কুমিল্লা প্রতিনিধি

সন্ত্রাসীদের গুলিতে আহত কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. সোহেল মারা গেছেন। গুলিতে তাঁর সহযোগী হরিপদও নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন।
সোমবার বিকেল সাড়ে চারটায় দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা কুমিল্লা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় লোকজন জানান, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে নগরীর পাথুরিয়া পাড়ায় কাউন্সিলরের অফিসে একদল মুখোশধারী এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। গুলিতে সোহেল সঙ্গে সঙ্গেই নিজের চেয়ার থেকে পড়ে যান। আওয়াজ শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় তাদের গুলিতে কাউন্সিলর সোহেল, হরিপদ সাহা, সোহেল, বাদল, ও জুয়েল গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক কাউন্সিলর সোহেল ও হরিপদকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন।
কাউন্সিলর সোহেল সুজানগর এলাকার শাহজাহান মিয়ার ছেলে। তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। হরিপদ পাথুরিয়া পাড়ার মৃত মহন সাহার ছেলে।
এ ঘটনায় উত্তেজিত জনতা সুজানগর পূর্বপাড়ার কিছু দোকানপাট, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল মেয়র আব্দুল্লা আল মাহমুদ সহিদ, যুগ্ম আহ্বায়ক কুসিক কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী, কুসিক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদসহ অন্য নেতারা। এ সময় তাঁরা সবাইকে শান্ত থাকতে ও আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ জানান।

কাউন্সিলর সোহেলের ভাগনে মোহাম্মদ হানিফ জানান, 'সবাই আসরের নামাজ পড়ছিল। এ সময় প্রচণ্ড গোলাগুলির আওয়াজ শোনা যায়। দৌড়ে গিয়ে দেখি মামা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমি নিজে মামাকে কাঁধে করে বের করি।'
মহানগর আওয়ামী লীগের ১৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হানিফ মিয়া জানান, কয়েকজন সন্ত্রাসী গুলি করে কাউন্সিলর সোহেলকে। পরে আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাদের গুলিতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসক নাফিজ জানান, কাউন্সিলর সোহলকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন অংশে গুলি লেগেছে।
কাউন্সিলর সোহেলসহ দুজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মহিউদ্দিন।

সন্ত্রাসীদের গুলিতে আহত কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. সোহেল মারা গেছেন। গুলিতে তাঁর সহযোগী হরিপদও নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন।
সোমবার বিকেল সাড়ে চারটায় দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা কুমিল্লা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় লোকজন জানান, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে নগরীর পাথুরিয়া পাড়ায় কাউন্সিলরের অফিসে একদল মুখোশধারী এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। গুলিতে সোহেল সঙ্গে সঙ্গেই নিজের চেয়ার থেকে পড়ে যান। আওয়াজ শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় তাদের গুলিতে কাউন্সিলর সোহেল, হরিপদ সাহা, সোহেল, বাদল, ও জুয়েল গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক কাউন্সিলর সোহেল ও হরিপদকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন।
কাউন্সিলর সোহেল সুজানগর এলাকার শাহজাহান মিয়ার ছেলে। তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। হরিপদ পাথুরিয়া পাড়ার মৃত মহন সাহার ছেলে।
এ ঘটনায় উত্তেজিত জনতা সুজানগর পূর্বপাড়ার কিছু দোকানপাট, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল মেয়র আব্দুল্লা আল মাহমুদ সহিদ, যুগ্ম আহ্বায়ক কুসিক কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী, কুসিক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদসহ অন্য নেতারা। এ সময় তাঁরা সবাইকে শান্ত থাকতে ও আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ জানান।

কাউন্সিলর সোহেলের ভাগনে মোহাম্মদ হানিফ জানান, 'সবাই আসরের নামাজ পড়ছিল। এ সময় প্রচণ্ড গোলাগুলির আওয়াজ শোনা যায়। দৌড়ে গিয়ে দেখি মামা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমি নিজে মামাকে কাঁধে করে বের করি।'
মহানগর আওয়ামী লীগের ১৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হানিফ মিয়া জানান, কয়েকজন সন্ত্রাসী গুলি করে কাউন্সিলর সোহেলকে। পরে আহতাবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাদের গুলিতে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসক নাফিজ জানান, কাউন্সিলর সোহলকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন অংশে গুলি লেগেছে।
কাউন্সিলর সোহেলসহ দুজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মহিউদ্দিন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে