঙ্গে পুনরায় জড়িত হয়েছেন। হাবিব গাড়ি ছিনতাই করে কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে আসেন। পরে একই চক্রের মিজানের কাছে ছিনতাই করা গাড়ি বিক্রি করে দেন। তারপর মিজান গাড়ির নকল নম্বর প্লেট এবং কাগজপত্র তৈরি করে সাধারণ গ্রাহকের কাছে বিক্রি করে দেন। এ চক্রের সদস্যরা পুলিশকে এড়ানোর জন্য অন্যের সিম কার্ড ব্যবহার করেন।
ডিবির এই প্রধান কর্মকর্তা বলেন, এই চক্রটি এখন পর্যন্ত কী পরিমাণ গাড়ি চুরি করেছে তার তদন্ত চলছে। তবে তাঁরা ছিনতাই করা গাড়িগুলো সিলেটে বেশি বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। কারণ সিলেটে অনেক প্রবাসী আসেন কয়েক মাসের জন্য। ওই প্রবাসীরা কয়েক মাসের জন্য অল্প দামে গাড়ি কিনতে চান। আর এই চক্রটিও ওই সুযোগ কাজে লাগাচ্ছিল।
এ সময় পুরোনো গাড়ি ক্রয়ের ক্ষেত্রে গাড়ির কাগজপত্র বিআরটিএর মাধ্যমে যথাযথভাবে যাচাই করে গাড়ি ক্রয়ের জন্য অনুরোধ জানান পুলিশের এ কর্মকর্তা।
এর আগে গত ২২ মে রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনার মামলার তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। তারপর নরসিংদী ও কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা মিরপুর জোনাল টিম।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১১ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২০ দিন আগে