রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে একটি কওমি মাদ্রাসার ছাত্র নিখোঁজের ১০ দিন পর সুপার নিখোঁজ হয়েছেন। উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চমকা বাজার এলাকায় অবস্থিত জামিআ আল্লামা যফর আহমদ উসমানী কওমি মাদ্রাসার শিক্ষক ও ছাত্র তাঁরা।
এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে রায়পুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর আগেও ওই মাদ্রাসার এক শিশুকে অপর দুই শিক্ষক যৌন নির্যাতন করে পালিয়ে যান।
নিখোঁজ হাফেজ মুফতি তারেকুল ইসলাম (২৮) ওই মাদ্রাসার সুপার এবং খাসেরহাট জামে মসজিদের ইমাম। তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার সওদাগরপাড়া গ্রামের নুরুল ইসলাম বাড়ির আবু তাহেরের ছেলে। ছাত্র আব্দুর রশিদ উত্তর চরবংশী গ্রামের ব্যাপারী বাড়ির সুফিয়ান রহমানের ছেলে ও ওই মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র।
আব্দুর রশিদের মা মাসুদা বেগম বলেন, ‘আমার ছেলে গত ১৬ জুলাই সন্ধ্যার পর মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরদিন বিকেলে খোঁজ নিলে তাকে মাদ্রাসায় পাওয়া যায়নি। ওই দিন সে মাদ্রাসায় গিয়েছিল কি না তা কেউ নিশ্চিত করে জানাতেও পারছে না। তাকে কোথাও খুঁজে না পাওয়ায় আমরা চিন্তিত। এ ঘটনায় গত সোমবার বিকেলে আমি থানায় জিডি করেছি।’
হাফেজ মুফতি তারেকুল ইসলামের ভাই মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ তানবীরুল ইসলাম বলেন, ‘গত সোমবার ভোরবেলা ফজরের নামাজের পর থেকে আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি ভোরে বেরিয়ে গিয়ে নামাজ পড়িয়ে আর মাদ্রাসায় ফিরে আসেননি। গ্রামের বাড়িতে বা স্বজনদের কাছেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার ঘটনায় আমি আজ দুপুরে রায়পুর থানায় জিডি করেছি।’
উল্লেখ্য, ঈদুল আজহার আগে ওই মাদ্রাসার ১২ বছর বয়সী এক ছাত্রকে মনিরুল ইসলাম নামের এক শিক্ষক যৌন নির্যাতন করে। ওই সময় ক্ষুব্ধ গ্রামবাসী মাদ্রাসা ঘেরাও করলে অভিযুক্ত পালিয়ে যায়। একই ছাত্রকে ওই ঘটনার প্রায় তিন মাস আগে মনির হোসেন নামের অপর শিক্ষক যৌন নির্যাতন করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
এ ব্যাপারে জানতে চাইলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্কুলশিক্ষক মুরাদ হোসেন বলেন, ‘মাদ্রাসার সুনাম রক্ষার্থে আগের অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়নি। তাঁরা পালিয়ে যাওয়ায় স্থানীয়ভাবেও কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়নি। এ ঘটনার রেশ না কাটতেই আবার শিক্ষক ও ছাত্র নিখোঁজের ঘটনায় আমরা চিন্তিত।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘ওই ঘটনায় থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে পুলিশ সচেষ্ট রয়েছে।’

লক্ষ্মীপুরের রায়পুরে একটি কওমি মাদ্রাসার ছাত্র নিখোঁজের ১০ দিন পর সুপার নিখোঁজ হয়েছেন। উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চমকা বাজার এলাকায় অবস্থিত জামিআ আল্লামা যফর আহমদ উসমানী কওমি মাদ্রাসার শিক্ষক ও ছাত্র তাঁরা।
এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে রায়পুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর আগেও ওই মাদ্রাসার এক শিশুকে অপর দুই শিক্ষক যৌন নির্যাতন করে পালিয়ে যান।
নিখোঁজ হাফেজ মুফতি তারেকুল ইসলাম (২৮) ওই মাদ্রাসার সুপার এবং খাসেরহাট জামে মসজিদের ইমাম। তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার সওদাগরপাড়া গ্রামের নুরুল ইসলাম বাড়ির আবু তাহেরের ছেলে। ছাত্র আব্দুর রশিদ উত্তর চরবংশী গ্রামের ব্যাপারী বাড়ির সুফিয়ান রহমানের ছেলে ও ওই মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র।
আব্দুর রশিদের মা মাসুদা বেগম বলেন, ‘আমার ছেলে গত ১৬ জুলাই সন্ধ্যার পর মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরদিন বিকেলে খোঁজ নিলে তাকে মাদ্রাসায় পাওয়া যায়নি। ওই দিন সে মাদ্রাসায় গিয়েছিল কি না তা কেউ নিশ্চিত করে জানাতেও পারছে না। তাকে কোথাও খুঁজে না পাওয়ায় আমরা চিন্তিত। এ ঘটনায় গত সোমবার বিকেলে আমি থানায় জিডি করেছি।’
হাফেজ মুফতি তারেকুল ইসলামের ভাই মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ তানবীরুল ইসলাম বলেন, ‘গত সোমবার ভোরবেলা ফজরের নামাজের পর থেকে আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি ভোরে বেরিয়ে গিয়ে নামাজ পড়িয়ে আর মাদ্রাসায় ফিরে আসেননি। গ্রামের বাড়িতে বা স্বজনদের কাছেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার ঘটনায় আমি আজ দুপুরে রায়পুর থানায় জিডি করেছি।’
উল্লেখ্য, ঈদুল আজহার আগে ওই মাদ্রাসার ১২ বছর বয়সী এক ছাত্রকে মনিরুল ইসলাম নামের এক শিক্ষক যৌন নির্যাতন করে। ওই সময় ক্ষুব্ধ গ্রামবাসী মাদ্রাসা ঘেরাও করলে অভিযুক্ত পালিয়ে যায়। একই ছাত্রকে ওই ঘটনার প্রায় তিন মাস আগে মনির হোসেন নামের অপর শিক্ষক যৌন নির্যাতন করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
এ ব্যাপারে জানতে চাইলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্কুলশিক্ষক মুরাদ হোসেন বলেন, ‘মাদ্রাসার সুনাম রক্ষার্থে আগের অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়নি। তাঁরা পালিয়ে যাওয়ায় স্থানীয়ভাবেও কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়নি। এ ঘটনার রেশ না কাটতেই আবার শিক্ষক ও ছাত্র নিখোঁজের ঘটনায় আমরা চিন্তিত।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘ওই ঘটনায় থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে পুলিশ সচেষ্ট রয়েছে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে