Ajker Patrika

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮: ৫২
জানে আলম সিকদার। ছবি: সংগৃহীত
জানে আলম সিকদার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানের পূর্ব গুজরায় উপজেলা যুবদল নেতা জানে আলম সিকদারকে (৪৮) দুর্বৃত্তরা গুলি করে পালিয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আজ সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জানে আলম সিকদার পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজগর আলী সিকদার বাড়ির মৃত হামদু মিয়ার ছেলে। তিনি রাউজানের সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী এবং রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন।

নিহত জানে আলমের বড় ভাই বদিউল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সড়কে ছিলাম, হঠাৎ দেখি অন্ধকারে কে যেন দৌড় দিয়েছে। পরে খেয়াল করে দেখি, আমার ভাই জানে আলম। যারা গুলি করেছে, তারা আমার পাশ দিয়ে চলে গেছে। তবে আমি খেয়াল করতে পারিনি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, এক মোটরসাইকেলে করে তিনজন এসে জানে আলমকে গুলি করেছে। তাঁর বুকের ডান পাশে গুলি লেগেছে।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। তদন্ত করে দেখছি। এ ঘটনায় কে বা কারা জড়িত, জানার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে ভিসা বন্ড, নতুন মার্কিন নিয়ম

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

যুক্তরাষ্ট্রের কাছে ২০০ কোটি ডলারের তেল বেচবে ভেনেজুয়েলা, চুক্তি চূড়ান্ত

যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দিতে হবে ভেনেজুয়েলার, ঘোষণা ট্রাম্পের

ভারতে না খেললে বাংলাদেশের পয়েন্ট কাটা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত