সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার ভোরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মিজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ (পিএসসি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার বেচু কাজী বাড়ির মৃত জালালের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩৮) ও একই ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ (নতুন পাড়া) এলাকার আবু জাফরের ছেলে মো. জাহেদ প্রকাশ মোস্তফা জাহেদ (২৬)।
চট্টগ্রাম র্যাব-৭-এর অধিনায়ক জানান, গত বৃহস্পতিবার রাতে উপজেলার এক গৃহবধূকে (২২) নিজ ঘরে জিম্মি করে পাঁচ ব্যক্তি। পরে তারা তাঁকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ধর্ষণের পর তারা গৃহবধূকে নিজ ঘর থেকে উঠিয়ে আরও দুই স্থানে নিয়ে ধর্ষণ করে। এ সময় তাদের বাধা দিতে গৃহবধূর ভাগনে ও ফুফাতো ভাই এগিয়ে এলে তাঁদের এলোপাতাড়ি পিটিয়ে আহত করে অভিযুক্ত ব্যক্তিরা। ধর্ষণকালে তারা মোবাইল ফোনে ভিডিও করার পাশাপাশি বিষয়টি কাউকে জানালে গৃহবধূকে হত্যা করা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনার পরদিন শুক্রবার রাতে ভুক্তভোগী গৃহবধূ সীতাকুণ্ড থানায় এসে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।
এম এ ইউসুফ আরও জানান, মামলা দায়েরের পর থেকেই এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে ছায়াতদন্ত শুরু করে র্যাব। তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার ভোররাতে বাড়বকুণ্ড ইউনিয়নের মিজিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এ মামলার প্রধান আসামি সাদ্দাম হোসেন ও ৩ নম্বর আসামি জাহেদকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার-পরবর্তী ওই দুই আসামি ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করেন। সংবাদ সম্মেলন শেষে আসামিদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম জানান, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার পর র্যাব-৭ অভিযান চালিয়ে বাড়বকুণ্ডের মিজিপাড়া এলাকা থেকে এ মামলার প্রধান আসামিসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। বিষয়টি তদন্তের পাশাপাশি অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছেন তাঁরা।
উল্লেখ্য, ২৩ জুলাই সীতাকুণ্ডে এক গার্মেন্টসকর্মী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। সে সময় এক রিকশাচালক ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনা জানালে পুলিশ মো. ইমতিয়াজ বাপ্পি নামে একজনকে গ্রেপ্তার করে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার ভোরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মিজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ (পিএসসি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার বেচু কাজী বাড়ির মৃত জালালের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩৮) ও একই ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ (নতুন পাড়া) এলাকার আবু জাফরের ছেলে মো. জাহেদ প্রকাশ মোস্তফা জাহেদ (২৬)।
চট্টগ্রাম র্যাব-৭-এর অধিনায়ক জানান, গত বৃহস্পতিবার রাতে উপজেলার এক গৃহবধূকে (২২) নিজ ঘরে জিম্মি করে পাঁচ ব্যক্তি। পরে তারা তাঁকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ধর্ষণের পর তারা গৃহবধূকে নিজ ঘর থেকে উঠিয়ে আরও দুই স্থানে নিয়ে ধর্ষণ করে। এ সময় তাদের বাধা দিতে গৃহবধূর ভাগনে ও ফুফাতো ভাই এগিয়ে এলে তাঁদের এলোপাতাড়ি পিটিয়ে আহত করে অভিযুক্ত ব্যক্তিরা। ধর্ষণকালে তারা মোবাইল ফোনে ভিডিও করার পাশাপাশি বিষয়টি কাউকে জানালে গৃহবধূকে হত্যা করা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনার পরদিন শুক্রবার রাতে ভুক্তভোগী গৃহবধূ সীতাকুণ্ড থানায় এসে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।
এম এ ইউসুফ আরও জানান, মামলা দায়েরের পর থেকেই এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে ছায়াতদন্ত শুরু করে র্যাব। তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার ভোররাতে বাড়বকুণ্ড ইউনিয়নের মিজিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এ মামলার প্রধান আসামি সাদ্দাম হোসেন ও ৩ নম্বর আসামি জাহেদকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার-পরবর্তী ওই দুই আসামি ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করেন। সংবাদ সম্মেলন শেষে আসামিদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম জানান, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার পর র্যাব-৭ অভিযান চালিয়ে বাড়বকুণ্ডের মিজিপাড়া এলাকা থেকে এ মামলার প্রধান আসামিসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। বিষয়টি তদন্তের পাশাপাশি অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছেন তাঁরা।
উল্লেখ্য, ২৩ জুলাই সীতাকুণ্ডে এক গার্মেন্টসকর্মী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। সে সময় এক রিকশাচালক ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনা জানালে পুলিশ মো. ইমতিয়াজ বাপ্পি নামে একজনকে গ্রেপ্তার করে।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত
৪ ঘণ্টা আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে