ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজীতে ফাতেমা আক্তার (৪২) নামে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে নির্যাতন করা হয়েছে। আজ রোববার এ ঘটনায় ফুলগাজী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাত আড়াইটার দিকে ফুলগাজীর জিএম হাট ইউনিয়নের নুরপুর গ্রামে সৌদিপ্রবাসী ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই গ্রামের ফারুকের স্ত্রী ফাতেমা আক্তার।
গৃহবধূর স্বজনেরা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ও স্থানীয়রা তাঁকে পাশের বাড়ির উঠান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়। অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ২টার দিকে লাইলাতুল কদরের নামাজ পড়ছিলেন ফাতেমা। পোড়া গন্ধ পেয়ে মেয়েদের ডেকে নিয়ে ঘরের বাইরে গেলে দেখতে পান খড়ের গাদায় আগুন জ্বলছে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে চলে যায়।
এর প্রায় ১৫ মিনিট পরে ঘরে থাকা দুই মেয়ে চিৎকার করে বলে তার মাকে খুঁজে পাচ্ছে না। সন্ত্রাসীরা ফাতেমাকে তুলে নিয়ে যায়। একপর্যায়ে তারা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর রক্তাক্ত অবস্থায় পাশের একটি বাড়ির উঠান থেকে ফাতেমাকে উদ্ধার করে।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. রায়হান উদ্দিন চৌধুরী বলেন, ফুলগাজী থেকে ফাতেমা নামে এক রোগীকে মুমূর্ষু অবস্থায় আনা হয়। তাঁর মাথায়, হাতে, পাসহ শরীরের বেশ কিছু স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগীর মেয়ে ফারহানা আক্তার জানান, সম্পত্তির বিরোধের জেরে তার মায়ের ওপর হামলা চালিয়ে নির্যাতন করেছেন খোকন মজুমদার। এ ঘটনায় তিনি বাদী হয়ে ফুলগাজী থানায় আজ সকালে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে খোকন মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তাঁদের (গৃহবধূ) সঙ্গে আমার জমিসংক্রান্ত বিরোধ রয়েছে এ কারণে আমার নাম আসা স্বাভাবিক। তবে এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘নির্যাতিত ওই গৃহবধূর সঙ্গে জায়গা-জমিসংক্রান্ত একটি বিরোধ রয়েছে বাড়ির পাশে খোকন মজুমদারের সঙ্গে। স্থানীয়দের সঙ্গে আলাপ করে আমরা জানতে পেরেছি, ঈদের পরে সম্পত্তির বিষয়টি নিষ্পত্তি হওয়ার কথা। এ ঘটনার জেরে তাঁর ওপর হামলা হয়েছে কি না, বিষয়টি খতিয়ে দেখছি। ভুক্তভোগীর মেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।’

ফেনীর ফুলগাজীতে ফাতেমা আক্তার (৪২) নামে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে নির্যাতন করা হয়েছে। আজ রোববার এ ঘটনায় ফুলগাজী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাত আড়াইটার দিকে ফুলগাজীর জিএম হাট ইউনিয়নের নুরপুর গ্রামে সৌদিপ্রবাসী ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই গ্রামের ফারুকের স্ত্রী ফাতেমা আক্তার।
গৃহবধূর স্বজনেরা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ও স্থানীয়রা তাঁকে পাশের বাড়ির উঠান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়। অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ২টার দিকে লাইলাতুল কদরের নামাজ পড়ছিলেন ফাতেমা। পোড়া গন্ধ পেয়ে মেয়েদের ডেকে নিয়ে ঘরের বাইরে গেলে দেখতে পান খড়ের গাদায় আগুন জ্বলছে। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে চলে যায়।
এর প্রায় ১৫ মিনিট পরে ঘরে থাকা দুই মেয়ে চিৎকার করে বলে তার মাকে খুঁজে পাচ্ছে না। সন্ত্রাসীরা ফাতেমাকে তুলে নিয়ে যায়। একপর্যায়ে তারা ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর রক্তাক্ত অবস্থায় পাশের একটি বাড়ির উঠান থেকে ফাতেমাকে উদ্ধার করে।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. রায়হান উদ্দিন চৌধুরী বলেন, ফুলগাজী থেকে ফাতেমা নামে এক রোগীকে মুমূর্ষু অবস্থায় আনা হয়। তাঁর মাথায়, হাতে, পাসহ শরীরের বেশ কিছু স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগীর মেয়ে ফারহানা আক্তার জানান, সম্পত্তির বিরোধের জেরে তার মায়ের ওপর হামলা চালিয়ে নির্যাতন করেছেন খোকন মজুমদার। এ ঘটনায় তিনি বাদী হয়ে ফুলগাজী থানায় আজ সকালে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে খোকন মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তাঁদের (গৃহবধূ) সঙ্গে আমার জমিসংক্রান্ত বিরোধ রয়েছে এ কারণে আমার নাম আসা স্বাভাবিক। তবে এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘নির্যাতিত ওই গৃহবধূর সঙ্গে জায়গা-জমিসংক্রান্ত একটি বিরোধ রয়েছে বাড়ির পাশে খোকন মজুমদারের সঙ্গে। স্থানীয়দের সঙ্গে আলাপ করে আমরা জানতে পেরেছি, ঈদের পরে সম্পত্তির বিষয়টি নিষ্পত্তি হওয়ার কথা। এ ঘটনার জেরে তাঁর ওপর হামলা হয়েছে কি না, বিষয়টি খতিয়ে দেখছি। ভুক্তভোগীর মেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে