আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ইসলামিক বক্তার জিহ্বা কেটে হত্যাচেষ্টা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব ৯ এর অধিনায়ক উইং কমান্ডার মমিনুল হক।
র্যাবের দাবি—ভুক্তভোগী ইসলামী বক্তার ওই দিনের বক্তব্যের কিছু অংশ গ্রেপ্তারকৃতদের কাছে গ্রহণযোগ্য মনে না হওয়ায় তাঁরা এ ঘটনা ঘটিয়েছে বলে র্যাবকে জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত হেলিম ভূঁইয়ার ছেলে জাকির হোসেন জাক্কু (৪৮), একই গ্রামের আমির আলী ভূঁইয়ার ছেলে মাহবুবুল আল শিমুল (৩৩), একই উপজেলার দৌলতবাড়ি চাওড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন (৩৫), কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বিংলা বাড়ির গ্রামের মৃত শেবু মিয়ার ছেলে আমিরুল ইসলাম রিমন (২০)।
র্যাবের অধিনায়ক মমিনুল হক বলেন, ‘গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছে ইসলামী বক্তা শরীফুল ইসলাম নুরীর ওই দিনের বক্তব্যের কিছু অংশ তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এ জন্য তারা মাহফিল শেষে রাতে বাড়ির ফেরার পথে হামলা করে জিহ্বা কেটে নেয় এবং কুপিয়ে জখম করে।’
র্যাব কর্মকর্তা মমিনুল হক আরও জানান, গত রোববার রাতে ইসলামী বক্তা হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম নুরী (৩৮) জেলার বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি দরবার শরীফের মাহফিল শেষে বাড়ি ফিরছিলেন। পথে আখাউড়া উপজেলার উত্তর ইউপির রামধননগর রেলক্রসিং পাকা রাস্তার ওপর গ্রেপ্তারকৃত আসামিরা তাঁর ওপর হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এ সময় তাঁরা ভুক্তভোগীর সঙ্গে থাকা লোকেদের ওপর হামলাসহ ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা বাদী হয়ে আখাউড়া থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতদের আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করেছে র্যাব। আগামীকাল (বৃহস্পতিবার) সকালে তাদের জেলা আদালতে পাঠানো হবে।’

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ইসলামিক বক্তার জিহ্বা কেটে হত্যাচেষ্টা মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাব ৯ এর অধিনায়ক উইং কমান্ডার মমিনুল হক।
র্যাবের দাবি—ভুক্তভোগী ইসলামী বক্তার ওই দিনের বক্তব্যের কিছু অংশ গ্রেপ্তারকৃতদের কাছে গ্রহণযোগ্য মনে না হওয়ায় তাঁরা এ ঘটনা ঘটিয়েছে বলে র্যাবকে জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত হেলিম ভূঁইয়ার ছেলে জাকির হোসেন জাক্কু (৪৮), একই গ্রামের আমির আলী ভূঁইয়ার ছেলে মাহবুবুল আল শিমুল (৩৩), একই উপজেলার দৌলতবাড়ি চাওড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন (৩৫), কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বিংলা বাড়ির গ্রামের মৃত শেবু মিয়ার ছেলে আমিরুল ইসলাম রিমন (২০)।
র্যাবের অধিনায়ক মমিনুল হক বলেন, ‘গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছে ইসলামী বক্তা শরীফুল ইসলাম নুরীর ওই দিনের বক্তব্যের কিছু অংশ তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এ জন্য তারা মাহফিল শেষে রাতে বাড়ির ফেরার পথে হামলা করে জিহ্বা কেটে নেয় এবং কুপিয়ে জখম করে।’
র্যাব কর্মকর্তা মমিনুল হক আরও জানান, গত রোববার রাতে ইসলামী বক্তা হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম নুরী (৩৮) জেলার বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি দরবার শরীফের মাহফিল শেষে বাড়ি ফিরছিলেন। পথে আখাউড়া উপজেলার উত্তর ইউপির রামধননগর রেলক্রসিং পাকা রাস্তার ওপর গ্রেপ্তারকৃত আসামিরা তাঁর ওপর হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এ সময় তাঁরা ভুক্তভোগীর সঙ্গে থাকা লোকেদের ওপর হামলাসহ ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা বাদী হয়ে আখাউড়া থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতদের আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করেছে র্যাব। আগামীকাল (বৃহস্পতিবার) সকালে তাদের জেলা আদালতে পাঠানো হবে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে