গাজীপুর প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটে আটকে থাকা একটি প্রাইভেটকারের জানালার কাচ ভেঙে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা-পুলিশ।
আজ বুধবার গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-গাজীপুর মহানগরীর টঙ্গীর এরশাদনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. শাহরিয়ার সাব্বির শ্রাবণ ওরফে মাহিম (২০), মহানগরীর উত্তর আউচপাড়া মুক্তারবাড়ী এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে বাবু হোসেন (২৫) ও চেরাগআলী এলাকার হাসান ভান্ডারির ছেলে আলী আকবর (২০)।
স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় লিজ গার্মেন্টসের সামনে যানজটের সৃষ্টি হয়। এ সময় যানজটে আটকে পড়া একটি প্রাইভেটকারে তিন ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে হানা দেয়। ছিনতাইকারীরা গাড়ির জানালার কাচ ভেঙে ছিনতাই করেন। পরে পাশের একটি মুরগিবোঝাই গাড়ির দরজা খুলে নগদ ১৫ হাজার টাকাসহ পাঁচটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। সম্পূর্ণ ঘটনাটি আসিফ আহমেদ নামে এক তরুণ ভিডিও করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিলে সেটি ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন বলেন, গতকাল রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় যানজটে আটকে পড়া একটি প্রাইভেটকার ও একটি মুরগীবোঝাই গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল পেয়ে এবং ফেসবুকে দেওয়া ভিডিও দেখে গাছা থানার টহল পুলিশ সেখানে পৌঁছায়। পরবর্তীতে ভিডিও ও আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে স্থানীয় সুশল সিএনজি পাম্পের সামনে থেকে প্রথমে মাহিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তি ভিত্তিতে আজ দুপুরে টঙ্গীর বাঁশপট্টি এলাকা থেকে বাবু হোসেন ও আলী আকবরকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, আসামিদের কাছ থেকে ধারালো অস্ত্র ও লুট করা ছয় হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাতেই তাঁদের বিরুদ্ধে ভুক্তভোগী ফারুক হোসেন নামে এক ব্যক্তি থানায় মামলা দায়ের করেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটে আটকে থাকা একটি প্রাইভেটকারের জানালার কাচ ভেঙে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা-পুলিশ।
আজ বুধবার গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-গাজীপুর মহানগরীর টঙ্গীর এরশাদনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. শাহরিয়ার সাব্বির শ্রাবণ ওরফে মাহিম (২০), মহানগরীর উত্তর আউচপাড়া মুক্তারবাড়ী এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে বাবু হোসেন (২৫) ও চেরাগআলী এলাকার হাসান ভান্ডারির ছেলে আলী আকবর (২০)।
স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় লিজ গার্মেন্টসের সামনে যানজটের সৃষ্টি হয়। এ সময় যানজটে আটকে পড়া একটি প্রাইভেটকারে তিন ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে হানা দেয়। ছিনতাইকারীরা গাড়ির জানালার কাচ ভেঙে ছিনতাই করেন। পরে পাশের একটি মুরগিবোঝাই গাড়ির দরজা খুলে নগদ ১৫ হাজার টাকাসহ পাঁচটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। সম্পূর্ণ ঘটনাটি আসিফ আহমেদ নামে এক তরুণ ভিডিও করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিলে সেটি ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন বলেন, গতকাল রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় যানজটে আটকে পড়া একটি প্রাইভেটকার ও একটি মুরগীবোঝাই গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল পেয়ে এবং ফেসবুকে দেওয়া ভিডিও দেখে গাছা থানার টহল পুলিশ সেখানে পৌঁছায়। পরবর্তীতে ভিডিও ও আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে স্থানীয় সুশল সিএনজি পাম্পের সামনে থেকে প্রথমে মাহিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তি ভিত্তিতে আজ দুপুরে টঙ্গীর বাঁশপট্টি এলাকা থেকে বাবু হোসেন ও আলী আকবরকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, আসামিদের কাছ থেকে ধারালো অস্ত্র ও লুট করা ছয় হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাতেই তাঁদের বিরুদ্ধে ভুক্তভোগী ফারুক হোসেন নামে এক ব্যক্তি থানায় মামলা দায়ের করেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৮ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৯ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২২ দিন আগে