Ajker Patrika

যাত্রীবেশে পাঠাও চালকের মোটরসাইকেল ছিনতাই, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৯: ৪৮
যাত্রীবেশে পাঠাও চালকের মোটরসাইকেল ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে যাত্রীবেশে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও চালকের মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার নগরের আকবরশাহ থানার কর্নেল জোন্স রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরের উত্তর কাট্টলী আলী চাঁদ বাড়ির রবিউল হোসেনের ছেলে ফেরদৌস মাহমুদ ইমন (২৪) এবং একই এলাকার আলী আক্কাসের ছেলে সাদ্দাম হোসেন (৩২)।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ২৬ জানুয়ারি রাতে একে খান এলাকা থেকে যাত্রীবেশে এক ছিনতাইকারী পাঠাও চালক আকতার উদ্দিনের মোটরসাইকেলে আকবরশাহ এলাকায় আসেন। সেখানে পৌঁছার পর আগে থেকে ওত পেতে থাকা আরও তিন ছিনতাইকারী মিলে পাঠাও চালককে মারধর করে তাঁর মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়ে যান।

এ ঘটনায় মামলার পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দুজকে গ্রেপ্তার পরে। ছিনতাইকারীদের কাছ থেকে মোটরসাইকেলে, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ফেরদৌসের বিরুদ্ধে নগরীর আকবরশাহ ও পাহাড়তলী থানায় ছিনতাই, ডাকাতি, অস্ত্র ও মাদকের সাতটি মামলা রয়েছে বলেও জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

এলাকার খবর
Loading...