ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে কলেজছাত্র শান্ত অধিকারীকে হত্যাচেষ্টার আসামিকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার বাবা কমল চন্দ্র অধিকারী ও গ্রামের শতাধিক মানুষজন। আজ রোববার সকাল ১০টায় নলছিটি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উল্টো আহত কলেজছাত্রের বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, কমল চন্দ্র অধিকারীর সঙ্গে প্রতিবেশী সঞ্জয় মণ্ডলের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ১৬ এপ্রিল বাড়ির কাছেই সঞ্জয় মণ্ডল ও তাঁর মা অঞ্জলী রানী মণ্ডল কমলের স্ত্রী কল্যাণী রানীকে পিটিয়ে আহত করেন। মাকে বাঁচাতে গেলে ছেলে শান্ত অধিকারীকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শান্তর বাবা কমল চন্দ্র অধিকারী হামলাকারী সঞ্জয় মণ্ডলসহ দুজনের নামে নলছিটি থানায় মামলা দায়ের করেন। পুলিশ এক সপ্তাহেও আসামিদের গ্রেপ্তার না করায় আজ সকালে নলছিটি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে শান্তর পরিবার। এতে শান্তর বাবাসহ গ্রামের শতাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধন শেষে সঞ্জয় মণ্ডলকে গ্রেপ্তার ও চাকরি থেকে অপসারণের দাবিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি দিতে যাওয়ার পথে পুলিশ শান্তর বাবাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. আউয়াল বলেন, মানববন্ধন করার কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি। গত ১৮ এপ্রিল সঞ্জয়ের ভাই প্রসেনজিৎ মণ্ডলের দায়ের করা একটি মামলায় কমল চন্দ্র অধিকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঝালকাঠির নলছিটিতে কলেজছাত্র শান্ত অধিকারীকে হত্যাচেষ্টার আসামিকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার বাবা কমল চন্দ্র অধিকারী ও গ্রামের শতাধিক মানুষজন। আজ রোববার সকাল ১০টায় নলছিটি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উল্টো আহত কলেজছাত্রের বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, কমল চন্দ্র অধিকারীর সঙ্গে প্রতিবেশী সঞ্জয় মণ্ডলের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ১৬ এপ্রিল বাড়ির কাছেই সঞ্জয় মণ্ডল ও তাঁর মা অঞ্জলী রানী মণ্ডল কমলের স্ত্রী কল্যাণী রানীকে পিটিয়ে আহত করেন। মাকে বাঁচাতে গেলে ছেলে শান্ত অধিকারীকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শান্তর বাবা কমল চন্দ্র অধিকারী হামলাকারী সঞ্জয় মণ্ডলসহ দুজনের নামে নলছিটি থানায় মামলা দায়ের করেন। পুলিশ এক সপ্তাহেও আসামিদের গ্রেপ্তার না করায় আজ সকালে নলছিটি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে শান্তর পরিবার। এতে শান্তর বাবাসহ গ্রামের শতাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধন শেষে সঞ্জয় মণ্ডলকে গ্রেপ্তার ও চাকরি থেকে অপসারণের দাবিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি দিতে যাওয়ার পথে পুলিশ শান্তর বাবাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. আউয়াল বলেন, মানববন্ধন করার কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি। গত ১৮ এপ্রিল সঞ্জয়ের ভাই প্রসেনজিৎ মণ্ডলের দায়ের করা একটি মামলায় কমল চন্দ্র অধিকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১৩ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২২ দিন আগে